কলকাতা, 14 জানুয়ারি : কীভাবে ঘটল ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনা ? কীভাবে বেলাইন হল বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস (Bikaner Guwahati Express Derails) ? বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এই প্রশ্নগুলির উত্তরের সন্ধান করতে যখন ব্যস্ত গোটা দেশ, ঠিক তখনই আরও একটি প্রশ্ন তুললেন রূপা গঙ্গোপাধ্যায় ৷ ফেসবুকে পোস্ট করে জানতে চাইলেন, ‘‘ট্রেন কি নিজে নিজেই বেলাইন হয় ?’’
রূপা গঙ্গোপাধ্যায় অভিনেত্রী হিসেবে সুনাম অর্জন করেছেন অনেকে ৷ প্রশংসাও কুড়িয়েছেন বহুবার ৷ কিন্তু অধুনা তিনি সবচেয়ে বেশি খবরে আসেন দলের সমালোচনা করে ৷ দল, মানে ভারতীয় জনতা পার্টি ৷ যে দলের মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর দায়িত্ব একসময় তিনি সামলেছেন ৷
স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যে শোরগোল পড়েছে ৷ কেন তিনি এই প্রশ্ন করলেন, তাও আলোচনার বিষয় হয়ে উঠেছে ৷ কারণ, প্রশ্ন করেই থেমে যাননি রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় ৷ বরং লিখেছেন, ’’রেল ট্র্যাক কি বেচারা বোঝে, ভাই, নির্বাচন সামনে, রেল নিয়ে অনেক বছর কোনও বাজে খবর হয়নি ৷’’ এর সঙ্গে তিনি যোগ করেছেন ‘‘মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা ৷’’
তাঁর পোস্টের পর প্রশ্ন উঠতে শুরু করে যে তাহলে কি এই দুর্ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা করছেন তিনি ? যদি সেটা হয়, তাহলে নির্বাচনকে সামনে রেখে কারা এই অন্তর্ঘাত করল ? রূপা গঙ্গোপাধ্যায় যেহেতু ইদানীং দলের সমালোচনা করেন, দলকে কটাক্ষ করেন ৷ তাই এই পোস্ট বিজেপির বিরুদ্ধে বলেই কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছিল ৷
কিন্তু ওই পোস্টের শেষে রূপা গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘‘সিবিআই তদন্ত প্রয়োজন (roopa ganguly demands cbi investigation on Bikaner Guwahati Express Derails) ৷’’ এর থেকেই রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, রূপা আসলে পোস্টটি করেছেন বঙ্গ রাজনীতির বিজেপি বিরোধী শক্তিগুলির বিরুদ্ধে ৷ উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্য়ে ভোট আসন্ন ৷ তাই বিজেপির ভাবমূর্তিকে নষ্ট করতেই এই দুর্ঘটনা ঘটানো হয়েছে ৷
আরও পড়ুন : Bikaner-Guwahati Express Accident : ঝাঁকুনি অনুভব হতেই ব্রেক কষে দি, তারপর দেখি ...
যদিও এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় অন্তর্ঘাতের কোনও তথ্য সামনে আসেনি ৷ ইঞ্জিনে ত্রুটির জন্য দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে ৷ রেলের তরফে তদন্ত শুরু হয়েছে ৷ তার শেষে কী উঠে আসে, এখন সেটাই দেখার !