ETV Bharat / city

SFI on KK Death : গান স্যালুট দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রীর, দাবি এসএফআইয়ের - দাবি এসএফআইয়ের

মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে একটি অনুষ্ঠান থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন সঙ্গীতশিল্পী কে কে (Singer KK Died after a Programme in Kolkata) ৷ পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে বলে ঘোষণা করা হয় ৷

sfi-slams-bengal-administration-on-kk-death
SFI on KK Death : গান স্যালুট দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রীর, দাবি এসএফআইয়ের
author img

By

Published : Jun 1, 2022, 7:02 PM IST

কলকাতা, 1 জুন : গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কে-র মৃত্যু নিয়ে রাজ্যের পুলিশ ও প্রশাসনের দিকে তোপ দাগলেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য (SFI slams Bengal Administration on KK Death) ৷ তাঁর অভিযোগ, ‘‘পুলিশের ভূমিকা এখানে অপদার্থের মতো ।” একই সঙ্গে গান স্যালুট দিয়ে তাঁর মন্তব্য, ‘‘নজর ঘোরাতেই এই সব ব্যবস্থা ।’’

এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত সোমবার থেকে কলকাতায় ছিলেন সঙ্গীতশিল্পী কে কে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ ৷ পরপর দু‘দিন নজরুল মঞ্চেই ছিল তাঁর অনুষ্ঠান ৷ গতকাল, মঙ্গলবার অনুষ্ঠান শেষে হোটেলে ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় (Singer KK Died after a Programme in Kolkata) ৷ এই মৃত্যু নিয়ে ইতিমধ্য়েই বিতর্ক দানা বেঁধেছে ৷ নজরুল মঞ্চের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ সেখানে গান করতে করতেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ ৷ পরে তা বড় আকার ধারণ করে ৷ সেখান থেকেই এই মর্মান্তিক পরিণতি বলে অভিযোগ ৷

সেই সূত্র ধরেই সৃজন (SFI State Secretary Srijan Bhattacharjee) বলেন, “যে কোনও মৃত্যু দুঃখের । গতকাল যা হয়েছে, তাতে এটা পরিষ্কার ছাত্র সংসদ অসংবেদনশীল । গাইতে গাইতে গায়ক বলছিলেন তাঁর কষ্ট হচ্ছে । বারবার এসি চালানোর কথা বলছিলেন । তোয়াক্কা করা হয়নি সেই সময় । সাময়িক লাভের আশায় তাৎক্ষণিক জনপ্রিয়তার জন্য ওইভাবে অত লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছিল । পুলিশের ভূমিকা এখানে অপদার্থের মতো ।”

রবীন্দ্র সদনে গান স্যালুট দেওয়া হয় ৷ আগেই এই নিয়ে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ এই নিয়ে সৃজন ভট্টাচার্য বলছেন, “নজর ঘোরাতেই এই সব ব্যবস্থা । বাড়ির লোকের সঙ্গে মাননীয়া কথা বলেছেন । হয়তো বেফাঁস কিছু না বলার বার্তা দিয়েছেন ।”

সামগ্রিক ভাবে বাম ছাত্র সংগঠন মনে করছে হঠাৎ অসুস্থ হয়ে কে কে-র মৃত্যু হয়নি । অসুস্থ হওয়ার পরিস্থিতি তৈরি করা হয়েছিল । সৃজন বলছেন, ‘‘কালচারাল ক্যাপিটাল কলকাতা । সেখানে জনপ্রিয় শিল্পীর এই ভাবে মৃত্যু তিলোত্তমার সুনামে কালি ।’’

আরও পড়ুন : Gun Salute to KK : রবীন্দ্রসদনে গান স্যালুটে শেষ বিদায় কে কে-র

কলকাতা, 1 জুন : গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কে কে-র মৃত্যু নিয়ে রাজ্যের পুলিশ ও প্রশাসনের দিকে তোপ দাগলেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য (SFI slams Bengal Administration on KK Death) ৷ তাঁর অভিযোগ, ‘‘পুলিশের ভূমিকা এখানে অপদার্থের মতো ।” একই সঙ্গে গান স্যালুট দিয়ে তাঁর মন্তব্য, ‘‘নজর ঘোরাতেই এই সব ব্যবস্থা ।’’

এখানে উল্লেখ করা প্রয়োজন যে গত সোমবার থেকে কলকাতায় ছিলেন সঙ্গীতশিল্পী কে কে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ ৷ পরপর দু‘দিন নজরুল মঞ্চেই ছিল তাঁর অনুষ্ঠান ৷ গতকাল, মঙ্গলবার অনুষ্ঠান শেষে হোটেলে ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় (Singer KK Died after a Programme in Kolkata) ৷ এই মৃত্যু নিয়ে ইতিমধ্য়েই বিতর্ক দানা বেঁধেছে ৷ নজরুল মঞ্চের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ সেখানে গান করতে করতেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ ৷ পরে তা বড় আকার ধারণ করে ৷ সেখান থেকেই এই মর্মান্তিক পরিণতি বলে অভিযোগ ৷

সেই সূত্র ধরেই সৃজন (SFI State Secretary Srijan Bhattacharjee) বলেন, “যে কোনও মৃত্যু দুঃখের । গতকাল যা হয়েছে, তাতে এটা পরিষ্কার ছাত্র সংসদ অসংবেদনশীল । গাইতে গাইতে গায়ক বলছিলেন তাঁর কষ্ট হচ্ছে । বারবার এসি চালানোর কথা বলছিলেন । তোয়াক্কা করা হয়নি সেই সময় । সাময়িক লাভের আশায় তাৎক্ষণিক জনপ্রিয়তার জন্য ওইভাবে অত লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছিল । পুলিশের ভূমিকা এখানে অপদার্থের মতো ।”

রবীন্দ্র সদনে গান স্যালুট দেওয়া হয় ৷ আগেই এই নিয়ে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ এই নিয়ে সৃজন ভট্টাচার্য বলছেন, “নজর ঘোরাতেই এই সব ব্যবস্থা । বাড়ির লোকের সঙ্গে মাননীয়া কথা বলেছেন । হয়তো বেফাঁস কিছু না বলার বার্তা দিয়েছেন ।”

সামগ্রিক ভাবে বাম ছাত্র সংগঠন মনে করছে হঠাৎ অসুস্থ হয়ে কে কে-র মৃত্যু হয়নি । অসুস্থ হওয়ার পরিস্থিতি তৈরি করা হয়েছিল । সৃজন বলছেন, ‘‘কালচারাল ক্যাপিটাল কলকাতা । সেখানে জনপ্রিয় শিল্পীর এই ভাবে মৃত্যু তিলোত্তমার সুনামে কালি ।’’

আরও পড়ুন : Gun Salute to KK : রবীন্দ্রসদনে গান স্যালুটে শেষ বিদায় কে কে-র

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.