ETV Bharat / city

Sandhya Mukhopadhyay : সন্ধ্যা মুখোপাধ্যায়ের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড, রয়েছেন অক্সিজেন সাপোর্টে

author img

By

Published : Jan 27, 2022, 1:15 PM IST

Updated : Jan 27, 2022, 3:19 PM IST

গুরুতর অসুস্থ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ৷ বুধবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় (Sandhya Mukhopadhyay is taken to SSKM) ৷ ভর্তি রয়েছেন এসএসকেমএ ৷ তাঁর চিকিৎসায় গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড ৷

Sandhya Mukhopadhyay
গুরুতর অসুস্থ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়

কলকাতা, 27 জানুয়ারি : গুরুতর অসুস্থ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Geetasree Sandhya Mukhopadhyay has fallen Ill) ৷ বৃহস্পতিবার সকালেই বিশিষ্ট এই সঙ্গীতশিল্পীকে গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বর্ষীয়ান গায়িকা উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর বেড ভর্তি রয়েছেন ৷ তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে ৷ ইতিমধ্যেই সুগার পরীক্ষা করা হয়েছে ৷ তাঁকে দেখছেন লাংস স্পেশালিস্ট ডঃ সোমনাথ কুণ্ডু। মেডিকেল বোর্ডে রয়েছেন ক্রিটিক্যাল কেয়ারের প্রধান অসীম কুণ্ডু, মেডিসিন চিকিৎসক নীলাদ্রি সরকার৷

বুধবার রাত থেকেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয় ৷ প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পীর শ্বাসকষ্ট রয়েছে বলেও জানা গিয়েছে ৷ ফুসফুসে সংক্রমণ রয়েছে ৷ তবে শিল্পীর জ্ঞান রয়েছে ৷ গতকাল রাতে বাড়িতে পড়ে যাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ শিল্পীর শারীরিক অবস্থার খোঁজ নিতে গায়িকার মেয়েকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি কিংবদন্তি গায়িকার চিকিৎসায় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷ জানা গিয়েছে, হাসপাতালে আসতে পারেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : পদ্মশ্রী ফেরালেন সন্ধ্যা মুখোপাধ্যায়

'আমার মন সায় দিচ্ছে না ৷ আমার শ্রোতারাই আমার পুরস্কার ৷' ঠিক দু'দিন আগেই এই মর্মে 'পদ্মশ্রী' সম্মান ফিরিয়ে দেন নবতীপর সন্ধ্যা মুখোপাধ্যায় (Legendary Sandhya Mukherjee rejects Padma award) ৷ কেন্দ্রীয় সরকারের আমলাকে জানিয়ে দেন, এই প্রস্তাবে তিনি রাজি নন । 2011 রাজ্য সরকার 'বঙ্গবিভূষণ' সম্মানে সম্মানিত করেছিল প্রবাদপ্রতিম এই শিল্পীকে ৷ 1971 জাতীয় পুরস্কার পেয়েছিলেন উস্তাদ গুলাম আলি খানের শিষ্যা ৷ তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সব মহলে ৷

কলকাতা, 27 জানুয়ারি : গুরুতর অসুস্থ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Geetasree Sandhya Mukhopadhyay has fallen Ill) ৷ বৃহস্পতিবার সকালেই বিশিষ্ট এই সঙ্গীতশিল্পীকে গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বর্ষীয়ান গায়িকা উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর বেড ভর্তি রয়েছেন ৷ তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে ৷ ইতিমধ্যেই সুগার পরীক্ষা করা হয়েছে ৷ তাঁকে দেখছেন লাংস স্পেশালিস্ট ডঃ সোমনাথ কুণ্ডু। মেডিকেল বোর্ডে রয়েছেন ক্রিটিক্যাল কেয়ারের প্রধান অসীম কুণ্ডু, মেডিসিন চিকিৎসক নীলাদ্রি সরকার৷

বুধবার রাত থেকেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয় ৷ প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পীর শ্বাসকষ্ট রয়েছে বলেও জানা গিয়েছে ৷ ফুসফুসে সংক্রমণ রয়েছে ৷ তবে শিল্পীর জ্ঞান রয়েছে ৷ গতকাল রাতে বাড়িতে পড়ে যাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ শিল্পীর শারীরিক অবস্থার খোঁজ নিতে গায়িকার মেয়েকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি কিংবদন্তি গায়িকার চিকিৎসায় সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷ জানা গিয়েছে, হাসপাতালে আসতে পারেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : পদ্মশ্রী ফেরালেন সন্ধ্যা মুখোপাধ্যায়

'আমার মন সায় দিচ্ছে না ৷ আমার শ্রোতারাই আমার পুরস্কার ৷' ঠিক দু'দিন আগেই এই মর্মে 'পদ্মশ্রী' সম্মান ফিরিয়ে দেন নবতীপর সন্ধ্যা মুখোপাধ্যায় (Legendary Sandhya Mukherjee rejects Padma award) ৷ কেন্দ্রীয় সরকারের আমলাকে জানিয়ে দেন, এই প্রস্তাবে তিনি রাজি নন । 2011 রাজ্য সরকার 'বঙ্গবিভূষণ' সম্মানে সম্মানিত করেছিল প্রবাদপ্রতিম এই শিল্পীকে ৷ 1971 জাতীয় পুরস্কার পেয়েছিলেন উস্তাদ গুলাম আলি খানের শিষ্যা ৷ তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সব মহলে ৷

Last Updated : Jan 27, 2022, 3:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.