ETV Bharat / city

Express Trains Cancelled : ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন - ঘূর্ণিঝড় জাওয়াদ

ধেয়ে আসছে ঘূর্ণঝড় জাওয়াদ (Cyclone Jawad Alert) ৷ তারই জেরে বাতিল হয়ে গেল পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন (Express Trains Cancelled) ৷ দেখে নিন সেই তালিকা ৷

several express trains cancelled amid cyclone jawad alert
Express Trains Cancelled : ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন
author img

By

Published : Dec 4, 2021, 1:16 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর : ঘূর্ণিঝড় জাওয়াদের (Cyclone Jawad Alert) জেরে বাতিল হল একাধিক দূরপাল্লার ট্রেন (Express Trains Cancelled) ৷ আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ করা হয়েছে ৷ বাতিল করতে হয়েছে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন ৷

আরও পড়ুন : Cyclone Jawad : আজই অন্ধ্র-ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় জাওয়াদ, উপকূলের জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি

দক্ষিণ-পূর্ব রেলের যে আপ ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল-12703 হাওড়া-সেকেন্দরাবাদ, 12245 হাওড়া-যশবন্তপুর, 20889 হাওড়া-তিরুপতি, 18045 হাওড়া-হায়দরাবাদ, 12841 হাওড়া-এমজিআর-চেন্নাই, 22877 হাওড়া-এর্নাকুলাম, 18409 হাওড়া-পুরী, 12863 হাওড়া-যশবন্তপুর, 18047 হাওড়া-ভাস্কো-ডা-গামা, 12839 হাওড়া-এমজিআর-চেন্নাই এবং 12821 হাওড়া-পুরী এক্সপ্রেস ৷

আরও পড়ুন : Jawad effect in Sunderban : ঘূর্ণিঝড় ও অমাবস্যার কোটালের জোড়া ফলায় আতঙ্ক সুন্দরবনে, তৎপর প্রশাসন

দক্ষিণ-পূর্ব রেলের যে ডাউন ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল- 12842 চেন্নাই-হাওড়া, 18046 হায়দরাবাদ-হাওড়া, 12838 পুরী-হাওড়া, 18410 পুরী-হাওড়া, 12864 যশবন্তপুর-হাওড়া, 12666 কন্যাকুমারী-হাওড়া, 20890 তিরুপতি-হাওড়া (এটি 05.12.2021 তারিখের ট্রেন ছিল), 12704 সেকেন্দরাবাদ-হাওড়া, 12840 এমজিআর-চেন্নাই-হাওড়া, 12822 পুরী-হাওড়া, 12838 পুরী-হাওড়া এবং 12842 এমজিআর-চেন্নাই-হাওড়া এক্সপ্রেস ৷

কলকাতা, 4 ডিসেম্বর : ঘূর্ণিঝড় জাওয়াদের (Cyclone Jawad Alert) জেরে বাতিল হল একাধিক দূরপাল্লার ট্রেন (Express Trains Cancelled) ৷ আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ করা হয়েছে ৷ বাতিল করতে হয়েছে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন ৷

আরও পড়ুন : Cyclone Jawad : আজই অন্ধ্র-ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় জাওয়াদ, উপকূলের জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি

দক্ষিণ-পূর্ব রেলের যে আপ ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল-12703 হাওড়া-সেকেন্দরাবাদ, 12245 হাওড়া-যশবন্তপুর, 20889 হাওড়া-তিরুপতি, 18045 হাওড়া-হায়দরাবাদ, 12841 হাওড়া-এমজিআর-চেন্নাই, 22877 হাওড়া-এর্নাকুলাম, 18409 হাওড়া-পুরী, 12863 হাওড়া-যশবন্তপুর, 18047 হাওড়া-ভাস্কো-ডা-গামা, 12839 হাওড়া-এমজিআর-চেন্নাই এবং 12821 হাওড়া-পুরী এক্সপ্রেস ৷

আরও পড়ুন : Jawad effect in Sunderban : ঘূর্ণিঝড় ও অমাবস্যার কোটালের জোড়া ফলায় আতঙ্ক সুন্দরবনে, তৎপর প্রশাসন

দক্ষিণ-পূর্ব রেলের যে ডাউন ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল- 12842 চেন্নাই-হাওড়া, 18046 হায়দরাবাদ-হাওড়া, 12838 পুরী-হাওড়া, 18410 পুরী-হাওড়া, 12864 যশবন্তপুর-হাওড়া, 12666 কন্যাকুমারী-হাওড়া, 20890 তিরুপতি-হাওড়া (এটি 05.12.2021 তারিখের ট্রেন ছিল), 12704 সেকেন্দরাবাদ-হাওড়া, 12840 এমজিআর-চেন্নাই-হাওড়া, 12822 পুরী-হাওড়া, 12838 পুরী-হাওড়া এবং 12842 এমজিআর-চেন্নাই-হাওড়া এক্সপ্রেস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.