কলকাতা, 3 ফেব্রুয়ারি: 2024 সালের লোকসভা নির্বাচন শুধু বঙ্গ বিজেপির নিজস্ব সংগঠনের উপর ভরসা করা যাচ্ছে না। তাই এবার গোপনে এরাজ্যে সংগঠনের কাজ শুরু করছে আরএসএস (RSS Take Responsibility in WB)। ফের পর্দার আড়ালে থেকেই রাজ্যজুড়ে সংগঠনের কাজ শুরু করতে চাইছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (RSS)।
আরএসএস সূত্রে খবর, রাজ্যজুড়েই আরএসএস নতুন করে সদস্যপদ তৈরি করতে রাস্তায় নামছে তারা। জেলায় জেলায় নতুন করে সদস্যপদ তৈরির কাজ শুরু হচ্ছে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে এই কাজ হবে। 31 জানুয়ারি 2 দিনের সফরে রাজ্যে আসেন সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। এই বৈঠকেই চূড়ান্ত হয় একাধিক কর্মসূচি। সূত্রের দাবি, তৃণমূলের চাপে গোপনে বুথ, জেলা ও মণ্ডলস্তরে আরএসএস-এর সাংগঠনিক কাজ শুরু হচ্ছে। আর এই বিষয়ে কলকাতায় কেশবভবনে বৈঠকে মোহন ভাগবত আরএসএস নেতৃত্বেকে এই বিষয়ে কড়া বার্তা দিয়েছেন।
আরও পড়ুন: নতুন বিস্তারক নিয়োগ করবে রাজ্য বিজেপি
বর্তমানে আরএসএস-এর সংগঠনের কী অবস্থা ? সূত্রের খবর, উত্তরবঙ্গে আরএসএস-এর সংগঠনের অবস্থা খুব ভাল। তবে, দক্ষিণবঙ্গে সংগঠনের অবস্থা খুবই খারাপ। কলকাতা, দুই 24 পরগনা, হাওড়া, হুগলিতে সংগঠনের কোনও অগ্রগতি নেই সাম্প্রতিককালে। সারা রাজ্যেই তৃণমূলে চাপে, আরএসএস-এর কাজ খুব গোপনে করতে হচ্ছে। তবে, 2021 সালের 2 মের পর সেইভাবে বড় কোনও আরএসএস-এর কর্মসূচি নেওয়া যায়নি। দলীয় সূত্রে খবর, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর আরএসএস-এর নতুন সদস্যপদ তৈরির কাজে সেইভাবে সাফল্য আসেনি। প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় দু'দিনের সফর শেষে কলকাতা থেকে নাগপুর ফিরে গিয়েছেন মোহন ভগবত। আগামী 11 ফেব্রুয়ারি শিলিগুড়িতে ফের তিনদিনের সফরে আসছেন সঙ্ঘের প্রধান। ওই সময় উত্তর ও দক্ষিণবঙ্গের জেলা ও রাজ্যস্তরের প্রচারক ও সাধারণ সম্পাদকদের একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে সঙ্ঘ। সেই উপলক্ষ্যেই ভাগবতের এই উত্তরবঙ্গ সফর। অন্যবারের মতো এবারের সফরে সঙ্ঘের সর্বভারতীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক ছাড়া সমাজের কোনও বিশিষ্টজনের সাক্ষাৎ হয়নি ভাগবতের।