কলকাতা, 16 জুন : মহামারি পরিস্থিতিতে বাংলা থেকে রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টিল অথরিটি অব ইন্ডিয়ার (SAIL) হেড কোয়ার্টার সরাবেন না ৷ ইস্পাতমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে (Dharmendra Pradhan) চিঠি দিয়ে অনুরোধ করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)। চিঠিতে অমিত মিত্র লেখেন, বাংলা থেকে সেলের কাঁচামাল বিভাগের বিভাগের হেড কোয়ার্টার সরালে করোনা পরিস্থিতিতে বহু মানুষ কাজ হারাবেন । এছাড়াও ক্ষতি হবে রাজ্যের স্টিল প্ল্যান্টগুলিরও ।
চিঠিতে অমিত মিত্র লিখেছেন, মিডিয়া মারফত জানতে পেরে উদ্বিগ্ন হয়েছি, যে সেলের (SAIL) কাঁচামাল বিভাগ (RMD), যেটির হেড কোয়ার্টার কলকাতায় অবস্থিত ৷ সেটিকে কলকাতা থেকে সরানো হবে ৷ এমন সিদ্ধান্ত নিলে মহামারি পরিস্থিতিতে একশোর বেশি কর্মী কাজ হারাবেন ৷ তাঁরা তাঁদের স্ত্রী-সন্তানকে নিয়ে ভয়ংকর সংকটে পড়বেন ৷
এছাড়াও অমিত মিত্র জানিয়েছেন, কেন্দ্রের এই সিদ্ধান্তে চূড়ান্ত সমস্যায় পড়বে রাজ্যের দুই রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থা দুর্গাপুর স্টিল প্লান্ট এবং ইসকো ৷ ভবিষ্যতে এই দুই সংস্থার অস্তিত্ব সংকট হতে পারে বলেও আশঙ্কা রাজ্যের অর্থমন্ত্রীর ৷
আরও পড়ুন: Amit Mitra : রাজ্যের বকেয়া 5 হাজার কোটি মিটিয়ে দিন, নির্মলাকে 4 পাতার চিঠি অমিত মিত্রর
সেলের সঙ্গে সম্পর্কিত রাজ্যের অন্য শিল্প সংস্থাগুলির আয়-ব্যয়ের হিসেব দিয়ে অমিত মিত্র কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি আরএমডি-র হেড কোয়ার্টার কলকাতা থেকে সরানো হলে কাজ হারাবেন বহু কর্মী ৷ এই সঙ্গে অদূর ভবিষ্যতে ক্ষতির মুখে পড়বে রাজ্যের একাধিক শিল্প সংস্থা ৷