ETV Bharat / city

Ruby More : রুবির মোড় শীঘ্রই হচ্ছে 'রবির মোড়', নয়া নামকরণের প্রক্রিয়া শুরুর নির্দেশ মেয়রের

author img

By

Published : May 9, 2022, 11:02 PM IST

শহরের বিখ্যাত রুবির মোড়ে নাম বদলে হচ্ছে নামকরণ হচ্ছে রবি ঠাকুরের নামে (Ruby More is all set rename as Rabi More) ৷ বিশ্বকবির 161তম জন্মদিনে শহরে জনপ্রিয় রাস্তার নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়াকরণ শুরুর কথা ঘোষণা করলেন মহানাগরিক ফিরহাদ হাকিম ৷

Ruby More
রুবির মোড় শীঘ্রই হচ্ছে 'রবির মোড়', নয়া নামকরণের প্রক্রিয়া শুরুর নির্দেশ মেয়রের

কলকাতা, 9 মে : বেশ কিছুদিন হল কলকাতার বাইরে রয়েছেন ৷ শহরে ফেরার পর কোনও কাজ নিয়ে বাইপাসগামী বাসে উঠেছেন ৷ শুনলেন কন্ডাক্টরকে কেউ বলছে রবির মোড় যাব ৷ আপনার মনে হতেই পারে রুবির মোড়কে রবির মোড় বলে ভুল করছেন ভদ্রলোক ৷ আজ্ঞে না, এমনটা মনে করলে ভুলটা আপনি করছেন ৷ কারণ শহরের বিখ্যাত রুবির মোড়ে নাম বদলে হচ্ছে নামকরণ হচ্ছে রবি ঠাকুরের নামে (Ruby More is all set rename as Rabi More) ৷ বিশ্বকবির 161তম জন্মদিনে শহরে জনপ্রিয় রাস্তার নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়াকরণ শুরুর কথা ঘোষণা করলেন মহানাগরিক ফিরহাদ হাকিম ৷

সোমবার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস লাগোয়া 108 নম্বর ওয়ার্ডে প্রবেশের মুখেই বসল রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তি। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম উন্মোচন করলেন সেটা। অনুষ্ঠানেই শহরের মেয়রকে সঙ্গীতশিল্পী সৈকত মিত্র, সুরজিৎ আবেদন করেন রুবির মোড়ের নাম বদলে যাতে "রবির মোড়" রাখা। কারণ যেহেতু হাসপাতালের নামে নামকরণ এবং সন্নিকটে আরও অনেক হাসপাতাল রয়েছে, তাই রুবির মোড়কে কখনও ডিসানের মোড়ও বলে আবার কখনও অন্য হাসপাতালের নামে ডেকে বসেন কলকাতার বাইরে থেকে আসা মানুষজন ৷ সেই সমস্যার স্থায়ী সমাধান চেয়ে সঙ্গীতশিল্পীদের সুরেই এদিন সুর মেলান স্থানীয় অধিবাসীরা ৷ সকলের আবদার মেনেও নেন ফিরহাদ হাকিম।

Ruby More
রুবির মোড় সংলগ্ন এলাকায় রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে মেয়র

আরও পড়ুন : 'এখনও আমার দুঃখ হয়', নোবেল চুরি প্রসঙ্গে আক্ষেপ মমতার

কলকাতার মহানাগরিক জানান, তিনি 12 নম্বর বরোর চেয়ারম্যান সুশান্ত ঘোষকে এ বিষয়ে বলবেন সিদ্ধান্ত নিয়ে এই মর্মে একটি রেজলিউশন পৌরনিগমে জমা দিতে ৷ তারপর মহানাগরিক নিজেই রাস্তার নামকরণ কমিটিকে সেই রেজলিউশন জমা দিয়ে দেবেন বলে আশ্বাস প্রদান করেন ৷ এরপর রুবির মোড় 'রবির মোড়' হতে আর কোনও বাধা থাকবে না ৷ মেয়রের নির্দেশমত অনুষ্ঠানে উপস্থিত বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষ বলেন, "পরের বরো কমিটির বৈঠকে বিষয়টি প্রস্তাব করা হবে। সেই প্রস্তাব সকল পৌরপ্রতিনিধির সমর্থনে আমরা মেয়রের কাছে জমা দেব। তারপর যা নিয়মমাফিক করণীয় সেটাই মেয়র করবেন।"

কলকাতা, 9 মে : বেশ কিছুদিন হল কলকাতার বাইরে রয়েছেন ৷ শহরে ফেরার পর কোনও কাজ নিয়ে বাইপাসগামী বাসে উঠেছেন ৷ শুনলেন কন্ডাক্টরকে কেউ বলছে রবির মোড় যাব ৷ আপনার মনে হতেই পারে রুবির মোড়কে রবির মোড় বলে ভুল করছেন ভদ্রলোক ৷ আজ্ঞে না, এমনটা মনে করলে ভুলটা আপনি করছেন ৷ কারণ শহরের বিখ্যাত রুবির মোড়ে নাম বদলে হচ্ছে নামকরণ হচ্ছে রবি ঠাকুরের নামে (Ruby More is all set rename as Rabi More) ৷ বিশ্বকবির 161তম জন্মদিনে শহরে জনপ্রিয় রাস্তার নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়াকরণ শুরুর কথা ঘোষণা করলেন মহানাগরিক ফিরহাদ হাকিম ৷

সোমবার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস লাগোয়া 108 নম্বর ওয়ার্ডে প্রবেশের মুখেই বসল রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তি। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম উন্মোচন করলেন সেটা। অনুষ্ঠানেই শহরের মেয়রকে সঙ্গীতশিল্পী সৈকত মিত্র, সুরজিৎ আবেদন করেন রুবির মোড়ের নাম বদলে যাতে "রবির মোড়" রাখা। কারণ যেহেতু হাসপাতালের নামে নামকরণ এবং সন্নিকটে আরও অনেক হাসপাতাল রয়েছে, তাই রুবির মোড়কে কখনও ডিসানের মোড়ও বলে আবার কখনও অন্য হাসপাতালের নামে ডেকে বসেন কলকাতার বাইরে থেকে আসা মানুষজন ৷ সেই সমস্যার স্থায়ী সমাধান চেয়ে সঙ্গীতশিল্পীদের সুরেই এদিন সুর মেলান স্থানীয় অধিবাসীরা ৷ সকলের আবদার মেনেও নেন ফিরহাদ হাকিম।

Ruby More
রুবির মোড় সংলগ্ন এলাকায় রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে মেয়র

আরও পড়ুন : 'এখনও আমার দুঃখ হয়', নোবেল চুরি প্রসঙ্গে আক্ষেপ মমতার

কলকাতার মহানাগরিক জানান, তিনি 12 নম্বর বরোর চেয়ারম্যান সুশান্ত ঘোষকে এ বিষয়ে বলবেন সিদ্ধান্ত নিয়ে এই মর্মে একটি রেজলিউশন পৌরনিগমে জমা দিতে ৷ তারপর মহানাগরিক নিজেই রাস্তার নামকরণ কমিটিকে সেই রেজলিউশন জমা দিয়ে দেবেন বলে আশ্বাস প্রদান করেন ৷ এরপর রুবির মোড় 'রবির মোড়' হতে আর কোনও বাধা থাকবে না ৷ মেয়রের নির্দেশমত অনুষ্ঠানে উপস্থিত বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষ বলেন, "পরের বরো কমিটির বৈঠকে বিষয়টি প্রস্তাব করা হবে। সেই প্রস্তাব সকল পৌরপ্রতিনিধির সমর্থনে আমরা মেয়রের কাছে জমা দেব। তারপর যা নিয়মমাফিক করণীয় সেটাই মেয়র করবেন।"

For All Latest Updates

TAGGED:

Ruby More
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.