ETV Bharat / city

CNI Schools Reopen: সোমে খুলছে রাজ্যের সিএনআই-এর স্কুলগুলি - খুলছে স্কুল

সোমবার থেকে খুলছে রাজ্যের সিএনআই-এর স্কুলগুলি (CNI Schools Reopens)৷ ফের শুরু হবে অফলাইনে পঠন পাঠন ৷ আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Schools under cni to reopen from Monday)৷

schools under cni to reopen from monday
সোমে খুলছে রাজ্যের সিএনআই-এর স্কুলগুলি
author img

By

Published : Jun 18, 2022, 9:59 AM IST

কলকাতা, 18 জুন: কলকাতা ডায়োসেস অফ দ্য চার্চ অফ নর্থ ইন্ডিয়া (CNI)-র অন্তর্গত স্কুলগুলি খুলে যাচ্ছে আগামী সোমবার থেকে (CNI Schools Reopen)। অর্থাৎ আগামী 20 জুন থেকে কলকাতার একাংশের স্কুলে আবার শুরু হবে অফলাইনে পঠনপাঠন (Schools under cni to reopen from Monday)।

এখনও গরম থাকলেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির জন্য কিছুটা হলেও উন্নতি ঘটেছে রাজ্যের আবহাওয়ায় । আগের চেয়ে অনেকটাই ঠান্ডা হয়েছে প্রকৃতি । তাই আজ সিএনআই-এর আওতায় থাকা সমস্ত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন আর্চ বিশপ ডক্টর পরিতোষ ক্যানিং ।

সিএনআই-এর অন্তর্গত যেমন লা মার্টিনিয়ার ফর গার্লস, লা মার্টিনিয়ার ফর বয়েজ, প্র্যাট মেমোরিয়াল, সেন্ট জেমস, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল-সহ আরও বেশ কয়েকটি স্কুল খুলে যাচ্ছে । তবে এখনই খুলছে না রাজ্যের সরকারি স্কুল (Summer Vacation in Bengal)।

আরও পড়ুন: Summer Vacation : গরমের ছুটি বাড়ানো কতটা যুক্তিসঙ্গত? প্রশ্ন শিক্ষামহলের

প্রসঙ্গত, সম্প্রতি শিক্ষা দফতর থেকে জানানো হয়েছিল যে, সরকারি স্কুলগুলিতে বাড়ানো হয়েছে গরমের ছুটি । আরও 11 দিন বেড়েছে গ্রীষ্মের ছুটি । আগে স্কুলগুলি খোলার কথা ছিল 16 জুন । এ বার স্কুল খুলেছে 27 জুন থেকে । এর আগে প্রচণ্ড গরম ও তাপপ্রবাহ থেকে পড়ুয়াদের বাঁচাতে রাজ্য সরকারের তরফে 2মে থেকে গরমের ছুটি পড়ার নির্দেশিকা জারি হয়েছিল ।

কলকাতা, 18 জুন: কলকাতা ডায়োসেস অফ দ্য চার্চ অফ নর্থ ইন্ডিয়া (CNI)-র অন্তর্গত স্কুলগুলি খুলে যাচ্ছে আগামী সোমবার থেকে (CNI Schools Reopen)। অর্থাৎ আগামী 20 জুন থেকে কলকাতার একাংশের স্কুলে আবার শুরু হবে অফলাইনে পঠনপাঠন (Schools under cni to reopen from Monday)।

এখনও গরম থাকলেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির জন্য কিছুটা হলেও উন্নতি ঘটেছে রাজ্যের আবহাওয়ায় । আগের চেয়ে অনেকটাই ঠান্ডা হয়েছে প্রকৃতি । তাই আজ সিএনআই-এর আওতায় থাকা সমস্ত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন আর্চ বিশপ ডক্টর পরিতোষ ক্যানিং ।

সিএনআই-এর অন্তর্গত যেমন লা মার্টিনিয়ার ফর গার্লস, লা মার্টিনিয়ার ফর বয়েজ, প্র্যাট মেমোরিয়াল, সেন্ট জেমস, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল-সহ আরও বেশ কয়েকটি স্কুল খুলে যাচ্ছে । তবে এখনই খুলছে না রাজ্যের সরকারি স্কুল (Summer Vacation in Bengal)।

আরও পড়ুন: Summer Vacation : গরমের ছুটি বাড়ানো কতটা যুক্তিসঙ্গত? প্রশ্ন শিক্ষামহলের

প্রসঙ্গত, সম্প্রতি শিক্ষা দফতর থেকে জানানো হয়েছিল যে, সরকারি স্কুলগুলিতে বাড়ানো হয়েছে গরমের ছুটি । আরও 11 দিন বেড়েছে গ্রীষ্মের ছুটি । আগে স্কুলগুলি খোলার কথা ছিল 16 জুন । এ বার স্কুল খুলেছে 27 জুন থেকে । এর আগে প্রচণ্ড গরম ও তাপপ্রবাহ থেকে পড়ুয়াদের বাঁচাতে রাজ্য সরকারের তরফে 2মে থেকে গরমের ছুটি পড়ার নির্দেশিকা জারি হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.