ETV Bharat / city

NRC-র বিরুদ্ধে জোরদার আন্দোলন, পথে নামছে সিদ্দিকুল্লাহর সংগঠন - Jamiat Ulema-e-Hind

NRC-র বিরুদ্ধে আন্দোলন জারি রেখেছে তৃণমূল কংগ্রেস । রাজ্যের বিরোধী দল কংগ্রেস এবং CPM-ও নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে জোরালো প্রতিবাদে সরব । এর পাশাপাশি চরম আন্দোলনে নামার রাস্তা তৈরি করছে  মন্ত্রী সিদ্দিকুল্লাহর দল জমিয়েত উলেমা হিন্দ ।

siddikullah
NRC-র বিরুদ্ধে জোরদার আন্দোলন, পথে নামছে সিদ্দিকুল্লাহর দল
author img

By

Published : Dec 12, 2019, 1:51 AM IST

কলকাতা, 12 ডিসেম্বর: বাংলায় NRC রুখতে এবারে পথে নেমে আন্দোলন শুরুর প্রস্তুতি নিচ্ছে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরির সংগঠন জামিয়াত-উলেমা-ই-হিন্দ।

আজ ETV ভারতকে মন্ত্রী জানান, শুক্রবার থেকে রাজ্য জুড়ে NRC-র বিরুদ্ধে আন্দোলন চলবে সর্বত্র । এরপর আগামী 22 ডিসেম্বর কলকাতার রানি রাসমণি রোডে বড় মাপের সমাবেশ করবে জামিয়াত-উলেমা-ই-হিন্দ ৷ ইতিমধ্যেই NRC-র বিরুদ্ধে আন্দোলন জারি রেখেছে তৃণমূল কংগ্রেস । রাজ্যের বিরোধী দল কংগ্রেস এবং CPM-ও নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে জোরালো প্রতিবাদে সরব । এর পাশাপাশি চরম আন্দোলনে নামার রাস্তা তৈরি করছে মন্ত্রী সিদ্দিকুল্লাহর সংগঠন জামিয়াত-উলেমা-ই-হিন্দ ।

দেখুন ভিডিয়ো

শুক্রবার থেকে, মসজিদ, বাড়ি, কিংবা পাড়ার ক্লাব প্রতিটি স্তরে আন্দোলন চালানো হবে, মন্ত্রী বলেন এমনই । আন্দোলন প্রসঙ্গে তাঁর মত, "আমরা স্পষ্টভাবে বলতে চাইছি, ক্ষমতার বলে বলিয়ান হয়ে দেশের সংবিধানকে অপমান করা হয়েছে । এটা ঠিক হয়নি ।"

কলকাতা, 12 ডিসেম্বর: বাংলায় NRC রুখতে এবারে পথে নেমে আন্দোলন শুরুর প্রস্তুতি নিচ্ছে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরির সংগঠন জামিয়াত-উলেমা-ই-হিন্দ।

আজ ETV ভারতকে মন্ত্রী জানান, শুক্রবার থেকে রাজ্য জুড়ে NRC-র বিরুদ্ধে আন্দোলন চলবে সর্বত্র । এরপর আগামী 22 ডিসেম্বর কলকাতার রানি রাসমণি রোডে বড় মাপের সমাবেশ করবে জামিয়াত-উলেমা-ই-হিন্দ ৷ ইতিমধ্যেই NRC-র বিরুদ্ধে আন্দোলন জারি রেখেছে তৃণমূল কংগ্রেস । রাজ্যের বিরোধী দল কংগ্রেস এবং CPM-ও নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে জোরালো প্রতিবাদে সরব । এর পাশাপাশি চরম আন্দোলনে নামার রাস্তা তৈরি করছে মন্ত্রী সিদ্দিকুল্লাহর সংগঠন জামিয়াত-উলেমা-ই-হিন্দ ।

দেখুন ভিডিয়ো

শুক্রবার থেকে, মসজিদ, বাড়ি, কিংবা পাড়ার ক্লাব প্রতিটি স্তরে আন্দোলন চালানো হবে, মন্ত্রী বলেন এমনই । আন্দোলন প্রসঙ্গে তাঁর মত, "আমরা স্পষ্টভাবে বলতে চাইছি, ক্ষমতার বলে বলিয়ান হয়ে দেশের সংবিধানকে অপমান করা হয়েছে । এটা ঠিক হয়নি ।"

Intro:কলকাতা, ১১ ডিসেম্বর: বাংলায় এনআরসি রুখতে এবারে পথে নেমে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে প্রস্তুতি নিচ্ছে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরির দল জমিয়েত উলেমা হিন্দ। আজ ইটিভি ভারতকে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী জানান, শুক্রবার থেকে রাজ্য জুড়ে এনআরসির বিরুদ্ধে আন্দোলন চলবে সর্বত্র। এরপর আগামী ২২ ডিসেম্বর কলকাতার রানি রাসমণি রোডে বড় সমাবেশ করবে জমিয়েত উলেমা হিন্দ।


Body:ইতিমধ্যেই এনআরসির বিরুদ্ধে আন্দোলন জারি দেখেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিরোধী দল কংগ্রেস এবং সিপিএমও নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে জোরালো প্রতিবাদে সরব। এবারে এর পাশাপাশি চরম আন্দোলন শানানোর রূপরেখা তৈরি করল রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরির দল জমিয়েত উলেমা হিন্দ। শুক্রবার থেকে, মসজিদ, বাড়ি, ক্লাব সহ সর্বত্র আন্দোলন চালাবে তাঁরা । আন্দোলন প্রসঙ্গে সিদ্দিকুল্লা চৌধুরি বলেন, "আমরা পরিস্কার ভাবে বলতে চাইছি, ক্ষমতার বলে বলিয়ান হয়ে ভারতীয় সংবিধানকে অপমান করা হয়েছে । এটা ঠিক হয়নি।"



Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.