ETV Bharat / city

SFI Policy: স্বাধীনতার 75 বছরে বাংলার মনীষী-বিপ্লবীদের ছুঁয়ে যাবে জাঠা: এসএফআই - এসএফআই

জাতীয় শিক্ষানীতির বিরোধিতায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে দেশ জুড়ে জাঠা শুরু করেছে এসএফআই (National Education Policy)। সেই জাঠার মাধ্যমে স্বাধীনতার 75 বছর পালন করা হবে ।

SFI Policy
স্বাধীনতার 75 বাংলার মনীষী-বিপ্লবীদের ছুঁয়ে যাবে জাঠা: এসএফআই
author img

By

Published : Aug 4, 2022, 10:25 PM IST

কলকাতা, 4 অগস্ট: সিপিআইএমের ছাত্র সংগঠন এফএফআই-ও দেশের স্বাধীনতার 75 বছরে বিশেষ কর্মসূচি গ্রহণ করল (National Education Policy)। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সেই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে । কবি সুকান্ত ভট্টাচার্যর কবিতার লাইন ধার করে 'এ দেশের বুকে আঠারো আসুক নেমে' শীর্ষক কর্মসূচি নেওয়া হয়েছে ।

মূলত, দেশের স্বাধীনতায় বাংলার স্বাধীনতা সংগ্রামী-মনীষী-সাহিত্যিকদের জন্মদিন-কর্মস্থান-স্মৃতিস্থানে পৌঁছনোর লক্ষ্য তাদের । সেখানে জাতীয় পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা, সমাবেশ করা হবে । যে অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সামিল করার উদ্যেগে নেওয়া হয়েছে ।

জাতীয় শিক্ষানীতির বিরোধিতায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে দেশ জুড়ে জাঠা শুরু করেছে এসএফআই । সেই জাঠার মাধ্যমে স্বাধীনতার 75 বছর পালন করা হবে । এদিন এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "সামগ্রিকভাবে দেশের ধর্ম নিরপেক্ষতাকে বাঁচাতে, সঠিক ইতিহাসকে জানাতে একাধিক মিছিলে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, বিদ্যাসাগরদের মিছিলের সামনে রাখা হবে । তাঁদের কর্মস্থান, জন্মস্থল ঘোরা হবে । 11 সেপ্টেম্বর ক্ষুদিরামকে স্মরণ করা হবে । একইভাবে শ্রী চৈতন্য, হরিচাঁদ-গুরুচাঁদদের স্মরণ করা হবে । প্রতিটি মিছিল সামগ্রিক এলাকার বিষয়কে, ইতিহাসকে ছুয়ে যাবে ।"

আরও পড়ুন: জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে এসএফআইয়ের জাঠা 'মার্চ ফর এডুকেশন'

এসএফআই-এর আরও দাবি, বাংলা থেকেও বহু বিপ্লবী স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন ৷ ধর্ম-বর্ণ-জাতপাত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা আন্দোলনে লড়াই করেছেন । অথচ, আরএসএস-বিজেপি দেশের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে । আমরা তার বিরুদ্ধে লাগাতার কর্মসূচি নিয়েছি ।

কলকাতা, 4 অগস্ট: সিপিআইএমের ছাত্র সংগঠন এফএফআই-ও দেশের স্বাধীনতার 75 বছরে বিশেষ কর্মসূচি গ্রহণ করল (National Education Policy)। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সেই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে । কবি সুকান্ত ভট্টাচার্যর কবিতার লাইন ধার করে 'এ দেশের বুকে আঠারো আসুক নেমে' শীর্ষক কর্মসূচি নেওয়া হয়েছে ।

মূলত, দেশের স্বাধীনতায় বাংলার স্বাধীনতা সংগ্রামী-মনীষী-সাহিত্যিকদের জন্মদিন-কর্মস্থান-স্মৃতিস্থানে পৌঁছনোর লক্ষ্য তাদের । সেখানে জাতীয় পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা, সমাবেশ করা হবে । যে অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সামিল করার উদ্যেগে নেওয়া হয়েছে ।

জাতীয় শিক্ষানীতির বিরোধিতায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে দেশ জুড়ে জাঠা শুরু করেছে এসএফআই । সেই জাঠার মাধ্যমে স্বাধীনতার 75 বছর পালন করা হবে । এদিন এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "সামগ্রিকভাবে দেশের ধর্ম নিরপেক্ষতাকে বাঁচাতে, সঠিক ইতিহাসকে জানাতে একাধিক মিছিলে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, বিদ্যাসাগরদের মিছিলের সামনে রাখা হবে । তাঁদের কর্মস্থান, জন্মস্থল ঘোরা হবে । 11 সেপ্টেম্বর ক্ষুদিরামকে স্মরণ করা হবে । একইভাবে শ্রী চৈতন্য, হরিচাঁদ-গুরুচাঁদদের স্মরণ করা হবে । প্রতিটি মিছিল সামগ্রিক এলাকার বিষয়কে, ইতিহাসকে ছুয়ে যাবে ।"

আরও পড়ুন: জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে এসএফআইয়ের জাঠা 'মার্চ ফর এডুকেশন'

এসএফআই-এর আরও দাবি, বাংলা থেকেও বহু বিপ্লবী স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন ৷ ধর্ম-বর্ণ-জাতপাত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা আন্দোলনে লড়াই করেছেন । অথচ, আরএসএস-বিজেপি দেশের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে । আমরা তার বিরুদ্ধে লাগাতার কর্মসূচি নিয়েছি ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.