ETV Bharat / city

Bhowanipore School : প্রোমাটারের খপ্পর থেকে 'শিক্ষিকা মমতা'র স্কুলকে উদ্ধার করলেন কাউন্সিলর - CM Mamata Banerjee

এই স্কুলে একসময় পড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ভবানীপুর 8বি কুন্ডু রোডেই রয়েছে সরকারি এই প্রাইমারি স্কুলটি (Bhowanipore School)৷

School restored and to be renovated where CM was teacher
CM Mamata Banerjee
author img

By

Published : Jun 6, 2022, 4:24 PM IST

Updated : Jun 6, 2022, 5:36 PM IST

কলকাতা, 6 জুন : এই স্কুলে পড়েছেন পাড়ার ও আশেপাশের এলাকার অনেকেই ৷ স্কুলের নাম মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুল ৷ ভবানীপুরের কাঁসারি পাড়া কুন্ডু রোডে অবস্থিত এই স্কুল । কিন্তু এই স্কুলের রয়েছে আরও একটি পরিচয় ৷ এখানে শিক্ষিকা ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর কাছ থেকে এলাকার অনেকেই শিক্ষাগ্রহণ করেছেন ৷ এবার সেই স্কুলটিকে ভেঙে ফেলে সেখানে মাল্টিস্টোরিড বিল্ডিং তৈরি হবে খবর পায় স্থানীয় কাউন্সিলর ৷ তাঁরই উদ্যোগে বন্ধ হল কাজ ।

এবার সংস্কার করা হচ্ছে স্কুল ভবনটিকে । শুধু তাই নয়, স্কুলটিতে ইংরেজি মাধ্যমে চলবে পঠনপাঠন । ভবানীপুর বিধানসভার অন্তর্গত কলকাতা পৌরনিগমের 71 নম্বর ওয়ার্ডে 8বি কুন্ডু রোড । এখানেই রয়েছে সরকারি এই প্রাইমারি স্কুলটি । সম্প্রতি পাড়ার স্থানীয় বাসিন্দারা জানতে পারেন যে মন্মথনাথ নন্দন স্কুল যেই জমির উপর দাড়িয়ে রয়েছে, সেই জমির মালিক নিচের তলায় স্কুলটি রেখে উপরের তলায় ফ্ল্যাট তৈরির জন্য এক প্রোমোটারের কাছে জমিটি বিক্রি করতে চলেছে । এই স্কুলে একসময় পড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই অঞ্চলের অনেক প্রাক্তনীই তাঁর কাছে পড়াশোনা করেছেন । তাই সেই আবেগ থেকেই স্থানীয় মানুষজন বিষয়টি 71 ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিংহকে জানান । পুরো ব্যাপারটি জানতে পেরে পাপিয়া সিংহ শিক্ষা দফতর-সহ নবান্নে চিঠি দেন । এর পরেই পদক্ষেপ নেওয়া হয় (School restored and to be renovated where CM was teacher)।

আরও পড়ুন : CM as Chancellor: এবার কৃষি-স্বাস্থ্য-বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের আচার্যও মুখ্যমন্ত্রী

পাপিয়া সিংহ বলেন, "1970 থেকে 72 পর্যন্ত এই স্কুলে পড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাই যখন এই বিষয়টি জানতে পারি আমরা, খুবই বিচলিত হয়ে পড়ি । তাই পুরো বিষয়টি জানতে পেরে নবান্ন ও শিক্ষা দফতরে চিঠি পাঠাই ৷ যাতে এখানেই এই স্কুলটি থাকে । এরপরেই বোর্ডের পক্ষ থেকে আমাকে জানানো হয়, এই জমিটি অধিগ্রহণ করা হয়েছে । এবারে পুরনো এই বিল্ডিংটি সংস্কার করে, সেখানে তৈরি হবে নতুন স্কুল ভবন । পাশাপাশি এখানে চালু করা হবে ইংরেজি মিডিয়াম । এবার এখানে পড়ুয়ারা বিনামূল্যে ইংরেজি মাধ্যমে শিক্ষালাভ করতে পারবে ৷ এতে এরা উপকৃত হবে ।"

কলকাতা, 6 জুন : এই স্কুলে পড়েছেন পাড়ার ও আশেপাশের এলাকার অনেকেই ৷ স্কুলের নাম মন্মথনাথ নন্দন বয়েজ অ্যান্ড গার্লস স্কুল ৷ ভবানীপুরের কাঁসারি পাড়া কুন্ডু রোডে অবস্থিত এই স্কুল । কিন্তু এই স্কুলের রয়েছে আরও একটি পরিচয় ৷ এখানে শিক্ষিকা ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর কাছ থেকে এলাকার অনেকেই শিক্ষাগ্রহণ করেছেন ৷ এবার সেই স্কুলটিকে ভেঙে ফেলে সেখানে মাল্টিস্টোরিড বিল্ডিং তৈরি হবে খবর পায় স্থানীয় কাউন্সিলর ৷ তাঁরই উদ্যোগে বন্ধ হল কাজ ।

এবার সংস্কার করা হচ্ছে স্কুল ভবনটিকে । শুধু তাই নয়, স্কুলটিতে ইংরেজি মাধ্যমে চলবে পঠনপাঠন । ভবানীপুর বিধানসভার অন্তর্গত কলকাতা পৌরনিগমের 71 নম্বর ওয়ার্ডে 8বি কুন্ডু রোড । এখানেই রয়েছে সরকারি এই প্রাইমারি স্কুলটি । সম্প্রতি পাড়ার স্থানীয় বাসিন্দারা জানতে পারেন যে মন্মথনাথ নন্দন স্কুল যেই জমির উপর দাড়িয়ে রয়েছে, সেই জমির মালিক নিচের তলায় স্কুলটি রেখে উপরের তলায় ফ্ল্যাট তৈরির জন্য এক প্রোমোটারের কাছে জমিটি বিক্রি করতে চলেছে । এই স্কুলে একসময় পড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই অঞ্চলের অনেক প্রাক্তনীই তাঁর কাছে পড়াশোনা করেছেন । তাই সেই আবেগ থেকেই স্থানীয় মানুষজন বিষয়টি 71 ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিংহকে জানান । পুরো ব্যাপারটি জানতে পেরে পাপিয়া সিংহ শিক্ষা দফতর-সহ নবান্নে চিঠি দেন । এর পরেই পদক্ষেপ নেওয়া হয় (School restored and to be renovated where CM was teacher)।

আরও পড়ুন : CM as Chancellor: এবার কৃষি-স্বাস্থ্য-বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের আচার্যও মুখ্যমন্ত্রী

পাপিয়া সিংহ বলেন, "1970 থেকে 72 পর্যন্ত এই স্কুলে পড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাই যখন এই বিষয়টি জানতে পারি আমরা, খুবই বিচলিত হয়ে পড়ি । তাই পুরো বিষয়টি জানতে পেরে নবান্ন ও শিক্ষা দফতরে চিঠি পাঠাই ৷ যাতে এখানেই এই স্কুলটি থাকে । এরপরেই বোর্ডের পক্ষ থেকে আমাকে জানানো হয়, এই জমিটি অধিগ্রহণ করা হয়েছে । এবারে পুরনো এই বিল্ডিংটি সংস্কার করে, সেখানে তৈরি হবে নতুন স্কুল ভবন । পাশাপাশি এখানে চালু করা হবে ইংরেজি মিডিয়াম । এবার এখানে পড়ুয়ারা বিনামূল্যে ইংরেজি মাধ্যমে শিক্ষালাভ করতে পারবে ৷ এতে এরা উপকৃত হবে ।"

Last Updated : Jun 6, 2022, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.