ETV Bharat / city

SFI March for Education: জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে এসএফআইয়ের জাঠা 'মার্চ ফর এডুকেশন' - National Education Policy

জাতীয় শিক্ষানীতির(National Education Policy)বিরুদ্ধে পূর্ব ভারত জুড়ে এসএফআই জাঠা 'মার্চ ফর এডুকেশন' করবে ৷ এর জন্য 4 ও 5 জুলাই রাজ্য জুড়ে অর্থ সংগ্রহ করে এসএফআই ।

SFI March for Education
SFI
author img

By

Published : Jul 20, 2022, 9:24 PM IST

কলকাতা, 20 জুলাই: 'শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও', এই স্লোগানকে সামনে রেখে পূর্ব ভারত জুড়ে 'মার্চ ফর এডুকেশন' জাঠা করবে এসএফআই । মূলত কেন্দ্রের জাতীয় শিক্ষানীতির(National Education Policy) বিরুদ্ধে ছাত্র যুব সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্য সিপিএম ছাত্র সংগঠনের । পূর্ব ভারত থেকে এই জাঠা শুরু হয়ে কেন্দ্রীয়ভাবে কলকাতার কলেজস্ট্রিটে বিশাল সমাবেশের মাধ্যমে শেষ হবে ।

পূর্ব ভারতের বিহার ও ত্রিপুরা থেকে দুটি জাঠা শুরু হবে । 12 অগস্ট ত্রিপুরা থেকে একটি জাঠা বের হবে । সেই জাঠা ত্রিপুরা, অসম ও মণিপুর হয়ে পশ্চিমবঙ্গের কোচবিহারে পৌঁছবে 19 অগস্ট । তারপর উত্তরবঙ্গের প্রতিটি জেলা হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে । একইভাবে বিহার থেকে শুরু হওয়া জাঠা ওড়িশা-ঝাড়খন্ড হয়ে 20 অগস্ট মেদিনীপুরে পৌঁছবে । সেখান থেকে এ রাজ্যের জঙ্গলমহল এলাকা ঘুরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে । সবশেষে 2 সেপ্টেম্বর কলকাতা কেন্দ্রীয়ভাবে সমাবেশ হবে(SFI to do March for Education against National Education Policy) ।

ইতিমধ্যে এই জাঠাকে সফল করার জন্য এসএফআই পশ্চিমবঙ্গ শাখা গত 4 ও 5 জুলাই রাজ্য জুড়ে অর্থ সংগ্রহ করেছে । এসএফআই শীর্ষ নেতৃত্বের দাবি, শুধু বাম ছাত্রছাত্রীরা নয়, সমাজে বিভিন্ন স্তরের মানুষকে এই জাঠাতে অংশগ্রহণ করানো হবে ।

বাম ছাত্র সংগঠনের অভিযোগ, শিক্ষার মৌলিক বিষয়কে বাদ দিয়ে কেন্দ্র নতুন শিক্ষানীতি তৈরি করেছে । যা শিক্ষা নীতির নামে শিক্ষাক্ষেত্রে পুরোপুরি বেসরকারিকরণের রাস্তা খুলে দেওয়া হয়েছে । এর ফলে আগামী দিনের গরীব খেটে খাওয়া মানুষের ছেলেমেয়েরা শিক্ষার থেকে বঞ্চিত হবেন ।

আরও পড়ুন: কলেজ ভর্তিতে এসএফআই'র হেল্প ডেস্ক 'অ্যাডমিশন মেড'

এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি বাণিজ্যায়ন ও বেসরকারিকরণের পথকে প্রশস্ত করবে । উপরন্ত ধর্মীয় মেরুকরণ ঘটাবে । এই নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাবে । কৃষি আইনের মতই এই নীতি প্রত্যাহার করতে বাধ্য থাকবে কেন্দ্রের বিজেপি সরকার ।"

কলকাতা, 20 জুলাই: 'শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও', এই স্লোগানকে সামনে রেখে পূর্ব ভারত জুড়ে 'মার্চ ফর এডুকেশন' জাঠা করবে এসএফআই । মূলত কেন্দ্রের জাতীয় শিক্ষানীতির(National Education Policy) বিরুদ্ধে ছাত্র যুব সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্য সিপিএম ছাত্র সংগঠনের । পূর্ব ভারত থেকে এই জাঠা শুরু হয়ে কেন্দ্রীয়ভাবে কলকাতার কলেজস্ট্রিটে বিশাল সমাবেশের মাধ্যমে শেষ হবে ।

পূর্ব ভারতের বিহার ও ত্রিপুরা থেকে দুটি জাঠা শুরু হবে । 12 অগস্ট ত্রিপুরা থেকে একটি জাঠা বের হবে । সেই জাঠা ত্রিপুরা, অসম ও মণিপুর হয়ে পশ্চিমবঙ্গের কোচবিহারে পৌঁছবে 19 অগস্ট । তারপর উত্তরবঙ্গের প্রতিটি জেলা হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে । একইভাবে বিহার থেকে শুরু হওয়া জাঠা ওড়িশা-ঝাড়খন্ড হয়ে 20 অগস্ট মেদিনীপুরে পৌঁছবে । সেখান থেকে এ রাজ্যের জঙ্গলমহল এলাকা ঘুরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে । সবশেষে 2 সেপ্টেম্বর কলকাতা কেন্দ্রীয়ভাবে সমাবেশ হবে(SFI to do March for Education against National Education Policy) ।

ইতিমধ্যে এই জাঠাকে সফল করার জন্য এসএফআই পশ্চিমবঙ্গ শাখা গত 4 ও 5 জুলাই রাজ্য জুড়ে অর্থ সংগ্রহ করেছে । এসএফআই শীর্ষ নেতৃত্বের দাবি, শুধু বাম ছাত্রছাত্রীরা নয়, সমাজে বিভিন্ন স্তরের মানুষকে এই জাঠাতে অংশগ্রহণ করানো হবে ।

বাম ছাত্র সংগঠনের অভিযোগ, শিক্ষার মৌলিক বিষয়কে বাদ দিয়ে কেন্দ্র নতুন শিক্ষানীতি তৈরি করেছে । যা শিক্ষা নীতির নামে শিক্ষাক্ষেত্রে পুরোপুরি বেসরকারিকরণের রাস্তা খুলে দেওয়া হয়েছে । এর ফলে আগামী দিনের গরীব খেটে খাওয়া মানুষের ছেলেমেয়েরা শিক্ষার থেকে বঞ্চিত হবেন ।

আরও পড়ুন: কলেজ ভর্তিতে এসএফআই'র হেল্প ডেস্ক 'অ্যাডমিশন মেড'

এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি বাণিজ্যায়ন ও বেসরকারিকরণের পথকে প্রশস্ত করবে । উপরন্ত ধর্মীয় মেরুকরণ ঘটাবে । এই নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাবে । কৃষি আইনের মতই এই নীতি প্রত্যাহার করতে বাধ্য থাকবে কেন্দ্রের বিজেপি সরকার ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.