ETV Bharat / city

Municipal Corporation Election : করোনা আবহে পৌরভোট, সরকারের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন - সরকারের সঙ্গে বৈঠকে বসল রাজ্য নির্বাচন কমিশন

টানা 6 দিন রাজ্যের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী ৷ ফলে ফের কোভিড সংক্রান্ত বিধিনিষেধ চালু হয়েছে রাজ্যে (West Bengal new Covid Guidelines) ৷ এবার কোভিড আবহে কীভাবে পৌরভোট করা হবে, তা নিয়ে সরকারের সঙ্গে বৈঠকে বসল রাজ্য নির্বাচন কমিশন (Municipal Corporation Election) ৷

Municipal Corporation Election
সরকারের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন
author img

By

Published : Jan 3, 2022, 3:53 PM IST

কলকাতা, 3 জানুয়ারি : গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 6 হাজার 153 জন ৷ চোখ রাঙাচ্ছে ওমিক্রন আতঙ্কও ৷ এর মধ্যেই আজ থেকে ফের কোভিড সংক্রান্ত বিধিনিষেধ চালু হয়েছে রাজ্যে (New Covid Guidelines announced in West Bengal) ৷

ইতিমধ্যেই সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তার 50% কর্মী নিয়ে কাজ করছে । বন্ধ হয়ে গিয়েছে স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান । রাজ্যে শুরু হয়েছে নাইট কার্ফুও । বিভিন্ন প্রান্তে ফিরেছে মাইক্রো কনটেইনমেন্ট জোন । এই বিধিনিষেধের মধ্যেই রয়েছে বিধাননগর-সহ রাজ্যের চার পৌরনিগমের ভোট । কাল রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, ভোট বাতিল করা হচ্ছে না ৷ করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে সুষ্ঠুভাবে ভোট করানোর দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission will lead Municipal Corporation Election) ৷

তারপরেই আজ করোনা আবহে কীভাবে এই ভোট হবে তা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসছে রাজ্য সরকার । সরকারের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম । নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে আগামী দিনে নির্বাচনী প্রচার থেকে শুরু করে ভোটদান প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে সমস্তকিছুই আলোচনা হবে । প্রসঙ্গত, আজ বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি পৌরনিগমের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন । জানা যাচ্ছে, নির্বাচন কমিশনের কড়া পর্যবেক্ষণে ভোট হলেও প্রচারের ওপর আরোপ করা হতে পারে কড়া বিধিনিষেধ ।

আরও পড়ুন : বন্ধ স্কুল-কলেজ, সন্ধের পর চলবে না লোকাল ট্রেনও

অন্যদিকে, স্কুল-কলেজ বন্ধ হয়ে গেলেও পৌরভোট বাতিল না করার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে বিজেপি । বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘নির্বাচন কমিশনের উচিত সবাই যাতে প্রচার করতে পারে তার সুযোগ দেওয়া । করোনা আবহে নির্বাচন না করে অবিলম্বে ভোট পিছিয়ে দেয়া উচিত । কিন্তু তা না করে এর মধ্যেই ভোট করে বাড়তি সুবিধা নিতে চাইছে তৃণমূল । রাজ্য নির্বাচন কমিশন নিরপেক্ষ সংস্থা হয়েও শাসকদলকে সমর্থন করছে ।’’

কলকাতা, 3 জানুয়ারি : গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 6 হাজার 153 জন ৷ চোখ রাঙাচ্ছে ওমিক্রন আতঙ্কও ৷ এর মধ্যেই আজ থেকে ফের কোভিড সংক্রান্ত বিধিনিষেধ চালু হয়েছে রাজ্যে (New Covid Guidelines announced in West Bengal) ৷

ইতিমধ্যেই সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তার 50% কর্মী নিয়ে কাজ করছে । বন্ধ হয়ে গিয়েছে স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান । রাজ্যে শুরু হয়েছে নাইট কার্ফুও । বিভিন্ন প্রান্তে ফিরেছে মাইক্রো কনটেইনমেন্ট জোন । এই বিধিনিষেধের মধ্যেই রয়েছে বিধাননগর-সহ রাজ্যের চার পৌরনিগমের ভোট । কাল রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, ভোট বাতিল করা হচ্ছে না ৷ করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে সুষ্ঠুভাবে ভোট করানোর দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission will lead Municipal Corporation Election) ৷

তারপরেই আজ করোনা আবহে কীভাবে এই ভোট হবে তা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসছে রাজ্য সরকার । সরকারের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম । নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে আগামী দিনে নির্বাচনী প্রচার থেকে শুরু করে ভোটদান প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে সমস্তকিছুই আলোচনা হবে । প্রসঙ্গত, আজ বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি পৌরনিগমের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন । জানা যাচ্ছে, নির্বাচন কমিশনের কড়া পর্যবেক্ষণে ভোট হলেও প্রচারের ওপর আরোপ করা হতে পারে কড়া বিধিনিষেধ ।

আরও পড়ুন : বন্ধ স্কুল-কলেজ, সন্ধের পর চলবে না লোকাল ট্রেনও

অন্যদিকে, স্কুল-কলেজ বন্ধ হয়ে গেলেও পৌরভোট বাতিল না করার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে বিজেপি । বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘নির্বাচন কমিশনের উচিত সবাই যাতে প্রচার করতে পারে তার সুযোগ দেওয়া । করোনা আবহে নির্বাচন না করে অবিলম্বে ভোট পিছিয়ে দেয়া উচিত । কিন্তু তা না করে এর মধ্যেই ভোট করে বাড়তি সুবিধা নিতে চাইছে তৃণমূল । রাজ্য নির্বাচন কমিশন নিরপেক্ষ সংস্থা হয়েও শাসকদলকে সমর্থন করছে ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.