ETV Bharat / city

Rupankar Seeks Apology : গুছিয়ে বলতে না পারাতেই বিতর্ক, ব্যাখ্যা রূপঙ্করের

শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে একটি বিবৃতি পাঠ করেন সঙ্গীত শিল্পী রূপঙ্কর ৷ সেখানে তাঁর ফেসবুক লাইভে বলা কথাগুলির ব্য়াখ্যা দেওয়ার চেষ্টা করেন ৷ তাঁর দাবি, সেদিনের সেই লাইভে গুছিয়ে বলতে না পারাতেই বিতর্ক তৈরি হয়েছে (Rupankar Reacts about His Remarks on KK) ৷

rupankar-reacts-about-his-remarks-on-kk
Rupankar Seeks Apology : গুছিয়ে বলতে না পারাতেই বিতর্ক, ব্যাখ্যা রূপঙ্করের
author img

By

Published : Jun 3, 2022, 9:39 PM IST

কলকাতা, 3 জুন : প্রয়াত সঙ্গীতশিল্পী কে কে-র পরিবারের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন রূপঙ্কর বাগচী (Rupankar Seeks Apology from Family of KK) ৷ বাংলার এই সঙ্গীত শিল্পী জানিয়েছেন, তাঁর যে ফেসবুক ভিডিয়োটি নিয়ে এত বিতর্ক শুরু হয়েছে, সেটিও তিনি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দিয়েছেন (Rupankar Deletes His Controversial Facebook Live) ৷

শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জাতীয় পুরস্কার পাওয়া এই গায়ক ৷ তবে তিনি সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি ৷ শুধু নিজের বিবৃতিটুকু পাঠ করেই মঞ্চ ছাড়েন ৷

ওই বিবৃতিতে তিনি লিখেছেন, ‘‘আমার সঙ্গীত জীবনে এইরকম বিভীষিকার মুখোমুখি হতে হবে ভাবিনি ৷’’ এর জেরে তিনি ও তাঁর পরিবার মানসিক নিপীড়নের মধ্য় দিয়ে যাচ্ছেন বলেও শিল্পীর দাবি ৷ তাঁর ব্যাখ্যা, ‘‘মুহূর্তের অসতর্কতা যে এমন গনগনে এবং মারমুখী আবেগ বয়ে আনবে কে জানত ? এত ঘৃণা ৷ এত আক্রোশ ৷ এত বিরুদ্ধতা-- কিন্তু অনেকটাই তৈরি হল আমার বক্তব্য ঠিকমতো গুছিয়ে না বলতে পারার জন্য ৷’’

Rupankar Reacts about His Remarks on KK
সঙ্গীতশিল্পী রূপঙ্করের বিবৃতি

এখানে উল্লেখ করা প্রয়োজন, দিন কয়েক আগে একটি ফেসবুক লাইভ করেন রূপঙ্কর ৷ তাঁর দাবি, বাঙালি শিল্পীদের পক্ষ নিয়ে তিনি তাঁর বক্তব্য তুলে ধরেছিলেন ৷ কিন্তু সেদিন তিনি কিছু বিতর্কিত মন্তব্যও করে ফেলেন সঙ্গীত শিল্পী কে কে সম্পর্কে ৷ কাকতালীয়ভাবে কলকাতায় ওই অনুষ্ঠান করতে এসেই আকস্মিকভাবে মারা যান কে কে (KK Death) ৷ ফলে সমস্ত রাগ গিয়ে পড়ে রূপঙ্করের উপর ৷

এদিন কার্যত সেই বিষয়টি নিয়েই নিজের স্বপক্ষে যুক্তি সাজানোর চেষ্টা করেছেন রূপঙ্কর ৷

আরও পড়ুন : Rupankar Bagchi : কেউ পাশে, কেউ বিপক্ষে ; রূপঙ্করের কেকে মন্তব্যে দু'ভাগ টলিউড

কলকাতা, 3 জুন : প্রয়াত সঙ্গীতশিল্পী কে কে-র পরিবারের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন রূপঙ্কর বাগচী (Rupankar Seeks Apology from Family of KK) ৷ বাংলার এই সঙ্গীত শিল্পী জানিয়েছেন, তাঁর যে ফেসবুক ভিডিয়োটি নিয়ে এত বিতর্ক শুরু হয়েছে, সেটিও তিনি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দিয়েছেন (Rupankar Deletes His Controversial Facebook Live) ৷

শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জাতীয় পুরস্কার পাওয়া এই গায়ক ৷ তবে তিনি সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি ৷ শুধু নিজের বিবৃতিটুকু পাঠ করেই মঞ্চ ছাড়েন ৷

ওই বিবৃতিতে তিনি লিখেছেন, ‘‘আমার সঙ্গীত জীবনে এইরকম বিভীষিকার মুখোমুখি হতে হবে ভাবিনি ৷’’ এর জেরে তিনি ও তাঁর পরিবার মানসিক নিপীড়নের মধ্য় দিয়ে যাচ্ছেন বলেও শিল্পীর দাবি ৷ তাঁর ব্যাখ্যা, ‘‘মুহূর্তের অসতর্কতা যে এমন গনগনে এবং মারমুখী আবেগ বয়ে আনবে কে জানত ? এত ঘৃণা ৷ এত আক্রোশ ৷ এত বিরুদ্ধতা-- কিন্তু অনেকটাই তৈরি হল আমার বক্তব্য ঠিকমতো গুছিয়ে না বলতে পারার জন্য ৷’’

Rupankar Reacts about His Remarks on KK
সঙ্গীতশিল্পী রূপঙ্করের বিবৃতি

এখানে উল্লেখ করা প্রয়োজন, দিন কয়েক আগে একটি ফেসবুক লাইভ করেন রূপঙ্কর ৷ তাঁর দাবি, বাঙালি শিল্পীদের পক্ষ নিয়ে তিনি তাঁর বক্তব্য তুলে ধরেছিলেন ৷ কিন্তু সেদিন তিনি কিছু বিতর্কিত মন্তব্যও করে ফেলেন সঙ্গীত শিল্পী কে কে সম্পর্কে ৷ কাকতালীয়ভাবে কলকাতায় ওই অনুষ্ঠান করতে এসেই আকস্মিকভাবে মারা যান কে কে (KK Death) ৷ ফলে সমস্ত রাগ গিয়ে পড়ে রূপঙ্করের উপর ৷

এদিন কার্যত সেই বিষয়টি নিয়েই নিজের স্বপক্ষে যুক্তি সাজানোর চেষ্টা করেছেন রূপঙ্কর ৷

আরও পড়ুন : Rupankar Bagchi : কেউ পাশে, কেউ বিপক্ষে ; রূপঙ্করের কেকে মন্তব্যে দু'ভাগ টলিউড

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.