কলকাতা, 12 ডিসেম্বর: বাংলায় NRC রুখতে এবারে পথে নেমে আন্দোলন শুরুর প্রস্তুতি নিচ্ছে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরির সংগঠন জামিয়াত-উলেমা-ই-হিন্দ।
আজ ETV ভারতকে মন্ত্রী জানান, শুক্রবার থেকে রাজ্য জুড়ে NRC-র বিরুদ্ধে আন্দোলন চলবে সর্বত্র । এরপর আগামী 22 ডিসেম্বর কলকাতার রানি রাসমণি রোডে বড় মাপের সমাবেশ করবে জামিয়াত-উলেমা-ই-হিন্দ ৷ ইতিমধ্যেই NRC-র বিরুদ্ধে আন্দোলন জারি রেখেছে তৃণমূল কংগ্রেস । রাজ্যের বিরোধী দল কংগ্রেস এবং CPM-ও নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে জোরালো প্রতিবাদে সরব । এর পাশাপাশি চরম আন্দোলনে নামার রাস্তা তৈরি করছে মন্ত্রী সিদ্দিকুল্লাহর সংগঠন জামিয়াত-উলেমা-ই-হিন্দ ।
শুক্রবার থেকে, মসজিদ, বাড়ি, কিংবা পাড়ার ক্লাব প্রতিটি স্তরে আন্দোলন চালানো হবে, মন্ত্রী বলেন এমনই । আন্দোলন প্রসঙ্গে তাঁর মত, "আমরা স্পষ্টভাবে বলতে চাইছি, ক্ষমতার বলে বলিয়ান হয়ে দেশের সংবিধানকে অপমান করা হয়েছে । এটা ঠিক হয়নি ।"