ETV Bharat / city

নিউটাউন এনকাউন্টারের জের, পুলিশের অনুমতি ছাড়া সল্টলেকে মিলবে না বাড়ি ভাড়া - সল্টলেকে বাড়ি ভাড়া

নিউটাউনে এনকাউন্টারের জের, এ বার থেকে পুলিশের অনুমতি ছাড়া সল্টলেকে আর বাড়ি ভাড়া দেওয়া যাবে না ৷ জানালেন বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার ৷

security-beefed-up-after-newtown-encounter-tenants-need-to-get-police-permission
নিউটাউন এনকাউন্টারের জের, পুলিশের অনুমতি ছাড়া সল্টলেকে মিলবে না বাড়ি ভাড়া
author img

By

Published : Jun 27, 2021, 6:36 PM IST

কলকাতা, 25 জুন: সল্টলেকে বাড়ি ভাড়া নিতে গেলে এ বার থেকে পুলিশের অনুমতি নিতে হবে ৷ নিউটাউনে এনকাউন্টারে 2 গ্যাংস্টারের মৃত্যুর ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করতেই এই সিদ্ধান্ত নেওয়া হল ৷ আজ একটি আলোচনা সভায় ঠিক হয়েছে যে, পুলিশের ছাড়পত্র মিললে তবেই বাড়ি ভাড়া পাওয়া যাবে সল্টলেকে ৷

নিউটাউনের সাপুরজি আবাসনে এনকাউন্টারের ঘটনার পর নিরাপত্তা জোরদার করার প্রচেষ্টা শুরু হল ৷ বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে আবাসিক কমিটিগুলোর তরফে ফাঁক ফোকর থেকে যাওয়ায় যে ঘটনা প্রকাশ্যে এসেছে, তার যাতে পুনরাবৃত্তি না হয় সে জন্য নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আজ সল্টলেকে 29 নং ওয়ার্ডে একটি আলোচনা সভার আয়োজন করা হয় ৷ এই আলোচনা সভা থেকে সিদ্ধান্ত হয় যে, এ বার থেকে সল্টলেকে বাড়ি ভাড়া নিতে গেলে লাগবে পুলিশের অনুমতি । পুলিশের তরফ থেকে একটি টেনেন্ট ফর্ম বিলি করা হয় । এই ফর্ম থানা থেকে পাওয়া যাবে । ফর্ম জমা দিলে এবং ভেরিফিকেশন শেষের পর অনুমতি মিললে তবেই বাড়ি ভাড়া দেওয়া যাবে ।

আরও পড়ুন : সাপুরজির ফ্ল্যাটে গ্যাংস্টারদের কাছে তৃতীয় ব্যক্তির আনাগোনা, খোঁজে গোয়েন্দারা

আজ বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার 29 নম্বর ওয়ার্ডে বিজে ব্লকে একটি অনুষ্ঠানে আবাসিকদের জানান, যাঁরা ভাড়া দিতে চান, তাঁদের ভাড়াটিয়াদের পরিচয়পত্র নিয়ে টেনেন্ট ফর্ম-সহ পুলিশের কাছে জমা দিতে হবে । এরপর পুলিশ পরিচয়পত্র ভেরিফিকেশন করবে । সঠিক লোক হলে তবেই ভাড়া দেওয়া যাবে ।

অন্যদিকে গেস্ট হাউস এবং হোটেলগুলির ক্ষেত্রেও একই বিধি চালু করা হয়েছে । হোটেল এবং গেস্ট হাউসগুলিতে যাঁরা থাকতে যাচ্ছেন, তাঁদের পরিচয়পত্র এবং তথ্য নিয়ে পুলিশের কাছে জমা দিতে হবে । পুলিশ দ্রুত তথ্য যাচাই করে গেস্টহাউসগুলিকে জানিয়ে দেবে, যাঁরা আবেদন করেছেন তাঁদের থাকতে দেওয়া যাবে কি যাবে না ।

আরও পড়ুন : এনকাউন্টারের আগের রাতে জয়পালদের ফ্ল্যাটে দুই মহিলা, উদ্ধার কন্ডোম

প্রসঙ্গত বিধাননগরে গেস্টহাউস এবং বাড়িগুলিতে ভাড়া দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসঙ্গতি ছিল । সেই অসঙ্গতি দূর করতে বিধান নগর পুলিশ কমিশনাটের আওতাধীন সমস্ত থানায় এর জন্য আলাদা একটি সেল তৈরি করা হয়েছে ।

আরও পড়ুন: রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে গোর্খাল্যান্ড ইস্যুতে হাওয়া নীরজ জিম্বার

দিনকয়েক আগেই রাজ্য পুলিশের এসটিএফ বাহিনীর এনকাউন্টারে মৃত্যু হয় নিউটাউনে সাপুরজির ফ্ল্যাটে থাকা পঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টারের ৷

কলকাতা, 25 জুন: সল্টলেকে বাড়ি ভাড়া নিতে গেলে এ বার থেকে পুলিশের অনুমতি নিতে হবে ৷ নিউটাউনে এনকাউন্টারে 2 গ্যাংস্টারের মৃত্যুর ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করতেই এই সিদ্ধান্ত নেওয়া হল ৷ আজ একটি আলোচনা সভায় ঠিক হয়েছে যে, পুলিশের ছাড়পত্র মিললে তবেই বাড়ি ভাড়া পাওয়া যাবে সল্টলেকে ৷

নিউটাউনের সাপুরজি আবাসনে এনকাউন্টারের ঘটনার পর নিরাপত্তা জোরদার করার প্রচেষ্টা শুরু হল ৷ বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে আবাসিক কমিটিগুলোর তরফে ফাঁক ফোকর থেকে যাওয়ায় যে ঘটনা প্রকাশ্যে এসেছে, তার যাতে পুনরাবৃত্তি না হয় সে জন্য নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আজ সল্টলেকে 29 নং ওয়ার্ডে একটি আলোচনা সভার আয়োজন করা হয় ৷ এই আলোচনা সভা থেকে সিদ্ধান্ত হয় যে, এ বার থেকে সল্টলেকে বাড়ি ভাড়া নিতে গেলে লাগবে পুলিশের অনুমতি । পুলিশের তরফ থেকে একটি টেনেন্ট ফর্ম বিলি করা হয় । এই ফর্ম থানা থেকে পাওয়া যাবে । ফর্ম জমা দিলে এবং ভেরিফিকেশন শেষের পর অনুমতি মিললে তবেই বাড়ি ভাড়া দেওয়া যাবে ।

আরও পড়ুন : সাপুরজির ফ্ল্যাটে গ্যাংস্টারদের কাছে তৃতীয় ব্যক্তির আনাগোনা, খোঁজে গোয়েন্দারা

আজ বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার 29 নম্বর ওয়ার্ডে বিজে ব্লকে একটি অনুষ্ঠানে আবাসিকদের জানান, যাঁরা ভাড়া দিতে চান, তাঁদের ভাড়াটিয়াদের পরিচয়পত্র নিয়ে টেনেন্ট ফর্ম-সহ পুলিশের কাছে জমা দিতে হবে । এরপর পুলিশ পরিচয়পত্র ভেরিফিকেশন করবে । সঠিক লোক হলে তবেই ভাড়া দেওয়া যাবে ।

অন্যদিকে গেস্ট হাউস এবং হোটেলগুলির ক্ষেত্রেও একই বিধি চালু করা হয়েছে । হোটেল এবং গেস্ট হাউসগুলিতে যাঁরা থাকতে যাচ্ছেন, তাঁদের পরিচয়পত্র এবং তথ্য নিয়ে পুলিশের কাছে জমা দিতে হবে । পুলিশ দ্রুত তথ্য যাচাই করে গেস্টহাউসগুলিকে জানিয়ে দেবে, যাঁরা আবেদন করেছেন তাঁদের থাকতে দেওয়া যাবে কি যাবে না ।

আরও পড়ুন : এনকাউন্টারের আগের রাতে জয়পালদের ফ্ল্যাটে দুই মহিলা, উদ্ধার কন্ডোম

প্রসঙ্গত বিধাননগরে গেস্টহাউস এবং বাড়িগুলিতে ভাড়া দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসঙ্গতি ছিল । সেই অসঙ্গতি দূর করতে বিধান নগর পুলিশ কমিশনাটের আওতাধীন সমস্ত থানায় এর জন্য আলাদা একটি সেল তৈরি করা হয়েছে ।

আরও পড়ুন: রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে গোর্খাল্যান্ড ইস্যুতে হাওয়া নীরজ জিম্বার

দিনকয়েক আগেই রাজ্য পুলিশের এসটিএফ বাহিনীর এনকাউন্টারে মৃত্যু হয় নিউটাউনে সাপুরজির ফ্ল্যাটে থাকা পঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টারের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.