ETV Bharat / city

বউবাজার দুর্ঘটনা : ক্ষতিগ্রস্ত পরিবারপিছু 5 লাখ দেবে মেট্রো

KMRCL-এর জেনেরাল ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেশন এ কে নন্দী জানান, KMRCL সব সময় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে আছে । তাদের সবরকম সাহায্য করা হবে সংস্থার তরফে ।

বাড়িতে ফাটল
author img

By

Published : Sep 6, 2019, 5:09 AM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর : কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (KMRCL) পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার পিছু 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত ৷ সম্প্রতি ইস্ট-ওয়েস্ট মেট্রো টানেলের কাজের জন্য বউবাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাঁকরাপাড়া লেন এলাকায় ভেঙে পড়ে বেশ কয়েকটি বাড়ি ৷ ঘরছাড়া প্রায় 350টি পরিবার ৷ ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করতেই মেট্রোর এই সিদ্ধান্ত ৷

গতকাল দফায় দফায় বৈঠক চলে KMRCL-র দপ্তরে । বেলা 12 টার সময় সংস্থার কোর কমিটির বৈঠক হয় । সেখানে ক্ষতিপূরণের অর্থ, ক্ষতিগ্রস্ত পরিবারদের বাড়ি ভাড়া এবং বাড়ি ভাড়ার জন্য কত বরাদ্দ করা হবে এই সব বিষয়গুলি নিয়ে আলোচনা হয় ৷ এরপর দুপুর 3টে নাগাদ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে KMRCL কর্তৃপক্ষ । বৈঠক শেষে KMRCL-এর জেনেরাল ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেশন এ কে নন্দী বলেন," যেসব পরিবারকে বাড়ি খালি করতে বলা হয়েছে তাদের পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ।" তিনি আরও জানান, KMRCL সব সময় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে আছে । তাদের সব রকম সাহায্য করা হবে সংস্থার তরফে । বলেন, "যে সমস্ত বাড়ি ভেঙে পড়েছে বা যে বাড়িগুলিতে ফাটল দেখা দিয়েছে সেগুলি মেরামত করে দেওয়া হবে ৷ বিশেষজ্ঞরা যে বাড়িগুলিকে বিপজ্জজনক বলে চিহ্নিত করেছেন সেগুলিরও মেরামত করা হবে ৷ বাড়ি তৈরি ও মেরামতের কাজ শেষ হলে বিশেষজ্ঞ দল এসে পুনরায় বাড়িগুলি পরিদর্শন করবে ৷"

ইতিমধ্যে ঘরছাড়া পরিবারগুলিকে বিভিন্ন হোটেল ও গেস্ট হাউজ়ে রাখা হয়েছে ৷ তাদের পুরো খরচ বহন করবে KMRCL ৷ বাড়ি মেরামতের জন্য যদি বাড়তি সময় লাগে তবে তাদের ভাড়া বাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে সংস্থার তরফে ।

অন্যদিকে গতকাল সকাল থেকেই ওই এলাকায় মাটি ফুটো করে মেশিনের সাহায্যে সিমেন্ট, সোডিয়াম, সিলিকেট ও অন্যান্য কেমিকেল দিয়ে গ্রাউটিং-এর কাজ শুরু হয়েছে । কর্মরত এক ইঞ্জিনিয়র বলেন, "ওপরের মাটি ধসে যাওয়ায় নিচের অংশ নরম হয়ে গেছে ৷ ভেতরে কংক্রিট ঢুকিয়ে মাটিকে জমিয়ে শক্ত করার কাজ চলছে ।"

কলকাতা, 6 সেপ্টেম্বর : কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের (KMRCL) পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার পিছু 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত ৷ সম্প্রতি ইস্ট-ওয়েস্ট মেট্রো টানেলের কাজের জন্য বউবাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাঁকরাপাড়া লেন এলাকায় ভেঙে পড়ে বেশ কয়েকটি বাড়ি ৷ ঘরছাড়া প্রায় 350টি পরিবার ৷ ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করতেই মেট্রোর এই সিদ্ধান্ত ৷

গতকাল দফায় দফায় বৈঠক চলে KMRCL-র দপ্তরে । বেলা 12 টার সময় সংস্থার কোর কমিটির বৈঠক হয় । সেখানে ক্ষতিপূরণের অর্থ, ক্ষতিগ্রস্ত পরিবারদের বাড়ি ভাড়া এবং বাড়ি ভাড়ার জন্য কত বরাদ্দ করা হবে এই সব বিষয়গুলি নিয়ে আলোচনা হয় ৷ এরপর দুপুর 3টে নাগাদ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে KMRCL কর্তৃপক্ষ । বৈঠক শেষে KMRCL-এর জেনেরাল ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেশন এ কে নন্দী বলেন," যেসব পরিবারকে বাড়ি খালি করতে বলা হয়েছে তাদের পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ।" তিনি আরও জানান, KMRCL সব সময় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে আছে । তাদের সব রকম সাহায্য করা হবে সংস্থার তরফে । বলেন, "যে সমস্ত বাড়ি ভেঙে পড়েছে বা যে বাড়িগুলিতে ফাটল দেখা দিয়েছে সেগুলি মেরামত করে দেওয়া হবে ৷ বিশেষজ্ঞরা যে বাড়িগুলিকে বিপজ্জজনক বলে চিহ্নিত করেছেন সেগুলিরও মেরামত করা হবে ৷ বাড়ি তৈরি ও মেরামতের কাজ শেষ হলে বিশেষজ্ঞ দল এসে পুনরায় বাড়িগুলি পরিদর্শন করবে ৷"

ইতিমধ্যে ঘরছাড়া পরিবারগুলিকে বিভিন্ন হোটেল ও গেস্ট হাউজ়ে রাখা হয়েছে ৷ তাদের পুরো খরচ বহন করবে KMRCL ৷ বাড়ি মেরামতের জন্য যদি বাড়তি সময় লাগে তবে তাদের ভাড়া বাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে সংস্থার তরফে ।

অন্যদিকে গতকাল সকাল থেকেই ওই এলাকায় মাটি ফুটো করে মেশিনের সাহায্যে সিমেন্ট, সোডিয়াম, সিলিকেট ও অন্যান্য কেমিকেল দিয়ে গ্রাউটিং-এর কাজ শুরু হয়েছে । কর্মরত এক ইঞ্জিনিয়র বলেন, "ওপরের মাটি ধসে যাওয়ায় নিচের অংশ নরম হয়ে গেছে ৷ ভেতরে কংক্রিট ঢুকিয়ে মাটিকে জমিয়ে শক্ত করার কাজ চলছে ।"

Intro:কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কে এম আর সি এল)-এর কাজের জন্য দুর্গা পিতুরি লেন তথা বউবাজার এলাকার যে বাড়িগুলি ভেঙে পড়েছে সেই পরিবারগুলিকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানাল সংস্থা।Body:বৃহস্পতিবার দফায় দফায় বৈঠক চলে কে এম আর সি এল এর দপ্তরে। বেলা 12টার সময় সংস্থার কোর কমিটির বৈঠক হয়। সেখানে ক্ষতিপূরণের অর্থ তথা ক্ষতিগ্রস্ত পরিবারদের বাড়ি ভাড়া দেওয়া হবে এবং বাড়ি ভাড়ার জন্য কত বরাদ্দ করা হবে এই সব বিষয়গুলি নিয়ে আলোচনা হয়।

এরপর দুপুর 3 টের সময় কে এম আর সি এল এর কতৃপক্ষ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সারেন। বৈঠকের পরেই তাঁরা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানান। কে এম আর সি এম এর অ্যাডমিনিস্ট্রেশনের জেনারেল ম্যানেজার এ কে নন্দী বলেন, "যেসব পরিবারকে বাড়ি খালি করতে বলা হয়েছে সেইসব পরিবারগুলিকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।"

পাশাপাশি তিনি আরও জানান কে এম আর সি এল সব সময় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে রয়েছে। তাদের সব রকম ভাবে সাহায্য করবে সংস্থা। এছাড়াও তিনি বলেন যেসব বাড়ি ভেঙে পড়েছে বা যেসব বাড়িতে ফাটল দেখা গিয়েছে সেই বাড়িগুকিকে মেরামত করে দেওয়া হবে। এমনকি বিশেষজ্ঞরা যেই বাড়িগুলিকে বিপদজনক বলে চিহ্নিত করেছেন সেগুলিকে মেরামত করে দেওয়া হবে। বাড়ি তৈরি ও মেরামতের কাজ সম্পন্ন হলে বিশেষজ্ঞদের দল এসে পুনরায় বাড়িগুলি পরিদর্শন করবেন বলে জানান এ কে নন্দী।

যেসব পরিবারগুলিক নিজেদের বাড়ি খালি করিয়ে বিভিন্ন হোটেল ও গেস্ট হাউজে রাকা হয়েছে তাঁদের পুরো খরচ বহন করবে কে এম আর সি এল। বাড়ি মেরামতের জন্য যদি বাড়তি সময় লাগে তবে তাঁদের বাড়ি ভাড়া করে দেবে সংস্থা। পুরো খরচায় সংস্থা বহন করবে।Conclusion:অন্যদিকে বৃহস্পতিবার সকাল থেকেই বৌবাজারে দুর্গা পিতুরি লেন ও গৌর দেয় লেনের মাটি ফুটো করে মেশিনের সাহায্যে সিমেন্ট, সোডিয়াম, সিলিকেট তথা অন্যান্য কেমিকেল দিয়ে গ্রাউটিংয়ের কাজ চলছে। কর্মরত এক ইঞ্জিনিয়ার বলেন ওপরের মাটি ধসে যাওয়ার কারণে যে নিচের অংশ নরম হয়ে গেছে তার ভেতরে কংক্রিট ঢুকিয়ে মাটিকে জমিয়ে শক্ত করার কাজ চলছে।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.