কলকাতা, 14 এপ্রিল : গত কয়েকদিনে পশ্চিমবঙ্গে ঘটা একাধিক নারী নির্যাতনের ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সৌগত রায় (Saugata Roy Expresses Concern Over Bengal Crime Against Women) ৷ তৃণমূল কংগ্রেসের এই বর্ষীয়ান সাংসদের বক্তব্য, ‘‘যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে একটাও যদি ঘটনা ঘটে, সেটা আমাদের পক্ষে খুব লজ্জার হবে ৷’’
সৌগত রায় দমদমের সাংসদ ৷ তাঁর সংসদীয় এলাকার মধ্যে দক্ষিণেশ্বর থানার উদ্বোধনে গিয়েছিলেন তিনি ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷ তাঁর সঙ্গেই ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (দক্ষিণেশ্বর কামারহাটি বিধানসভারই অন্তর্গত) ৷
সৌগত রায় বলেন, ‘‘সকলেই চিন্তিত মহিলাদের উপর অত্যাচারের খবর নিয়ে ৷ এখানে একদম জিরো টলারেন্স করতে হবে ৷ কোনওরকম কোনও ঘটনা ঘটলে কঠোরোতম ব্যবস্থা নিতে হবে ৷’’
এর পরই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টানেন তিনি ৷ বলেন, ‘‘ যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে একটাও যদি ঘটনা ঘটে, সেটা আমাদের পক্ষে খুব লজ্জার হবে ৷ আমি আশা করি পুলিশ, প্রশাসন সেই দিকে নজর রাখবে ৷’’
সৌগতর এই মন্তব্যের পরই নানা মহলে জল্পনা ছড়িয়েছে ৷ কারণ, সম্প্রতি হাঁসখালি গণধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) মন্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক হয়েছে ৷ তাছাড়া মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে কেন নারী নির্যাতনের সংখ্যা বাড়ছে, সেই প্রশ্ন তুলছে বিরোধীরাও ৷ তাই সৌগত রায়ও কেন এমন মন্তব্য করলেন, সেই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে ৷
আরও পড়ুন : CBI Probe into Hanskhali Gang Rape : গণধর্ষণ-কাণ্ডের তদন্তে হাঁসখালি রওনা আরও এক সিবিআই প্রতিনিধিদলের