ETV Bharat / city

সারদার টাকা ED-কে ফেরালেন শতাব্দী - SATABDI ROY

আজ তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায় সারদার কাছ থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়া পুরো টাকাটাই ED-কে ফিরিয়ে দিয়েছেন । সূত্রের খবর তিনি কর বাদ দিয়ে ওই টাকা ফিরিয়ে দিয়েছেন ।

Satabdi Roy
author img

By

Published : Sep 4, 2019, 1:38 PM IST

Updated : Sep 4, 2019, 1:56 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর : সারদার টাকা ফিরিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায় । শতাব্দী সহ তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা-নেত্রী সারদা কম্পানির কাছ থেকে বিভিন্ন খাতে টাকা নিয়েছেন বলে অভিযোগ । বিষয়টির তদন্তে নেমে শতাব্দী সহ ওই নেতা-নেত্রীদের জেরায় ডাকে CBI ও ED ।

শতাব্দীর দাবি, তিনি সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন । সেই সূত্রে তিনি সারদার কাছ থেকে কিছু টাকা পেয়েছিলেন । এ নিয়ে তাঁকে কেন্দ্রীয় তদন্ত সংস্থার জেরার মুখে পড়তে হয়েছিল । আজ তিনি সারদার কাছ থেকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে পাওয়া পুরো টাকাটাই ED-কে ফিরিয়ে দিয়েছেন । সূত্রের খবর তিনি কর বাদ দিয়ে ওই টাকা ফিরিয়ে দিয়েছেন ।

2012 সালে মিঠুন চক্রবর্তী সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের পদ ছাড়লে সেই পদ গ্রহণ করেন শতাব্দী রায় । তদন্তকারীদের জেরায় শতাব্দী রায়ের সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়টি সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায় স্বীকার করে নেন । জানা গেছে, শতাব্দীর সঙ্গে বার্ষিক প্রায় 50 লাখ টাকার চুক্তি হয়েছিল সারদার । সেই সূত্রেই জিজ্ঞাসাবদ করতে ED-র তরফে জুলাই মাসে তলব করা হয় তৃণমূল সাংসদকে ।

অভিযোগ, শুধু ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়াই নয়, নিজের প্রভাব কাজে লাগিয়ে সারদাকে বেশকিছু সুযোগও পাইয়ে দিয়েছিলেন শতাব্দী । প্রভাব খাটিয়ে সারদা মিডিয়ার ভাইস প্রেসিডেন্ট সোমনাথ দত্তকে রেলওয়ে ইউজ়ার্স কনসাল্টেটিভ কমিটিতে (DRUCC, হাওড়া ব্রাঞ্চ) ঢোকানোর অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে । সাংসদ কোটাতেই তিনি ওই কমিটির সদস্য হয়েছিলেন বলে সূত্রে খবর । এই সব খবর সামনে আসার পর জুলাই মাসে সারদার টাকা ফেরাতে চেয়ে ED-কে চিঠি লিখেছিলেন শতাব্দী রায় ।

কলকাতা, 4 সেপ্টেম্বর : সারদার টাকা ফিরিয়ে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায় । শতাব্দী সহ তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা-নেত্রী সারদা কম্পানির কাছ থেকে বিভিন্ন খাতে টাকা নিয়েছেন বলে অভিযোগ । বিষয়টির তদন্তে নেমে শতাব্দী সহ ওই নেতা-নেত্রীদের জেরায় ডাকে CBI ও ED ।

শতাব্দীর দাবি, তিনি সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন । সেই সূত্রে তিনি সারদার কাছ থেকে কিছু টাকা পেয়েছিলেন । এ নিয়ে তাঁকে কেন্দ্রীয় তদন্ত সংস্থার জেরার মুখে পড়তে হয়েছিল । আজ তিনি সারদার কাছ থেকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে পাওয়া পুরো টাকাটাই ED-কে ফিরিয়ে দিয়েছেন । সূত্রের খবর তিনি কর বাদ দিয়ে ওই টাকা ফিরিয়ে দিয়েছেন ।

2012 সালে মিঠুন চক্রবর্তী সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের পদ ছাড়লে সেই পদ গ্রহণ করেন শতাব্দী রায় । তদন্তকারীদের জেরায় শতাব্দী রায়ের সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়টি সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায় স্বীকার করে নেন । জানা গেছে, শতাব্দীর সঙ্গে বার্ষিক প্রায় 50 লাখ টাকার চুক্তি হয়েছিল সারদার । সেই সূত্রেই জিজ্ঞাসাবদ করতে ED-র তরফে জুলাই মাসে তলব করা হয় তৃণমূল সাংসদকে ।

অভিযোগ, শুধু ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়াই নয়, নিজের প্রভাব কাজে লাগিয়ে সারদাকে বেশকিছু সুযোগও পাইয়ে দিয়েছিলেন শতাব্দী । প্রভাব খাটিয়ে সারদা মিডিয়ার ভাইস প্রেসিডেন্ট সোমনাথ দত্তকে রেলওয়ে ইউজ়ার্স কনসাল্টেটিভ কমিটিতে (DRUCC, হাওড়া ব্রাঞ্চ) ঢোকানোর অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে । সাংসদ কোটাতেই তিনি ওই কমিটির সদস্য হয়েছিলেন বলে সূত্রে খবর । এই সব খবর সামনে আসার পর জুলাই মাসে সারদার টাকা ফেরাতে চেয়ে ED-কে চিঠি লিখেছিলেন শতাব্দী রায় ।

Kaithal (Haryana), Sep 04 (ANI): After taking as heavy as Rs 23,000 challan from a Grugram man, Kaithal traffic police slapped a challan of Rs 16,000 to a scooty driver on September 3. The offender had no documents of his scooty and that is why he was penalized with this much amount. His scooty has also been impounded. Higher penalties for traffic violations came into effect from September 01 after the implementation of provisions of the Motor Vehicles (Amendment) Act, 2019.
Last Updated : Sep 4, 2019, 1:56 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.