ETV Bharat / city

KMC Primary School : পড়ুয়া ও শিক্ষকের অভাবে বন্ধ হতে পারে কলকাতা পৌরনিগমের বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় - KMC Primary School

কলকাতা পৌরনিগমের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকার অভাব ছিলই ৷ করোনা পরবর্তী সময়ে পড়ুয়াদের সংখ্যাও অনেকটাই কমে গিয়েছে বেশ কিছু স্কুলে ৷ যার জেরে প্রায় 20টি স্কুলকে সংযুক্তিকরণের জন্য বাছা হয়েছে (Several KMC Primary Schools will Close Due to Lack of Students and Teachers) ৷

Several KMC Primary Schools will Close Due to Lack of Students and Teachers
Several KMC Primary Schools will Close Due to Lack of Students and Teachers
author img

By

Published : Apr 9, 2022, 2:22 PM IST

কলকাতা, 9 এপ্রিল : কমেছে পড়ুয়া, তার উপর শিক্ষকের অভাব ৷ যার জেরে বেশ কয়েকটি স্কুল বন্ধ করার পরিকল্পনা কলকাতা পৌরনিগমের (Several KMC Primary Schools will Close Due to Lack of Students and Teachers) ৷ দীর্ঘদিন ধরেই কলকাতা পৌরনিগমের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষকের অভাব রয়েছে ৷ তবে, অভাব থাকলেও নতুন করে স্থায়ী শিক্ষক নিয়োগ হয়নি ৷ এই অবস্থায় দীর্ঘ দু’বছর ধরে করোনার কারণে বন্ধও ছিল স্কুলগুলি ৷ ফলে এই সময় ব্যাপক ভাবে ছাত্রছাত্রীরা বিদ্যালয় বিমুখ হয়েছে ৷ আর এই পরিস্থিতিতে কয়েকটি স্কুল বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা করছে কলকাতা পৌরনিগম ৷

কিন্তু, ঠিক কত ছাত্রছাত্রী স্কুলছুট হয়েছে, তার নির্দিষ্ট হিসাব এখনও পর্যন্ত নেই কলকাতা পৌরনিগমের শিক্ষা বিভাগের কাছে ৷ স্কুল খুললে কত পড়ুয়া আসবে ? সেই সংখ্যা জানতে এবার স্ক্রুটিনি করতে চলেছে কেএমসি’র শিক্ষা বিভাগ ৷ সেই তথ্য দ্রুত ‘বাংলার শিক্ষা’ পোর্টালে এবং কলকাতা পৌরনিগমের ওয়েবসাইটে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ পৌরনিগম আঁচ করছে প্রায় 5-6 হাজার ছাত্রছাত্রী স্কুল বিমুখ হয়েছে ৷

আরও পড়ুন : TET Candidates Protest : চাকরির দাবিতে প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীদের বিক্ষোভ, উত্তেজনা হাজরায়

পৌর প্রাথমিক স্কুল এবং এসএসকে মিলিয়ে কলকাতায় প্রায় 350টির বেশি স্কুল আছে ৷ বাংলা, হিন্দি, ইংরেজি ও উর্দু মিলিয়ে প্রায় 25 হাজারের বেশি পড়ুয়া রয়েছে স্কুলগুলিতে ৷ কলকাতা পৌরনিগমের আধিকারিকদের কথায়, করোনা পর্ব শেষে আবার স্কুল খোলার পর দেখা যাচ্ছে, অনেক স্কুলে শিক্ষক অভাব তো ছিলই ৷ তার উপর হাতেগোনা কয়েকজন ছাত্রছাত্রী স্কুলে আসছে ৷ নিয়মিত উপস্থিতির নিরিখে 5-6 হাজার পড়ুয়া শ্রেণিকক্ষে অনুপস্থিত থাকছে ৷ বর্তমান পরিস্থিতিতে শহরের বেশকিছু পৌর প্রাথমিক স্কুল সংযুক্তিকরণ করার ভাবনাচিন্তা চলছে ৷ অর্থাৎ, এই প্রক্রিয়ার মাধ্যমে বেশ কিছু স্কুল বন্ধ করে দেওয়া হবে ৷ সেই মত কুড়িটি স্কুল চিহ্নিতও হয়ে গিয়েছে বলে খবর ৷

আরও পড়ুন : HC on Primary Teacher Recruitment : 13 বছরের দীর্ঘ লড়াই, প্রাথমিকে টেট-উত্তীর্ণ পাঁচজনকে চাকরি দেওয়ার নির্দেশ আদালতের

কিন্তু, স্কুলে উপস্থিতির হার স্ক্রুটিনি করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার বদলে, স্কুল ছুটদের ফেরানোর ব্যবস্থা কেন করা হচ্ছে না ? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ পাশাপাশি, শুধু কলকাতা পৌরনিগমের অন্তর্গত প্রাথমিক স্কুলে যে শিক্ষক-শিক্ষিকার অভাব তা নয় ৷ প্রাথমিক শিক্ষা দফতর সরাসরি যে স্কুলগুলি পরিচালনা করে সেখানেও অস্থায়ী শিক্ষক-শিক্ষিকা দিয়ে কাজ চালানো হচ্ছে ৷ এই অবস্থায় এই প্রশ্নও উঠছে, যেখানে প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকার অভাব রয়েছে ৷ সেখানে প্রাথমিকের টেট উত্তীর্ণ যে চাকরিপ্রার্থীর প্রতিনিয়ত চাকরির দাবিতে আন্দোলন করছেন ৷ তাঁদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে না কেন ? কোন অজ্ঞাত কারণে তাঁদের নিয়োগ আটকে রেখেছে রাজ্য সরকার ? এই প্রশ্নের উত্তর সময়ের অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছেন চাকরিপ্রার্থীরাও ৷

কলকাতা, 9 এপ্রিল : কমেছে পড়ুয়া, তার উপর শিক্ষকের অভাব ৷ যার জেরে বেশ কয়েকটি স্কুল বন্ধ করার পরিকল্পনা কলকাতা পৌরনিগমের (Several KMC Primary Schools will Close Due to Lack of Students and Teachers) ৷ দীর্ঘদিন ধরেই কলকাতা পৌরনিগমের প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষকের অভাব রয়েছে ৷ তবে, অভাব থাকলেও নতুন করে স্থায়ী শিক্ষক নিয়োগ হয়নি ৷ এই অবস্থায় দীর্ঘ দু’বছর ধরে করোনার কারণে বন্ধও ছিল স্কুলগুলি ৷ ফলে এই সময় ব্যাপক ভাবে ছাত্রছাত্রীরা বিদ্যালয় বিমুখ হয়েছে ৷ আর এই পরিস্থিতিতে কয়েকটি স্কুল বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা করছে কলকাতা পৌরনিগম ৷

কিন্তু, ঠিক কত ছাত্রছাত্রী স্কুলছুট হয়েছে, তার নির্দিষ্ট হিসাব এখনও পর্যন্ত নেই কলকাতা পৌরনিগমের শিক্ষা বিভাগের কাছে ৷ স্কুল খুললে কত পড়ুয়া আসবে ? সেই সংখ্যা জানতে এবার স্ক্রুটিনি করতে চলেছে কেএমসি’র শিক্ষা বিভাগ ৷ সেই তথ্য দ্রুত ‘বাংলার শিক্ষা’ পোর্টালে এবং কলকাতা পৌরনিগমের ওয়েবসাইটে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে ৷ পৌরনিগম আঁচ করছে প্রায় 5-6 হাজার ছাত্রছাত্রী স্কুল বিমুখ হয়েছে ৷

আরও পড়ুন : TET Candidates Protest : চাকরির দাবিতে প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীদের বিক্ষোভ, উত্তেজনা হাজরায়

পৌর প্রাথমিক স্কুল এবং এসএসকে মিলিয়ে কলকাতায় প্রায় 350টির বেশি স্কুল আছে ৷ বাংলা, হিন্দি, ইংরেজি ও উর্দু মিলিয়ে প্রায় 25 হাজারের বেশি পড়ুয়া রয়েছে স্কুলগুলিতে ৷ কলকাতা পৌরনিগমের আধিকারিকদের কথায়, করোনা পর্ব শেষে আবার স্কুল খোলার পর দেখা যাচ্ছে, অনেক স্কুলে শিক্ষক অভাব তো ছিলই ৷ তার উপর হাতেগোনা কয়েকজন ছাত্রছাত্রী স্কুলে আসছে ৷ নিয়মিত উপস্থিতির নিরিখে 5-6 হাজার পড়ুয়া শ্রেণিকক্ষে অনুপস্থিত থাকছে ৷ বর্তমান পরিস্থিতিতে শহরের বেশকিছু পৌর প্রাথমিক স্কুল সংযুক্তিকরণ করার ভাবনাচিন্তা চলছে ৷ অর্থাৎ, এই প্রক্রিয়ার মাধ্যমে বেশ কিছু স্কুল বন্ধ করে দেওয়া হবে ৷ সেই মত কুড়িটি স্কুল চিহ্নিতও হয়ে গিয়েছে বলে খবর ৷

আরও পড়ুন : HC on Primary Teacher Recruitment : 13 বছরের দীর্ঘ লড়াই, প্রাথমিকে টেট-উত্তীর্ণ পাঁচজনকে চাকরি দেওয়ার নির্দেশ আদালতের

কিন্তু, স্কুলে উপস্থিতির হার স্ক্রুটিনি করে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার বদলে, স্কুল ছুটদের ফেরানোর ব্যবস্থা কেন করা হচ্ছে না ? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ পাশাপাশি, শুধু কলকাতা পৌরনিগমের অন্তর্গত প্রাথমিক স্কুলে যে শিক্ষক-শিক্ষিকার অভাব তা নয় ৷ প্রাথমিক শিক্ষা দফতর সরাসরি যে স্কুলগুলি পরিচালনা করে সেখানেও অস্থায়ী শিক্ষক-শিক্ষিকা দিয়ে কাজ চালানো হচ্ছে ৷ এই অবস্থায় এই প্রশ্নও উঠছে, যেখানে প্রাথমিকে শিক্ষক-শিক্ষিকার অভাব রয়েছে ৷ সেখানে প্রাথমিকের টেট উত্তীর্ণ যে চাকরিপ্রার্থীর প্রতিনিয়ত চাকরির দাবিতে আন্দোলন করছেন ৷ তাঁদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে না কেন ? কোন অজ্ঞাত কারণে তাঁদের নিয়োগ আটকে রেখেছে রাজ্য সরকার ? এই প্রশ্নের উত্তর সময়ের অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছেন চাকরিপ্রার্থীরাও ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.