ETV Bharat / city

Kanyashree Divas 2022 বাংলার মেয়েদের ক্ষমতায়নের ছবি কন্যাশ্রী দিবসে তুলে ধরল রাজ্য

নবম বর্ষ কন্যাশ্রী দিবস উদযাপনে নজরুল মঞ্চে তুলে ধরা হল কীভাবে বাংলার মেয়েরা বদলাচ্ছে তাদের ছবি ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী, শিশু এবং সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja), স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)।

Shashi Panja Chandrima Bhattacharya felicitate girl students in Kanyashree Divas 2022
বাংলার মেয়েদের ক্ষমতায়নের ছবি কন্যাশ্রী দিবসে তুলে ধরল রাজ্য
author img

By

Published : Aug 14, 2022, 5:05 PM IST

কলকাতা, 14 অগস্ট: কন্যাশ্রী দিবসের নবম বার্ষিকীতে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প সমাজে পরিবর্তন নিয়ে আসছে তাই তুলে ধরা হল । বৃষ্টি বিঘ্নিত রবিবার নজরুল মঞ্চ ছিল ফুলপ্যাকড । সেখানে উপস্থিত ছিলেন নারী, শিশু এবং সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja), স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। সেখানেই মন্ত্রী শশী পাঁজা জানান, যে ভাবে গত 8 বছর ধরে কন্যাশ্রী ছাত্রছাত্রীদের জীবনকে বদলে দিয়েছে, তাতে এই প্রকল্প যে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না ।

তিনি জানিয়েছেন, এই মুহূর্তে এই প্রকল্পে সরকারের বরাদ্দ 12 হাজার কোটি টাকা । গোটা রাজ্যে 80 লক্ষ উপভোক্তা । শশী পাঁজা বলেন, ভারতবর্ষে এমন অনেক প্রকল্প আছে যেগুলো শুরু হওয়ার পর থেমে যায় । কিন্তু এই প্রকল্পের গতি কখনওই রুদ্ধ হতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায় । কারণ এটি ছাত্রীদের উন্নয়নে অতি প্রয়োজনীয় একটা অস্ত্র । এই প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন । সেজন্য আজকের দিনে তিনি ছাত্রীদের শুভেচ্ছাও জানিয়েছেন ।

শশী পাঁজার কথায়, "আজকের দিনে আমাদের ছাত্রীদের সুযোগ দিতে হবে তাদের অভিভাবকদের যাতে তারা নিজের ভাগ্য নিজে লিখতে পারেন । এই সরকার এই মুহূর্তে একটি প্রকল্পের জন্যই 12 হাজার কোটি টাকার বেশি বরাদ্দ করেছে ৷ এর থেকেও স্পষ্ট এই প্রকল্প নিয়ে সরকার কতটা সিরিয়াস । এই মুহূর্তে 18123টি ইনস্টিটিউশন এই প্রকল্পের সঙ্গে যুক্ত ।"

Shashi Panja Chandrima Bhattacharya felicitate girl students in Kanyashree Divas 2022
নবম বর্ষ কন্যাশ্রী দিবস উদযাপন

আরও পড়ুন: মেয়েদের সাফল্য উদযাপন করছি, কন্যাশ্রী দিবসে শুভেচ্ছা মমতার

এ দিন এই মঞ্চ থেকে বাংলার মেয়েদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । তিনি বলেন, "আমাদের ছাত্রাবস্থায় আমরা শুধু কন্যা ছিলাম । কিন্তু আপনাদের সঙ্গে শ্রী যুক্ত হয়েছে । আপনাদের হাতে সমাজ তৈরি হচ্ছে, ভারত তৈরি হচ্ছে । এই যে আজ যাঁরা পুরস্কৃত হলেন তাঁরা কন্যাশ্রী, পাশাপাশি তাঁরা প্রত্যেকেই দেশের সেরা । এর থেকেই প্রমাণ করে কন্যাশ্রী কীভাবে বাংলাতে এগিয়ে নিয়ে যাচ্ছে । আমি বাকি ছাত্র-ছাত্রীদের বলব, আপনাদের চোখের সামনে উদাহরণ হাজির । আপনারাও নিজের সেরাটা দিন । দেখবেন আগামী দিনে আপনাদের মধ্যে থেকেই কেউ বিজ্ঞানী, কেউ ডাক্তার, কেউ সমাজ বিজ্ঞানী হবেন । আবার কেউ রাজ্য চালাবেন । আমি বলব স্বপ্ন দেখা ছাড়বেন না । কে বলতে পারে আপনাদের মধ্যে থেকে আগামীর কল্পনা চাওলা উঠে আসবে না ।"

প্রসঙ্গত এ দিন নজরুল মঞ্চের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে কৃতী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় । পুরস্কার তুলে দেন মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, লীনা গঙ্গোপাধ্যায়রা ।

কলকাতা, 14 অগস্ট: কন্যাশ্রী দিবসের নবম বার্ষিকীতে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প সমাজে পরিবর্তন নিয়ে আসছে তাই তুলে ধরা হল । বৃষ্টি বিঘ্নিত রবিবার নজরুল মঞ্চ ছিল ফুলপ্যাকড । সেখানে উপস্থিত ছিলেন নারী, শিশু এবং সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja), স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। সেখানেই মন্ত্রী শশী পাঁজা জানান, যে ভাবে গত 8 বছর ধরে কন্যাশ্রী ছাত্রছাত্রীদের জীবনকে বদলে দিয়েছে, তাতে এই প্রকল্প যে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না ।

তিনি জানিয়েছেন, এই মুহূর্তে এই প্রকল্পে সরকারের বরাদ্দ 12 হাজার কোটি টাকা । গোটা রাজ্যে 80 লক্ষ উপভোক্তা । শশী পাঁজা বলেন, ভারতবর্ষে এমন অনেক প্রকল্প আছে যেগুলো শুরু হওয়ার পর থেমে যায় । কিন্তু এই প্রকল্পের গতি কখনওই রুদ্ধ হতে দেননি মমতা বন্দ্যোপাধ্যায় । কারণ এটি ছাত্রীদের উন্নয়নে অতি প্রয়োজনীয় একটা অস্ত্র । এই প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন । সেজন্য আজকের দিনে তিনি ছাত্রীদের শুভেচ্ছাও জানিয়েছেন ।

শশী পাঁজার কথায়, "আজকের দিনে আমাদের ছাত্রীদের সুযোগ দিতে হবে তাদের অভিভাবকদের যাতে তারা নিজের ভাগ্য নিজে লিখতে পারেন । এই সরকার এই মুহূর্তে একটি প্রকল্পের জন্যই 12 হাজার কোটি টাকার বেশি বরাদ্দ করেছে ৷ এর থেকেও স্পষ্ট এই প্রকল্প নিয়ে সরকার কতটা সিরিয়াস । এই মুহূর্তে 18123টি ইনস্টিটিউশন এই প্রকল্পের সঙ্গে যুক্ত ।"

Shashi Panja Chandrima Bhattacharya felicitate girl students in Kanyashree Divas 2022
নবম বর্ষ কন্যাশ্রী দিবস উদযাপন

আরও পড়ুন: মেয়েদের সাফল্য উদযাপন করছি, কন্যাশ্রী দিবসে শুভেচ্ছা মমতার

এ দিন এই মঞ্চ থেকে বাংলার মেয়েদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । তিনি বলেন, "আমাদের ছাত্রাবস্থায় আমরা শুধু কন্যা ছিলাম । কিন্তু আপনাদের সঙ্গে শ্রী যুক্ত হয়েছে । আপনাদের হাতে সমাজ তৈরি হচ্ছে, ভারত তৈরি হচ্ছে । এই যে আজ যাঁরা পুরস্কৃত হলেন তাঁরা কন্যাশ্রী, পাশাপাশি তাঁরা প্রত্যেকেই দেশের সেরা । এর থেকেই প্রমাণ করে কন্যাশ্রী কীভাবে বাংলাতে এগিয়ে নিয়ে যাচ্ছে । আমি বাকি ছাত্র-ছাত্রীদের বলব, আপনাদের চোখের সামনে উদাহরণ হাজির । আপনারাও নিজের সেরাটা দিন । দেখবেন আগামী দিনে আপনাদের মধ্যে থেকেই কেউ বিজ্ঞানী, কেউ ডাক্তার, কেউ সমাজ বিজ্ঞানী হবেন । আবার কেউ রাজ্য চালাবেন । আমি বলব স্বপ্ন দেখা ছাড়বেন না । কে বলতে পারে আপনাদের মধ্যে থেকে আগামীর কল্পনা চাওলা উঠে আসবে না ।"

প্রসঙ্গত এ দিন নজরুল মঞ্চের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে কৃতী ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় । পুরস্কার তুলে দেন মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, লীনা গঙ্গোপাধ্যায়রা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.