ETV Bharat / city

Bidhannagar Corporation Election 2022 : বিধাননগরে প্রার্থী হচ্ছেন সব্যসাচী, তালিকায় রয়েছেন কৃষ্ণাও - কৃষ্ণা চক্রবর্তী

আসন্ন বিধানননগর পৌর নির্বাচনে (Bidhannagar Corporation Election 2022) সব্যসাচী দত্ত ও কৃষ্ণা চক্রবর্তীকে প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস ৷ বৃহস্পতিবার কালীঘাটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷অর্থাৎ সব্যসাচীকে প্রত্যাবর্তনের পুরস্কার দিচ্ছে তৃণমূল ৷

both sabyasachi dutta and krishna chakraborty ar in the tmc candidate list of bidhannagar corporation election 2022
Bidhannagar Corporation Election 2022 : বিধাননগরে প্রার্থী হচ্ছেন সব্যসাচী, তালিকায় রয়েছেন কৃষ্ণাও
author img

By

Published : Dec 30, 2021, 9:15 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর : একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখালেও নির্বাচনের পর আবার 'ঘর ওপাসি' হয়েছে বিধাননগর পৌরনিগমের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের (Sabyasachi Dutta) ৷ আসন্ন বিধাননগর পৌর নির্বাচনে (Bidhannagar Corporation Election 2022) তাঁকেই আবার প্রার্থী (TMC Candidate List) করছে দল ৷ যদিও তাঁর ফের তৃণমূলে যোগদান নিয়ে বিধাননগরের বিধায়ক সুজিত বসুর আপত্তি ছিল ৷ তবে সেই আপত্তি ধোপে টেকেনি ৷ আর এবার সুজিতের অস্বস্তি বাড়িয়ে সেই সব্যসাচী দত্তকেই বিধাননগর পৌরভোটে প্রার্থী করছে তৃণমূল নেতৃত্ব ৷

আরও পড়ুন : Siliguri Corporation Poll 2022 : শিলিগুড়ি মডেলের ইতি, আলাদা আলাদা প্রার্থী ঘোষণা বাম-কংগ্রেসের

বৃহস্পতিবার সন্ধ্যায় কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠকে বসেছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিম ৷ সেখানেই সব্যসাচীকে প্রার্থী করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ৷ একইসঙ্গে প্রার্থী করা হচ্ছে বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তীকেও (Krishna Chakraborty) ৷ একইভাবে প্রার্থী হচ্ছেন তাপস চট্টোপাধ্যায়ের মেয়েও ৷ তবে নির্বাচনের আগে কাউকেই মেয়র পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হচ্ছে না ৷

অন্যদিকে, শিলিগুড়ি পৌরনিগমের ক্ষেত্রে দল প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের নেতৃত্বে লড়াই করবে বলে স্থির করা হয়েছে ৷ সূত্রের খবর, আসন্ন পৌর নির্বাচনে মানুষের কাছে গ্রহণযোগ্য এবং স্বচ্ছ ভাবমূর্তির অভিজ্ঞ মুখকেই গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ তবে যেহেতু বিধাননগর পৌরভোটের প্রার্থীতালিকায় সব্যসাচীর নাম বর্তমান, তাই দলের অন্দরের দ্বন্দ্ব পুরোপুরি মিটিয়ে ভোটের লড়াই শুরু হচ্ছে, এমনটা বলা যায় না ৷ তৃণমূলের একটা অংশ ঘনিষ্ঠমহলে এ কথা বলতে শুরু করেছে যে, বিজেপিত্যাগের পুরস্কার হিসাবেই আবার সব্যসাচীকে প্রার্থী করছে দল ৷

আরও পড়ুন : SMC Election 2022 : শংকর ঘোষকে সামনে রেখে শিলিগুড়ি দখলের স্বপ্ন বিজেপির

আবার অপর অংশের মত হল, দীর্ঘদিনের অভিজ্ঞতা উপেক্ষা করে সব্যসাচীকে প্রার্থী না-করলে হয়তো বিধাননগরে বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হত ৷ আর সেই কারণেই আবার সব্যসাচী দত্তকে প্রার্থী করেছেন দলনেত্রী ৷ তবে কলকাতা পৌর নির্বাচনের মতোই বিধাননগরের পৌরভোটে কাউকে মুখ না করায় ভোটের আগে অন্তত গোষ্ঠীদ্বন্দ্বের ছবি চাপা দেওয়া সম্ভব হবে ৷ এমনটাই মনে করছে ওয়াকিবহালমহল ৷

কলকাতা, 30 ডিসেম্বর : একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখালেও নির্বাচনের পর আবার 'ঘর ওপাসি' হয়েছে বিধাননগর পৌরনিগমের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের (Sabyasachi Dutta) ৷ আসন্ন বিধাননগর পৌর নির্বাচনে (Bidhannagar Corporation Election 2022) তাঁকেই আবার প্রার্থী (TMC Candidate List) করছে দল ৷ যদিও তাঁর ফের তৃণমূলে যোগদান নিয়ে বিধাননগরের বিধায়ক সুজিত বসুর আপত্তি ছিল ৷ তবে সেই আপত্তি ধোপে টেকেনি ৷ আর এবার সুজিতের অস্বস্তি বাড়িয়ে সেই সব্যসাচী দত্তকেই বিধাননগর পৌরভোটে প্রার্থী করছে তৃণমূল নেতৃত্ব ৷

আরও পড়ুন : Siliguri Corporation Poll 2022 : শিলিগুড়ি মডেলের ইতি, আলাদা আলাদা প্রার্থী ঘোষণা বাম-কংগ্রেসের

বৃহস্পতিবার সন্ধ্যায় কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠকে বসেছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিম ৷ সেখানেই সব্যসাচীকে প্রার্থী করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ৷ একইসঙ্গে প্রার্থী করা হচ্ছে বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তীকেও (Krishna Chakraborty) ৷ একইভাবে প্রার্থী হচ্ছেন তাপস চট্টোপাধ্যায়ের মেয়েও ৷ তবে নির্বাচনের আগে কাউকেই মেয়র পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হচ্ছে না ৷

অন্যদিকে, শিলিগুড়ি পৌরনিগমের ক্ষেত্রে দল প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের নেতৃত্বে লড়াই করবে বলে স্থির করা হয়েছে ৷ সূত্রের খবর, আসন্ন পৌর নির্বাচনে মানুষের কাছে গ্রহণযোগ্য এবং স্বচ্ছ ভাবমূর্তির অভিজ্ঞ মুখকেই গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ তবে যেহেতু বিধাননগর পৌরভোটের প্রার্থীতালিকায় সব্যসাচীর নাম বর্তমান, তাই দলের অন্দরের দ্বন্দ্ব পুরোপুরি মিটিয়ে ভোটের লড়াই শুরু হচ্ছে, এমনটা বলা যায় না ৷ তৃণমূলের একটা অংশ ঘনিষ্ঠমহলে এ কথা বলতে শুরু করেছে যে, বিজেপিত্যাগের পুরস্কার হিসাবেই আবার সব্যসাচীকে প্রার্থী করছে দল ৷

আরও পড়ুন : SMC Election 2022 : শংকর ঘোষকে সামনে রেখে শিলিগুড়ি দখলের স্বপ্ন বিজেপির

আবার অপর অংশের মত হল, দীর্ঘদিনের অভিজ্ঞতা উপেক্ষা করে সব্যসাচীকে প্রার্থী না-করলে হয়তো বিধাননগরে বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হত ৷ আর সেই কারণেই আবার সব্যসাচী দত্তকে প্রার্থী করেছেন দলনেত্রী ৷ তবে কলকাতা পৌর নির্বাচনের মতোই বিধাননগরের পৌরভোটে কাউকে মুখ না করায় ভোটের আগে অন্তত গোষ্ঠীদ্বন্দ্বের ছবি চাপা দেওয়া সম্ভব হবে ৷ এমনটাই মনে করছে ওয়াকিবহালমহল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.