ETV Bharat / city

Mamata Banerjee রাজ্যের একাধিক প্রকল্প সর্বভারতীয় স্তরে প্রশংসিত, টুইট করলেন মমতা - রাজ্যের একাধিক প্রকল্প সর্বভারতীয় স্তরে প্রশংসিত

শুক্রবার এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, রাজ্যের চার প্রকল্প ও কর্মসূচিকে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের সম্মাননা প্রদান অনুষ্ঠানের জন্য বাছাইও করা হয়েছে ৷ এই তালিকায় আছে দুয়ারে ত্রাণ ও দুয়ারে সরকার (Duare Sarkar and Duare Tran) ৷

Mamata Banerjee
ETV Bharat
author img

By

Published : Aug 19, 2022, 11:06 PM IST

কলকাতা, 19 অগস্ট: রাজ্যের একাধিক প্রকল্প ও কর্মসূচি এবার প্রসংশিত হল সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে ৷ এই প্রকল্প ও কর্মসূচিগুলিকে একটি সম্মাননা প্রদান অনুষ্ঠানের জন্য বাছাইও করা হয়েছে ৷ শুক্রবার এক টুইট বার্তায় এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) ৷

রাজ্যের এই কর্মসূচিগুলির মধ্যে রয়েছে দুয়ারে ত্রাণ ও দুয়ারে সরকার (Duare Sarkar and Duare Tran) ৷ সূত্রের খবর, এই কর্মসূচিগুলি বিশেষজ্ঞদের নজর কেড়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে একের পর এক প্রকল্প বিভিন্ন সময়ে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসা কুড়িয়েছে । এবার সেই তালিকাতেই নয়া সংযোজন ৷

  • Happy to learn that GoWB projects - Duare Tran, Duare Sarkar, Minor Mineral Online Supply Chain Management System & State Excise Supply Chain Management System (eAbgari) have been selected for the Technology Sabha Award 2022 of the Indian Express group.

    Congratulations to all!

    — Mamata Banerjee (@MamataOfficial) August 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : অভিষেকের হেল্পলাইনে ফোন, স্বাস্থ্যসাথীর অভিযোগ পেয়েই হাসপাতালে আধিকারিকরা

এদিন টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লেখেন, "জেনে খুশি হয়েছি যে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প দুয়ারে ত্রাণ, দুয়ারে সরকার, মাইনর মিনারেল অনলাইন সাপ্লাই চেন ম্যানেজমেন্ট সিস্টেম এবং স্টেট এক্সাইজ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট সিস্টেম (eAbgari) ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপের প্রযুক্তি সভা পুরস্কার ২০২২-এর জন্য নির্বাচিত হয়েছে । সবাইকে অভিনন্দন ।"

কলকাতা, 19 অগস্ট: রাজ্যের একাধিক প্রকল্প ও কর্মসূচি এবার প্রসংশিত হল সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে ৷ এই প্রকল্প ও কর্মসূচিগুলিকে একটি সম্মাননা প্রদান অনুষ্ঠানের জন্য বাছাইও করা হয়েছে ৷ শুক্রবার এক টুইট বার্তায় এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee) ৷

রাজ্যের এই কর্মসূচিগুলির মধ্যে রয়েছে দুয়ারে ত্রাণ ও দুয়ারে সরকার (Duare Sarkar and Duare Tran) ৷ সূত্রের খবর, এই কর্মসূচিগুলি বিশেষজ্ঞদের নজর কেড়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে একের পর এক প্রকল্প বিভিন্ন সময়ে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসা কুড়িয়েছে । এবার সেই তালিকাতেই নয়া সংযোজন ৷

  • Happy to learn that GoWB projects - Duare Tran, Duare Sarkar, Minor Mineral Online Supply Chain Management System & State Excise Supply Chain Management System (eAbgari) have been selected for the Technology Sabha Award 2022 of the Indian Express group.

    Congratulations to all!

    — Mamata Banerjee (@MamataOfficial) August 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : অভিষেকের হেল্পলাইনে ফোন, স্বাস্থ্যসাথীর অভিযোগ পেয়েই হাসপাতালে আধিকারিকরা

এদিন টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লেখেন, "জেনে খুশি হয়েছি যে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প দুয়ারে ত্রাণ, দুয়ারে সরকার, মাইনর মিনারেল অনলাইন সাপ্লাই চেন ম্যানেজমেন্ট সিস্টেম এবং স্টেট এক্সাইজ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট সিস্টেম (eAbgari) ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপের প্রযুক্তি সভা পুরস্কার ২০২২-এর জন্য নির্বাচিত হয়েছে । সবাইকে অভিনন্দন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.