ETV Bharat / city

SFI on School Reopening : এসএফআইয়ের চাপেই বঙ্গে খুলল স্কুল, দাবি সৃজনের

ফের খুলছে স্কুল ৷ অষ্টম থেকে দ্বাদশের পঠন-পাঠন শুরু আগামী 3 ফেব্রুয়ারি থেকে ৷ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Announces about School Reopening in Bengal) ৷ সরকারের এই সিদ্ধান্তে তাঁদের জয় হয়েছে বলে মত এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের (SFI State Secretary Srijan Bhattacharjee) ৷

sfi-thinks-they-won-on-bengal-govt-school-reopen-decision
SFI on School Reopening : এসএফআইয়ের চাপেই বঙ্গে খুলল স্কুল, দাবি সৃজনের
author img

By

Published : Jan 31, 2022, 8:36 PM IST

কলকাতা, 31 জানুয়ারি : শিক্ষাঙ্গনে আংশিকভাবে হলেও ফিরতে চলেছে পড়ুয়ারা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করেছেন, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খুলে দেওয়া হবে স্কুল (Mamata Announces about School Reopening in Bengal) । তাঁর এই ঘোষণাকে আন্দোলনের আংশিক জয় হিসেবে দেখছে বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI thinks they won on bengal govt School Reopen Decision) ।

সোমবার রাজ্যজুড়ে শিক্ষালয় খোলার দাবিতে পথে নেমেছিল বাম ছাত্র সংগঠন । কলকাতায় সেই মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায় ৷ মিছিলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ৷ পাশাপাশি কংগ্রেস এবং আরএসএস-এর ছাত্র সংগঠনও এই বিষয়ে পথে নেমেছিল । কিন্তু এসএফআইয়ের দাবি, শিক্ষালয়ের দরজা খোলার দাবি প্রথম তুলেছিল তারা ৷ তাই মুখ্যমন্ত্রীর স্কুল খোলার ঘোষণাকে এসএফআই জয় হিসেবে দেখছে ।

এসএফআইয়ের চাপেই বঙ্গে খুলল স্কুল, দাবি সৃজনের

সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য (SFI State Secretary Srijan Bhattacharjee) জানিয়েছেন, ন্যায্য দাবির সামনে প্রশাসনের মাথা আংশিক ভাবে ঝোঁকানো গিয়েছে । তার জন্য তাঁরা আনন্দিত । তবে এখানেই শেষ নয় ৷ বরং আরও কিছু দাবি নিয়ে তাঁরা আগামিকাল থেকে ফের পথে নামবেন । এবার লক্ষ্য প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত স্কুল খোলা, মিড-ডে মিল চালু, এক বছরের ফি মকুব-সহ একাধিক দাবি আদায় ৷

সৃজন ভট্টাচার্য জানিয়েছেন, এই আন্দোলনে ধাপে ধাপে সুর চড়বে । শিক্ষামন্ত্রী, রাজ্যপালের কাছে দাবি পৌঁছানো হবে । তাতে কাজ না হলে মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে নামার হুমকি দিয়েছেন তিনি ।

আরও পড়ুন : School colleges Reopen : রাজ্যে 3 ফেব্রুয়ারি থেকে ফের খুলছে স্কুল-কলেজ

কলকাতা, 31 জানুয়ারি : শিক্ষাঙ্গনে আংশিকভাবে হলেও ফিরতে চলেছে পড়ুয়ারা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করেছেন, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খুলে দেওয়া হবে স্কুল (Mamata Announces about School Reopening in Bengal) । তাঁর এই ঘোষণাকে আন্দোলনের আংশিক জয় হিসেবে দেখছে বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI thinks they won on bengal govt School Reopen Decision) ।

সোমবার রাজ্যজুড়ে শিক্ষালয় খোলার দাবিতে পথে নেমেছিল বাম ছাত্র সংগঠন । কলকাতায় সেই মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায় ৷ মিছিলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ৷ পাশাপাশি কংগ্রেস এবং আরএসএস-এর ছাত্র সংগঠনও এই বিষয়ে পথে নেমেছিল । কিন্তু এসএফআইয়ের দাবি, শিক্ষালয়ের দরজা খোলার দাবি প্রথম তুলেছিল তারা ৷ তাই মুখ্যমন্ত্রীর স্কুল খোলার ঘোষণাকে এসএফআই জয় হিসেবে দেখছে ।

এসএফআইয়ের চাপেই বঙ্গে খুলল স্কুল, দাবি সৃজনের

সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য (SFI State Secretary Srijan Bhattacharjee) জানিয়েছেন, ন্যায্য দাবির সামনে প্রশাসনের মাথা আংশিক ভাবে ঝোঁকানো গিয়েছে । তার জন্য তাঁরা আনন্দিত । তবে এখানেই শেষ নয় ৷ বরং আরও কিছু দাবি নিয়ে তাঁরা আগামিকাল থেকে ফের পথে নামবেন । এবার লক্ষ্য প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত স্কুল খোলা, মিড-ডে মিল চালু, এক বছরের ফি মকুব-সহ একাধিক দাবি আদায় ৷

সৃজন ভট্টাচার্য জানিয়েছেন, এই আন্দোলনে ধাপে ধাপে সুর চড়বে । শিক্ষামন্ত্রী, রাজ্যপালের কাছে দাবি পৌঁছানো হবে । তাতে কাজ না হলে মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে নামার হুমকি দিয়েছেন তিনি ।

আরও পড়ুন : School colleges Reopen : রাজ্যে 3 ফেব্রুয়ারি থেকে ফের খুলছে স্কুল-কলেজ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.