কলকাতা, 17 অগাস্ট : একটি ওয়েব সিরিজ়ে স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুকে দুষ্কৃতী হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ৷ সেই ওয়েব সিরিজের প্রযোজক সংস্থার কর্ণধারের শাস্তির দাবিতে সোমবার বিক্ষোভ দেখাল SFI৷
মহাত্মা গান্ধি রোড ও কলেজ স্ট্রিটের সংযোগস্থলে বিক্ষোভ দেখায় বাম যুব সংগঠন । গতকাল তারা লালবাজারে গিয়ে সাইবার ক্রাইমের যুগ্ম কমিশনারের কাছে এই বিষয়ে অভিযোগও জানায় । SFI-এর অভিযোগ, ক্ষুদিরাম বসুকে অপরাধীদের সঙ্গে এক করে দেখানো হয়েছে ওয়েব সিরিজ়টিতে ৷ জ়ি 5 নামের ওই সংস্থার কর্ণধার BJP রাজ্যসভার সাংসদ৷ আজকের বিক্ষোভে SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য দাবি করেন, যারা ক্ষুদিরাম বসুকে দাগি আসামির তালিকাভুক্ত করলেন, অবিলম্বে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে৷ প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সংস্থাটিকে৷
সৃজন ভট্টাচার্য বলেন, "এর আগেও এরাজ্যের সরকারি পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছিল ক্ষুদিরাম বসুর নাম। BJP-র রাজ্যসভার সাংসদের সংস্থার নিজস্ব ওয়েব সিরিজে ক্ষুদিরাম বসুকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হল। BJP শাসিত রাজ্যগুলিতে ভগৎ সিংকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছিল আগেই। এই ঘটনা নতুন নয়। BJP এবং RSS ইতিহাসের বিকৃতি ঘটাতে চাইছে৷"