ETV Bharat / city

Sentinel Survey: রাজ্যে বাড়ছে উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা, লাল তালিকায় কলকাতা - নন্দীগ্রাম

সেন্টিনেল সমীক্ষার (Sentinel Survey) চাঞ্চল্যকর রিপোর্ট ৷ রাজ্যে ক্রমশ বাড়ছে উপসর্গহীন করোনা আক্রান্তের (Asymptomatic Corona Patient) সংখ্যা ৷ আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের ৷

Sentinel Survey claims Asymptomatic Corona Patient increasing in west bengal
Sentinel Survey: রাজ্যে বাড়ছে উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা, সেন্টিনেল সমীক্ষার শীর্ষে নন্দীগ্রাম
author img

By

Published : Jul 11, 2022, 3:20 PM IST

কলকাতা, 11 জুলাই: রাজ্যে ক্রমশ বাড়ছে উপসর্গহীন করোনা আক্রান্তের (Asymptomatic Corona Patient) সংখ্যা ৷ সেন্টিনেল সমীক্ষার (Sentinel Survey) পঞ্চম দফার রিপোর্টে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য ৷ তবে, এ নিয়ে খুব বেশি উদ্বেগের কিছু দেখছেন না বিশেষজ্ঞরা ৷ তাঁদের বক্তব্য, সংক্রমণ ঠেকাতে সতর্ক থাকতেই হবে ৷ কিন্তু, তার জন্য স্কুল, অফিস, আদালত বন্ধ করে ঘরবন্দি হয়ে থাকার কোনও প্রয়োজন নেই ৷

কী এই সেন্টিনেল সমীক্ষা ?

যাঁদের শরীরে করোনার কোনও উপসর্গ নেই, তাঁরাও এই ভাইরাসের কবলে পড়েছেন কি না, তা জানতেই সেন্টিনেল সমীক্ষা করানো হয়েছিল ৷ প্রাথমিক ভাবে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর আত্মীয়দের শরীর থেকে সোয়াবের নমুনা সংগ্রহ করা হয় ৷ তারপর সেই নমুনা পাঠানো হয় করোনা পরীক্ষার জন্য ৷ তাতে দেখা যায়, আপাতভাবে যাঁদের সুস্থ বলে মনে করা হচ্ছে, তাঁদের একটা বড় অংশই আদতে করোনা আকান্ত ! কিন্তু, উপসর্গ না থাকায় আক্রান্তরা নিজেরাও জানেন না তাঁরা করোনার কবলে পড়েছেন !

আরও পড়ুন: Corona Update in India: দৈনিক সংক্রমণ কমে 16 হাজারে, কমল মৃত্যুও

এই সমীক্ষা রিপোর্ট অনুসারে, উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি রয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় ৷ সেখানে করোনার পজিটিভিটি রেট 24.77 শতাংশ ৷ এ ছাড়াও রাজ্যের মোট ন'টি জেলায় সংক্রমণের হার 10 শতাংশের বেশি ৷ এই রিপোর্টের ভিত্তিতেই পশ্চিমবঙ্গের মোট 11টি এলাকাকে লাল তালিকাভুক্ত করা হয়েছে ৷ তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে উত্তর 24 পরগনা । তৃতীয় স্থানে দার্জিলিং । চতুর্থ স্থানে উত্তর দিনাজপুরের (18.25)। লাল তালিকাভুক্ত করা হয়েছে কালিম্পং (16.75), পশ্চিম বর্ধমান (16.56), বসিরহাট (14.36), হাওড়া (14.23), পূর্ব বর্ধমান (14.14), কলকাতা (13.13১৩) ও নদিয়াকে (10.15)। হলুদ তালিকাভুক্ত করা হয়েছে রামপুরহাট স্বাস্থ্য জেলা-সহ আরও আটটি জেলাকে ৷ এছাড়া, রাজ্যের সাতটি জেলায় পজিটিভিটি রেট রয়েছে 1 থেকে 5 শতাংশের মধ্যে ৷

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকটি জেলা থেকে একটি করে হাসপাতালকে বেছে নেওয়া হয়েছিল ৷ সেই হাসপাতালগুলি থেকেই রোগীর আত্মীয়দের সোয়াবের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয় ৷

এই প্রসঙ্গে বিশেষজ্ঞদের প্রশ্ন করা হলে তাঁরা বলেন, এই রিপোর্ট দেখার পর সতর্ক হওয়ার প্রয়োজন থাকলেও ভয় পাওয়ার কোনও কারণ নেই ৷ করোনার প্রকোপ আগের তুলনায় অনেকটাই স্তিমিত হয়ে পড়েছে ৷ সেই কারণেই উপসর্গহীন রোগীর সংখ্যা বাড়ছে ৷ তবে, সংক্রমণ রুখতে হলে গা-ছাড়া মনোভাব দেখালে চলবে না ৷ জনবহুল এলাকায় মাস্ক পরতে হবে ৷ প্রয়োজন মতো স্যানিটাইজার ব্যবহার করতে হবে ৷ একইসঙ্গে, রোজের সমস্ত কাজও চালিয়ে যেতে হবে ৷

কলকাতা, 11 জুলাই: রাজ্যে ক্রমশ বাড়ছে উপসর্গহীন করোনা আক্রান্তের (Asymptomatic Corona Patient) সংখ্যা ৷ সেন্টিনেল সমীক্ষার (Sentinel Survey) পঞ্চম দফার রিপোর্টে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য ৷ তবে, এ নিয়ে খুব বেশি উদ্বেগের কিছু দেখছেন না বিশেষজ্ঞরা ৷ তাঁদের বক্তব্য, সংক্রমণ ঠেকাতে সতর্ক থাকতেই হবে ৷ কিন্তু, তার জন্য স্কুল, অফিস, আদালত বন্ধ করে ঘরবন্দি হয়ে থাকার কোনও প্রয়োজন নেই ৷

কী এই সেন্টিনেল সমীক্ষা ?

যাঁদের শরীরে করোনার কোনও উপসর্গ নেই, তাঁরাও এই ভাইরাসের কবলে পড়েছেন কি না, তা জানতেই সেন্টিনেল সমীক্ষা করানো হয়েছিল ৷ প্রাথমিক ভাবে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর আত্মীয়দের শরীর থেকে সোয়াবের নমুনা সংগ্রহ করা হয় ৷ তারপর সেই নমুনা পাঠানো হয় করোনা পরীক্ষার জন্য ৷ তাতে দেখা যায়, আপাতভাবে যাঁদের সুস্থ বলে মনে করা হচ্ছে, তাঁদের একটা বড় অংশই আদতে করোনা আকান্ত ! কিন্তু, উপসর্গ না থাকায় আক্রান্তরা নিজেরাও জানেন না তাঁরা করোনার কবলে পড়েছেন !

আরও পড়ুন: Corona Update in India: দৈনিক সংক্রমণ কমে 16 হাজারে, কমল মৃত্যুও

এই সমীক্ষা রিপোর্ট অনুসারে, উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি রয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম স্বাস্থ্য জেলায় ৷ সেখানে করোনার পজিটিভিটি রেট 24.77 শতাংশ ৷ এ ছাড়াও রাজ্যের মোট ন'টি জেলায় সংক্রমণের হার 10 শতাংশের বেশি ৷ এই রিপোর্টের ভিত্তিতেই পশ্চিমবঙ্গের মোট 11টি এলাকাকে লাল তালিকাভুক্ত করা হয়েছে ৷ তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে উত্তর 24 পরগনা । তৃতীয় স্থানে দার্জিলিং । চতুর্থ স্থানে উত্তর দিনাজপুরের (18.25)। লাল তালিকাভুক্ত করা হয়েছে কালিম্পং (16.75), পশ্চিম বর্ধমান (16.56), বসিরহাট (14.36), হাওড়া (14.23), পূর্ব বর্ধমান (14.14), কলকাতা (13.13১৩) ও নদিয়াকে (10.15)। হলুদ তালিকাভুক্ত করা হয়েছে রামপুরহাট স্বাস্থ্য জেলা-সহ আরও আটটি জেলাকে ৷ এছাড়া, রাজ্যের সাতটি জেলায় পজিটিভিটি রেট রয়েছে 1 থেকে 5 শতাংশের মধ্যে ৷

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকটি জেলা থেকে একটি করে হাসপাতালকে বেছে নেওয়া হয়েছিল ৷ সেই হাসপাতালগুলি থেকেই রোগীর আত্মীয়দের সোয়াবের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয় ৷

এই প্রসঙ্গে বিশেষজ্ঞদের প্রশ্ন করা হলে তাঁরা বলেন, এই রিপোর্ট দেখার পর সতর্ক হওয়ার প্রয়োজন থাকলেও ভয় পাওয়ার কোনও কারণ নেই ৷ করোনার প্রকোপ আগের তুলনায় অনেকটাই স্তিমিত হয়ে পড়েছে ৷ সেই কারণেই উপসর্গহীন রোগীর সংখ্যা বাড়ছে ৷ তবে, সংক্রমণ রুখতে হলে গা-ছাড়া মনোভাব দেখালে চলবে না ৷ জনবহুল এলাকায় মাস্ক পরতে হবে ৷ প্রয়োজন মতো স্যানিটাইজার ব্যবহার করতে হবে ৷ একইসঙ্গে, রোজের সমস্ত কাজও চালিয়ে যেতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.