ETV Bharat / city

স্ক্রাব টাইফাসে আক্রান্ত নাবালক ও নাবালিকা, অবস্থা গুরুতর - corona virus pandemic

কোরোনার মধ্যেই শহরে স্ক্রাব টাইফাসে আক্রান্ত দুই নাবালক-নাবালিকার হদিস পাওয়া গেল ৷ তাদের কলকাতার এক বেসরকারি শিশু হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ তাদের শারীরিক অবস্থা গুরুতর ৷

image
Scrub typhus
author img

By

Published : Jun 16, 2020, 1:23 AM IST

Updated : Jun 16, 2020, 2:23 AM IST

কলকাতা, 16 জুন : কোরোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে । আর এরইমধ্যে শহরে স্ক্রাব টাইফাসের প্রাদুর্ভাব । বর্ষা প্রবেশ করেছে রাজ্যে । আর বর্ষার সঙ্গেই সিজ়ন অনুযায়ী স্ক্রাব টাইফাসের সংক্রমণ-ও শুরু হয়ে গেছে‌ রাজ‍্যে । অন্যদিকে শহরে শুরু হয়েছে ডেঙ্গির আক্রমণও ৷ এরই মধ্যে স্ক্রাব টাইফাসে আক্রান্ত এক নাবালক ও এক নাবালিকার চিকিৎসা চলছে পার্কসার্কাসে অবস্থিত বেসরকারি এক শিশু হাসপাতালে । শেষ খবর পাওয়া পর্যন্ত, দুজনের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর । দুজনকেই ভেন্টিলেটরের সাপোর্টে রাখা হয়েছে ।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্ষাকালে স্ক্রাব টাইফাসের বেশি সংক্রমণ দেখা যায় । 13 জুন ওই দুজনকে অসুস্থ অবস্থায় বেসরকারি এক হাসপাতালে ভরতি করা হয় ৷ দু’জনের মধ্যে একজন মুর্শিদাবাদের বাসিন্দা 10 বছরের এক নাবালক এবং অন্যজন বারুইপুরের বাসিন্দা আট বছরের এক নাবালিকা ৷ দুজনের স্ক্রাব টাইফাস ধরা পড়ে । এই শিশু হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, 10 বছরের নাবালককে হাসপাতালে ভরতির পর থেকে ভেন্টিলেটরের সাপোর্টে রাখতে হয়েছে । আট বছরের নাবালিকাকে রবিবার থেকে ভেন্টিলেটরে সাপোর্টে রাখতে হয়েছে । দুজনের শারীরিক অবস্থা গুরুতর । তাদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে রয়েছেন চিকিৎসকরাও । পার্কসার্কাসের এই হাসপাতালের এক চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি বলেন, "দুজনকেই ভেন্টিলেশনে রাখা হয়েছে । তাদের শারীরিক অবস্থা ক্রিটিক্যাল ।"

অভিযোগ উঠেছে, এই বেসরকারি হাসপাতালে এই দুই নাবালক ও নাবালিকাকে ভরতি করানোর আগে, তাদের নিয়ে যাওয়া হয় কয়েকটি সরকারি হাসপাতালে ৷ তবে সেখানে তাদের ভরতি নেওয়া হয়নি ৷

COVID-19 নিয়ে সতর্ক থাকলেও এই সময় যে অসুখগুলি হয়, বিশেষ করে টাইফয়েড, জন্ডিস, ম্যালেরিয়া, ডেঙ্গি, স্ক্রাব টাইফাস, এই অসুখগুলির বিষয়েও সতর্ক থাকতে হবে । বর্ষাকালে স্ক্রাব টাইফাস বেশি হয় । এই কথা জানিয়ে চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি বলেন, "এখন জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে । অবহেলা করবেন না ।" তবে, শুধুমাত্র এই দুজন নয় । সম্প্রতি পার্কসার্কাসের বেসরকারি এই হাসপাতালে আরও 3-4 জন স্ক্রাব টাইফাসে আক্রান্ত শিশুর চিকিৎসা হয়েছে বলে জানা গিয়েছে ।

কলকাতা, 16 জুন : কোরোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে । আর এরইমধ্যে শহরে স্ক্রাব টাইফাসের প্রাদুর্ভাব । বর্ষা প্রবেশ করেছে রাজ্যে । আর বর্ষার সঙ্গেই সিজ়ন অনুযায়ী স্ক্রাব টাইফাসের সংক্রমণ-ও শুরু হয়ে গেছে‌ রাজ‍্যে । অন্যদিকে শহরে শুরু হয়েছে ডেঙ্গির আক্রমণও ৷ এরই মধ্যে স্ক্রাব টাইফাসে আক্রান্ত এক নাবালক ও এক নাবালিকার চিকিৎসা চলছে পার্কসার্কাসে অবস্থিত বেসরকারি এক শিশু হাসপাতালে । শেষ খবর পাওয়া পর্যন্ত, দুজনের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর । দুজনকেই ভেন্টিলেটরের সাপোর্টে রাখা হয়েছে ।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্ষাকালে স্ক্রাব টাইফাসের বেশি সংক্রমণ দেখা যায় । 13 জুন ওই দুজনকে অসুস্থ অবস্থায় বেসরকারি এক হাসপাতালে ভরতি করা হয় ৷ দু’জনের মধ্যে একজন মুর্শিদাবাদের বাসিন্দা 10 বছরের এক নাবালক এবং অন্যজন বারুইপুরের বাসিন্দা আট বছরের এক নাবালিকা ৷ দুজনের স্ক্রাব টাইফাস ধরা পড়ে । এই শিশু হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, 10 বছরের নাবালককে হাসপাতালে ভরতির পর থেকে ভেন্টিলেটরের সাপোর্টে রাখতে হয়েছে । আট বছরের নাবালিকাকে রবিবার থেকে ভেন্টিলেটরে সাপোর্টে রাখতে হয়েছে । দুজনের শারীরিক অবস্থা গুরুতর । তাদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে রয়েছেন চিকিৎসকরাও । পার্কসার্কাসের এই হাসপাতালের এক চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি বলেন, "দুজনকেই ভেন্টিলেশনে রাখা হয়েছে । তাদের শারীরিক অবস্থা ক্রিটিক্যাল ।"

অভিযোগ উঠেছে, এই বেসরকারি হাসপাতালে এই দুই নাবালক ও নাবালিকাকে ভরতি করানোর আগে, তাদের নিয়ে যাওয়া হয় কয়েকটি সরকারি হাসপাতালে ৷ তবে সেখানে তাদের ভরতি নেওয়া হয়নি ৷

COVID-19 নিয়ে সতর্ক থাকলেও এই সময় যে অসুখগুলি হয়, বিশেষ করে টাইফয়েড, জন্ডিস, ম্যালেরিয়া, ডেঙ্গি, স্ক্রাব টাইফাস, এই অসুখগুলির বিষয়েও সতর্ক থাকতে হবে । বর্ষাকালে স্ক্রাব টাইফাস বেশি হয় । এই কথা জানিয়ে চিকিৎসক প্রভাসপ্রসূন গিরি বলেন, "এখন জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে । অবহেলা করবেন না ।" তবে, শুধুমাত্র এই দুজন নয় । সম্প্রতি পার্কসার্কাসের বেসরকারি এই হাসপাতালে আরও 3-4 জন স্ক্রাব টাইফাসে আক্রান্ত শিশুর চিকিৎসা হয়েছে বলে জানা গিয়েছে ।

Last Updated : Jun 16, 2020, 2:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.