ETV Bharat / city

বিশিষ্টজনরা ব্যালেন্স করতে নবান্নে যাবেন, পার্শ্ব শিক্ষকদের পাশে থাকবে BJP : সায়ন্তন - sayantan basu slam aparna sen

পার্শ্ব শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানান, রাজ্যে দল ক্ষমতায় এলে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সম কাজে সম বেতনের নীতি মেনে চলবে ৷

সায়ন্তন বসু
author img

By

Published : Aug 19, 2019, 9:55 PM IST

Updated : Aug 19, 2019, 11:59 PM IST

কলকাতা, 19 অগাস্ট : সম কাজে সম বেতনের দাবিতে পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশি হামলার নিন্দায় সরব BJP ৷ পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশি হামলা নিয়ে অপর্ণা সেনের টুইট প্রসঙ্গে কটাক্ষ সায়ন্তন বসুর ৷ তিনি বলেন, এরা চাপে পড়ে একাজ করেছে৷ এদের বিবেক কাঁদে না ৷ পার্শ্ব শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে রাজ্য BJP-র সাধারণ সম্পাদক জানান, রাজ্যে দল ক্ষমতায় এলে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সম কাজে সম বেতনের নীতি মেনে চলবে ৷

কল্যাণী স্টেশনে পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশি হামলার নিন্দা করে সায়ন্তন বসু বলেন, "গোটা ঘটনা কেন্দ্রীয় সরকারের নজরে আনা হবে ৷" পার্শ্ব শিক্ষক ইশুতে অর্পণা সেন একটি টুইটে মুখ্যমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন ৷ এ বিষয়ে রাজ্য BJP-র সাধারণ সম্পাদক বলেন, "আজ কয়েকজন চাপে পড়ে একাজ করেছেন ৷ এদের বিবেক কাঁদে না ৷ আজকে বিরোধিতা করছেন ৷ চাপে পড়েই একাজ করছেন ৷ কাল আবার ব্যালেন্স করতে নবান্নে চলে যাবেন ৷ আগেও ভাটপাড়ায় গন্ডগোলের জন্য নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ৷ কী হয়েছে তাতে? ভাটপাড়াতে কী শান্তি ফিরেছে ?" পাশাপাশি, কল্যাণী ইশুতে ভিডিয়ো ফুটেজ দেখে দোষী পুলিশকর্মীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন সায়ন্তন বসু ৷

সাংবাদিক বৈঠকে সায়ন্তন বসু

আরও পড়ুন: তৃণমূল যুদ্ধ চাইছে, BJP খুনোখুনি করলে ওদের ঘর অসুরক্ষিত : সায়ন্তন

আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক নিয়েও কটাক্ষ করেন সায়ন্তন ৷ তিনি বলেন, "রাজ্যে BJP কর্মী খুন হচ্ছে অথচ BJP কর্মীদেরই গ্রেপ্তার করা হচ্ছে ৷ পুলিশ দিয়ে BJP-কে আটকে তৃণমূলকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে ৷ তৃণমূল সরকার আর থাকবে না ৷ এটা পুলিশও বুঝে গেছে ৷ রাজ্যের প্রশাসন যেখানে অচল, সেখানে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করে কী করবেন ? " তিনি আরও জানান, জম্মু ও কাশ্মীর ইশু নিয়ে মুখ্যমন্ত্রীর টুইট আসলে পাকিস্তানের হাতকে শক্ত করছে ৷ BJP-র জন্মাষ্টমী অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, "পুলিশ দিয়ে জন্মাষ্টমীর অনুষ্ঠান বন্ধের চেষ্টা যদি রাজ্য সরকার করে তাহলে আগামী বিধানসভা ভোটে সব আসনই হারাবে তৃণমূল ৷ "

কলকাতা, 19 অগাস্ট : সম কাজে সম বেতনের দাবিতে পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশি হামলার নিন্দায় সরব BJP ৷ পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশি হামলা নিয়ে অপর্ণা সেনের টুইট প্রসঙ্গে কটাক্ষ সায়ন্তন বসুর ৷ তিনি বলেন, এরা চাপে পড়ে একাজ করেছে৷ এদের বিবেক কাঁদে না ৷ পার্শ্ব শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে রাজ্য BJP-র সাধারণ সম্পাদক জানান, রাজ্যে দল ক্ষমতায় এলে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সম কাজে সম বেতনের নীতি মেনে চলবে ৷

কল্যাণী স্টেশনে পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশি হামলার নিন্দা করে সায়ন্তন বসু বলেন, "গোটা ঘটনা কেন্দ্রীয় সরকারের নজরে আনা হবে ৷" পার্শ্ব শিক্ষক ইশুতে অর্পণা সেন একটি টুইটে মুখ্যমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন ৷ এ বিষয়ে রাজ্য BJP-র সাধারণ সম্পাদক বলেন, "আজ কয়েকজন চাপে পড়ে একাজ করেছেন ৷ এদের বিবেক কাঁদে না ৷ আজকে বিরোধিতা করছেন ৷ চাপে পড়েই একাজ করছেন ৷ কাল আবার ব্যালেন্স করতে নবান্নে চলে যাবেন ৷ আগেও ভাটপাড়ায় গন্ডগোলের জন্য নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ৷ কী হয়েছে তাতে? ভাটপাড়াতে কী শান্তি ফিরেছে ?" পাশাপাশি, কল্যাণী ইশুতে ভিডিয়ো ফুটেজ দেখে দোষী পুলিশকর্মীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন সায়ন্তন বসু ৷

সাংবাদিক বৈঠকে সায়ন্তন বসু

আরও পড়ুন: তৃণমূল যুদ্ধ চাইছে, BJP খুনোখুনি করলে ওদের ঘর অসুরক্ষিত : সায়ন্তন

আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক নিয়েও কটাক্ষ করেন সায়ন্তন ৷ তিনি বলেন, "রাজ্যে BJP কর্মী খুন হচ্ছে অথচ BJP কর্মীদেরই গ্রেপ্তার করা হচ্ছে ৷ পুলিশ দিয়ে BJP-কে আটকে তৃণমূলকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে ৷ তৃণমূল সরকার আর থাকবে না ৷ এটা পুলিশও বুঝে গেছে ৷ রাজ্যের প্রশাসন যেখানে অচল, সেখানে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করে কী করবেন ? " তিনি আরও জানান, জম্মু ও কাশ্মীর ইশু নিয়ে মুখ্যমন্ত্রীর টুইট আসলে পাকিস্তানের হাতকে শক্ত করছে ৷ BJP-র জন্মাষ্টমী অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, "পুলিশ দিয়ে জন্মাষ্টমীর অনুষ্ঠান বন্ধের চেষ্টা যদি রাজ্য সরকার করে তাহলে আগামী বিধানসভা ভোটে সব আসনই হারাবে তৃণমূল ৷ "

Last Updated : Aug 19, 2019, 11:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.