কলকাতা, 14 ডিসেম্বর : মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েই ইউপিএকে শেষ করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আরএসএস-এর মুখপত্র 'স্বস্তিকা’ পত্রিকায় এই খবর নিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে (RSS Mouthpiece on Modi Mamata Connection) । 6 ডিসেম্বর আরএসএস-এর মুখপত্রে নির্মাল্য মুখোপাধ্যায়ের লেখা একটি প্রতিবেদন প্রকাশিত হয় । সেই লেখায় স্পষ্ট বলা হয়েছে, মোদি-মমতা রহস্য জোটে ফেঁসে সব দল, ভাঙন বিরোধী শিবিরে । এই প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে মমতার কাছে দিল্লি আর মোদি দূর অস্ত । অথচ সোনিয়া তাঁর নাগালের মধ্যে । তাই নিভু নিভু কংগ্রেসের কফিনে শেষ পেরেক পুঁততে ও প্রদীপ জ্বালাতে মমতা আসরে নেমেছেন ।
গোয়া, ত্রিপুরা, হরিয়ানা, উত্তরপ্রদেশ বা বিজেপি শাসিত অন্য রাজ্যেও তাঁর বিজেপিকে টক্কর কেবল নাম-কা-ওয়াস্তে । আসল উদ্দেশ্য কংগ্রেসকে খতম করা । আর এই লেখা বের হতেই সিপিএম ও কংগ্রেস এটিকে হাতিয়ার করে বিজেপি ও তৃণমূলের কড়া সমালোচনা শুরু করেছে । মোদি-মমতার মধ্যে গোপন আঁতাতের যে অভিযোগ তারা করে আসছিল, আরএসএস-এর মুখপত্রে সেটা স্পষ্টভাবে সামনে এল বলে তাদের দাবি।
আরও পড়ুন: বিতর্কের মুখে নারীবিদ্বেষী প্রশ্ন বাতিল সিবিএসই-র, লোকসভায় সরব সোনিয়া
কলকাতা পৌরসভা ভোটের আগেই আরএসএস-এর পত্রিকায় এই লেখা নিয়ে আলোড়ন তৈরি হয়েছে । এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন," রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঙ্ঘ বা আরএসএস একটি অরাজনৈতিক স্বাধীন সংস্থা । দেশজুড়ে সামাজিক কাজ করে । বিজেপি একটি রাজনৈতিক দল । তাই তার মুখপত্রে তারা যেকোনও রাজনৈতিক দলের সমালোচনা করতেই পারে । এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই ৷"