ETV Bharat / city

Cabinet Meeting: একই সপ্তাহে দ্বিতীয়বার আজ ফের মমতার ডাকে মন্ত্রিসভার বৈঠক, কী সিদ্ধান্ত হবে ? - রাজ্য মন্ত্রিসভার বৈঠক

একই সপ্তাহে দ্বিতীয়বার আজ ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বসছে মন্ত্রিসভার বৈঠক (Cabinet Meeting)৷ কী সিদ্ধান্ত হবে(Bengal govt cabinet meeting)?

Second time in a week, Bengal govt cabinet meeting to be held today
একই সপ্তাহে দ্বিতীয়বার আজ ফের মমতার ডাকে মন্ত্রিসভার বৈঠক, কী সিদ্ধান্ত হবে ?
author img

By

Published : May 26, 2022, 10:06 AM IST

কলকাতা, 26 মে: অতীতে যা হয়নি এমন আরও একটা ঘটনা ঘটতে চলেছে আজ । এক সপ্তাহের মধ্যে পরপর দু'বার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গত সোমবার মন্ত্রিসভার বৈঠক (Cabinet Meeting) অনুষ্ঠিত হয় । মাঝে দুদিনের অন্তরাল, আবার আজ মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী । এত কম সময়ের ব্যবধানে মন্ত্রিসভার বৈঠক অতীতে কখনও হয়েছে বলে জানা যায়নি । সে দিক থেকে এই ঘটনা একটা রেকর্ড বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

প্রশ্নটা হল, কেন হঠাৎ এত কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বার মন্ত্রিসভার বৈঠক ডাকতে হল (Bengal govt cabinet meeting)। এমনিতেই আদালতের একের পর এক রায় সরকারকে ব্যতিব্যস্ত করেছে । সরকারের দুই মন্ত্রী সিবিআই তদন্তের মুখে পড়েছেন । এই অবস্থায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মন্ত্রিসভার বৈঠকের কারণ নিয়ে জল্পনা বাড়ছে । নবান্নের কর্তারা বলছেন, সাম্প্রতিক অতীতে একই সপ্তাহে পরপর দু'বার ক্যাবিনেট বৈঠকের নজির নেই । বলা ভাল, মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় আসার পরে প্রথমবারের জন্য একই সপ্তাহে দু'বার ক্যাবিনেট বৈঠক হতে যাচ্ছে বৃহস্পতিবার । মন্ত্রিসভার বৈঠকের শেষে হতে পারে স্ট্যান্ডিং কমিটির বৈঠকও ।

আরও পড়ুন: Mamata district visit: 29মে ফের জেলা সফরে যাচ্ছেন মমতা

যতটুকু জানা যাচ্ছে, এই দিনের বৈঠক থেকে নিয়োগ সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে । পাশাপাশি এ দিনের ক্যাবিনেটে মন্ত্রিসভায় রদবদল সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর । সদ্য বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়া বাবুল সুপ্রিয়কে রাজ্য মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে । সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে আজকের মন্ত্রিসভার বৈঠক থেকেই ।

প্রসঙ্গত, গত সোমবারই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে । রাজ্য পুলিশে কয়েক হাজার নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে । এর মধ্যে মহিলা পুলিশ কনস্টেবল পদে 2020 জন, যাঁদেরকে রাজ্য পুলিশের উইনার্স স্কোয়াডে নিয়োগ করা হবে । অন্যদিকে, গোয়েন্দা বিভাগে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় 600 জনকে নিয়োগ করা হবে । স্পেশাল হোমগার্ড পদে 105 ডনকে নিয়োগ করা হবে । পশ্চিমবঙ্গ পুলিশে 2020 জন মহিলাকে নিয়োগের সিদ্ধান্ত আগে নেওয়া হলেও, সোমবার তা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেয়েছে । এখন দেখার বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠক থেকে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হয় ৷

কলকাতা, 26 মে: অতীতে যা হয়নি এমন আরও একটা ঘটনা ঘটতে চলেছে আজ । এক সপ্তাহের মধ্যে পরপর দু'বার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গত সোমবার মন্ত্রিসভার বৈঠক (Cabinet Meeting) অনুষ্ঠিত হয় । মাঝে দুদিনের অন্তরাল, আবার আজ মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী । এত কম সময়ের ব্যবধানে মন্ত্রিসভার বৈঠক অতীতে কখনও হয়েছে বলে জানা যায়নি । সে দিক থেকে এই ঘটনা একটা রেকর্ড বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

প্রশ্নটা হল, কেন হঠাৎ এত কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বার মন্ত্রিসভার বৈঠক ডাকতে হল (Bengal govt cabinet meeting)। এমনিতেই আদালতের একের পর এক রায় সরকারকে ব্যতিব্যস্ত করেছে । সরকারের দুই মন্ত্রী সিবিআই তদন্তের মুখে পড়েছেন । এই অবস্থায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মন্ত্রিসভার বৈঠকের কারণ নিয়ে জল্পনা বাড়ছে । নবান্নের কর্তারা বলছেন, সাম্প্রতিক অতীতে একই সপ্তাহে পরপর দু'বার ক্যাবিনেট বৈঠকের নজির নেই । বলা ভাল, মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় আসার পরে প্রথমবারের জন্য একই সপ্তাহে দু'বার ক্যাবিনেট বৈঠক হতে যাচ্ছে বৃহস্পতিবার । মন্ত্রিসভার বৈঠকের শেষে হতে পারে স্ট্যান্ডিং কমিটির বৈঠকও ।

আরও পড়ুন: Mamata district visit: 29মে ফের জেলা সফরে যাচ্ছেন মমতা

যতটুকু জানা যাচ্ছে, এই দিনের বৈঠক থেকে নিয়োগ সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে । পাশাপাশি এ দিনের ক্যাবিনেটে মন্ত্রিসভায় রদবদল সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর । সদ্য বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়া বাবুল সুপ্রিয়কে রাজ্য মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে । সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে আজকের মন্ত্রিসভার বৈঠক থেকেই ।

প্রসঙ্গত, গত সোমবারই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে । রাজ্য পুলিশে কয়েক হাজার নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে । এর মধ্যে মহিলা পুলিশ কনস্টেবল পদে 2020 জন, যাঁদেরকে রাজ্য পুলিশের উইনার্স স্কোয়াডে নিয়োগ করা হবে । অন্যদিকে, গোয়েন্দা বিভাগে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় 600 জনকে নিয়োগ করা হবে । স্পেশাল হোমগার্ড পদে 105 ডনকে নিয়োগ করা হবে । পশ্চিমবঙ্গ পুলিশে 2020 জন মহিলাকে নিয়োগের সিদ্ধান্ত আগে নেওয়া হলেও, সোমবার তা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেয়েছে । এখন দেখার বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠক থেকে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.