কলকাতা, 11 অক্টোবর: দশমীর দিন জলপাইগুড়িতে মাল নদীতে হড়পা বাণের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 8 জনের ৷ তারমধ্যেই আবার দুর্ঘটনা গঙ্গা পাড়ে ৷ ঘটনাস্থল কলকাতার গঙ্গা নদীর নিমতলা ঘাট সংলগ্ন এলাকা ৷ সেলফি তুলতে গিয়ে তলিয়ে গেল 5 যুবক ৷ সোমবার গভীর রাতে মৃতদেহ সৎকারে এসেছিল তাঁরা ৷ স্থানীয়দের তৎপরতায় এবং মাঝিদের সাহায্যে ওই পাঁচজনের মধ্যে থেকে দু'জনকে উদ্ধার করা হয় । তবে ডুবুরি নামিয়েও রাতভর পর্যন্ত ভেসে যাওয়া বাকি তিন যুবকের খোঁজ পাওয়া যায়নি । উত্তর বন্দর থানা সূত্রে জানা গিয়েছে, এই পাঁচজন যুবক প্রত্যেকেই বেলেঘাটার বাসিন্দা (Youths drowned in river Ganges in Kolkata) ৷
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে ওই 5 যুবক মৃতদেহ সৎকারে এসেছিল ৷ সৎকারের পর তাঁরা নিমতালার গঙ্গার ঘাটে বসেছিলেন ৷ পুলিশের পক্ষ থেকে গঙ্গায় বাণ আসার খবর মাইকিং করা হচ্ছিল ৷ তাতেও আমল দেননি ওই যুবকরা ৷ তাঁরা সেলফি তুলতেই ব্যস্ত ছিলেন ৷ সেই সময়ই হঠাৎই গঙ্গায় বাণ আসে ৷ বাণের ধাক্কা সামলাতে না পেরে ভেসে যান তাঁরা ৷ স্থানীয় কয়েকজন ও মাঝিদের তৎপরতায় দু‘জনকে উদ্ধার করা হয়েছে ৷ নিখোঁজ 3 জনের খোঁজে তল্লাশি চলছে ৷ নামানো হয়েছে ডুবুরি ও স্পিডবোর্ডও ৷ খোঁজের খোঁজ শুরু করেছেন কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা কর্মীরা ৷
আরও পড়ুন: প্রতিমা বিসর্জনে গিয়ে মাল নদীতে হড়পা বানে তলিয়ে গিয়ে মৃত 8
এই ঘটনার পর অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। অভিযোগ, উত্তরবঙ্গের হড়পা বাণের প্রাণহানির ঘটনার স্মৃতি এখনও দগদগে ৷ তার মধ্যে আবার সেলফি তুলতে গিয়ে গঙ্গায় নিখোঁজ 3 ৷ তাতেই প্রশ্ন উঠেছে হড়পা বাণের ঘটনা থেকে কেন শিক্ষা নেয়নি প্রশাসন ৷ না কি শুধু মাইকিং করাই প্রশাসানের দায়িত্ব ৷ কেন কোনওরকমের সতর্কতা মূলক পদক্ষেপ নেওয়া হলো না প্রশাসনের তরফে? যদিও উত্তরবন্দর থানা সূত্রের খবর বান আসার আগাম সতর্কতা তারা জানিয়েছিলেন। এছাড়াও তারা প্রচার অভিযানও চালিয়েছিলেন যে বান আসতে চলেছে। এখানেই প্রশ্ন উঠেছে পুলিশের নজর দাঁড়িয়ে এড়িয়ে কিভাবে ওই পাঁচ যুবক গঙ্গার পাড়ে বসে থাকতে পারল। সেইক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে ৷