কলকাতা, 16 জুন: ছাত্রসংগ্রাম পত্রিকার 57তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হল কলকাতার জ্ঞান মঞ্চে (SFI felicitates Anik Dutta)। ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মুখপত্র ছাত্রসংগ্রাম । এই অনুষ্ঠান মঞ্চেই বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনীক দত্তকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করল এসএফআই ।
এ দিনের অনুষ্ঠানে পত্রিকার প্রথম সম্পাদক অনিল বিশ্বাসের নামাঙ্কিত স্মারক বক্তৃতার আয়োজন করা হয় । বিষয় ছিল 'স্বাধীনতা 75; বিকল্প পথ, বিকল্প মত'। আলোচনা করেন সংগঠনের প্রাক্তন দুই সাধারণ সম্পাদক নীলোৎপল বসু ও সুজন চক্রবর্তী এবং বর্তমান সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস (Aparajito director Anik Dutta)।
আলোচনায় বক্তারা বিজেপি ও আরএসএসের বিপদ, ইতিহাস পরিবর্তন করার প্রবণতা, দেশজুড়ে হিংসার বিরুদ্ধে সরব হন । ভারতের মাটিতে ছাত্র আন্দোলনের ধারা ও গণতন্ত্র এবং সংবিধান রক্ষায় ছাত্রদের ভূমিকা তুলে ধরেন বক্তারা । পাশাপাশি নয়া শিক্ষানীতির ছাত্রবিরোধী অভিমুখ, রাজ্য সরকারের শিক্ষাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে কড়া সমালোচনা করেন তাঁরা (SFI felicitates Aparajito director Anik Dutta)।
আরও পড়ুন: SFI on KK Death : গান স্যালুট দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা মুখ্যমন্ত্রীর, দাবি এসএফআইয়ের
অনুষ্ঠানে ছাত্র আন্দোলনের তথ্যসমৃদ্ধ ইতিহাস সম্বলিত বই 'ঐতিহ্য ও উত্তরাধিকার' পুনঃপ্রকাশ করা হয় । ছাত্রসংগ্রামের 57তম বর্ষের প্রথম সংখ্যার প্রচ্ছদ প্রকাশ করা হয় এই দিন । মাদ্রাসা পরীক্ষায় প্রথম হওয়ার কৃতিত্ব স্বরূপ মালদার ছাত্রী শরিফা খাতুনকে 'সুদীপ্ত স্মারক পুরস্কার' দেওয়া হয় । এছাড়াও এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৃজন ভট্টাচার্য, দীপ্তজিৎ দাস । সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতীক উর রহমান ।