ETV Bharat / city

Roopa Ganguly on Train Accident : ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের দাবি রূপার - Latest News on Maynaguri Train Accident

রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্য়ায় ৷ ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন ৷ সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন রূপা (roopa ganguly demands cbi investigation on Bikaner Guwahati Express Derails) ৷

roopa ganguly demands cbi investigation on Bikaner Guwahati Express Derails
Roopa Ganguly on Train Accident : ময়নাগুড়ি ট্রেন দর্ঘটনায় সিবিআই তদন্তের দাবি রূপার
author img

By

Published : Jan 14, 2022, 6:38 PM IST

কলকাতা, 14 জানুয়ারি : কীভাবে ঘটল ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনা ? কীভাবে বেলাইন হল বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস (Bikaner Guwahati Express Derails) ? বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এই প্রশ্নগুলির উত্তরের সন্ধান করতে যখন ব্যস্ত গোটা দেশ, ঠিক তখনই আরও একটি প্রশ্ন তুললেন রূপা গঙ্গোপাধ্যায় ৷ ফেসবুকে পোস্ট করে জানতে চাইলেন, ‘‘ট্রেন কি নিজে নিজেই বেলাইন হয় ?’’

রূপা গঙ্গোপাধ্যায় অভিনেত্রী হিসেবে সুনাম অর্জন করেছেন অনেকে ৷ প্রশংসাও কুড়িয়েছেন বহুবার ৷ কিন্তু অধুনা তিনি সবচেয়ে বেশি খবরে আসেন দলের সমালোচনা করে ৷ দল, মানে ভারতীয় জনতা পার্টি ৷ যে দলের মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর দায়িত্ব একসময় তিনি সামলেছেন ৷

স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যে শোরগোল পড়েছে ৷ কেন তিনি এই প্রশ্ন করলেন, তাও আলোচনার বিষয় হয়ে উঠেছে ৷ কারণ, প্রশ্ন করেই থেমে যাননি রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় ৷ বরং লিখেছেন, ’’রেল ট্র্যাক কি বেচারা বোঝে, ভাই, নির্বাচন সামনে, রেল নিয়ে অনেক বছর কোনও বাজে খবর হয়নি ৷’’ এর সঙ্গে তিনি যোগ করেছেন ‘‘মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা ৷’’

তাঁর পোস্টের পর প্রশ্ন উঠতে শুরু করে যে তাহলে কি এই দুর্ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা করছেন তিনি ? যদি সেটা হয়, তাহলে নির্বাচনকে সামনে রেখে কারা এই অন্তর্ঘাত করল ? রূপা গঙ্গোপাধ্যায় যেহেতু ইদানীং দলের সমালোচনা করেন, দলকে কটাক্ষ করেন ৷ তাই এই পোস্ট বিজেপির বিরুদ্ধে বলেই কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছিল ৷

roopa ganguly demands cbi investigation on Bikaner Guwahati Express Derails
রূপা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক পোস্ট

কিন্তু ওই পোস্টের শেষে রূপা গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘‘সিবিআই তদন্ত প্রয়োজন (roopa ganguly demands cbi investigation on Bikaner Guwahati Express Derails) ৷’’ এর থেকেই রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, রূপা আসলে পোস্টটি করেছেন বঙ্গ রাজনীতির বিজেপি বিরোধী শক্তিগুলির বিরুদ্ধে ৷ উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্য়ে ভোট আসন্ন ৷ তাই বিজেপির ভাবমূর্তিকে নষ্ট করতেই এই দুর্ঘটনা ঘটানো হয়েছে ৷

আরও পড়ুন : Bikaner-Guwahati Express Accident : ঝাঁকুনি অনুভব হতেই ব্রেক কষে দি, তারপর দেখি ...

যদিও এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় অন্তর্ঘাতের কোনও তথ্য সামনে আসেনি ৷ ইঞ্জিনে ত্রুটির জন্য দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে ৷ রেলের তরফে তদন্ত শুরু হয়েছে ৷ তার শেষে কী উঠে আসে, এখন সেটাই দেখার !

কলকাতা, 14 জানুয়ারি : কীভাবে ঘটল ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনা ? কীভাবে বেলাইন হল বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস (Bikaner Guwahati Express Derails) ? বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এই প্রশ্নগুলির উত্তরের সন্ধান করতে যখন ব্যস্ত গোটা দেশ, ঠিক তখনই আরও একটি প্রশ্ন তুললেন রূপা গঙ্গোপাধ্যায় ৷ ফেসবুকে পোস্ট করে জানতে চাইলেন, ‘‘ট্রেন কি নিজে নিজেই বেলাইন হয় ?’’

রূপা গঙ্গোপাধ্যায় অভিনেত্রী হিসেবে সুনাম অর্জন করেছেন অনেকে ৷ প্রশংসাও কুড়িয়েছেন বহুবার ৷ কিন্তু অধুনা তিনি সবচেয়ে বেশি খবরে আসেন দলের সমালোচনা করে ৷ দল, মানে ভারতীয় জনতা পার্টি ৷ যে দলের মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর দায়িত্ব একসময় তিনি সামলেছেন ৷

স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যে শোরগোল পড়েছে ৷ কেন তিনি এই প্রশ্ন করলেন, তাও আলোচনার বিষয় হয়ে উঠেছে ৷ কারণ, প্রশ্ন করেই থেমে যাননি রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় ৷ বরং লিখেছেন, ’’রেল ট্র্যাক কি বেচারা বোঝে, ভাই, নির্বাচন সামনে, রেল নিয়ে অনেক বছর কোনও বাজে খবর হয়নি ৷’’ এর সঙ্গে তিনি যোগ করেছেন ‘‘মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা ৷’’

তাঁর পোস্টের পর প্রশ্ন উঠতে শুরু করে যে তাহলে কি এই দুর্ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা করছেন তিনি ? যদি সেটা হয়, তাহলে নির্বাচনকে সামনে রেখে কারা এই অন্তর্ঘাত করল ? রূপা গঙ্গোপাধ্যায় যেহেতু ইদানীং দলের সমালোচনা করেন, দলকে কটাক্ষ করেন ৷ তাই এই পোস্ট বিজেপির বিরুদ্ধে বলেই কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছিল ৷

roopa ganguly demands cbi investigation on Bikaner Guwahati Express Derails
রূপা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক পোস্ট

কিন্তু ওই পোস্টের শেষে রূপা গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘‘সিবিআই তদন্ত প্রয়োজন (roopa ganguly demands cbi investigation on Bikaner Guwahati Express Derails) ৷’’ এর থেকেই রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, রূপা আসলে পোস্টটি করেছেন বঙ্গ রাজনীতির বিজেপি বিরোধী শক্তিগুলির বিরুদ্ধে ৷ উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্য়ে ভোট আসন্ন ৷ তাই বিজেপির ভাবমূর্তিকে নষ্ট করতেই এই দুর্ঘটনা ঘটানো হয়েছে ৷

আরও পড়ুন : Bikaner-Guwahati Express Accident : ঝাঁকুনি অনুভব হতেই ব্রেক কষে দি, তারপর দেখি ...

যদিও এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় অন্তর্ঘাতের কোনও তথ্য সামনে আসেনি ৷ ইঞ্জিনে ত্রুটির জন্য দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে ৷ রেলের তরফে তদন্ত শুরু হয়েছে ৷ তার শেষে কী উঠে আসে, এখন সেটাই দেখার !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.