কলকাতা, 6 ডিসেম্বর : প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বেঁচে থাকলে তাঁকেও সারদা কাণ্ডে জড়ানো হত । সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠি প্রসঙ্গে মত সোমেনপুত্র রোহন মিত্রর । চলতি বছরের অগাস্ট মাসে প্রয়াত হয়েছেন সোমেন মিত্র । তিনি একসময় শাসকদল তৃণমূলের সাংসদ ছিলেন । আজ সোমেন মিত্র জীবিত থাকলে উক্ত চিঠিতে সুদীপ্ত সেন তাঁর নামও অন্তর্ভুক্ত করতেন বলে দাবি সোমেন পুত্রের ।
সুদীপ্ত সেন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে চলতি মাসের 1 তারিখে একটি চিঠি লিখেছেন বলে সূত্রের খবর । যে চিঠির মূল নির্যাস সিপিআইএম এবং কংগ্রেস নেতৃত্ব সুদীপ্ত সেনের সারদা থেকে টাকা নিয়েছিলেন । সেখানে বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির নাম রয়েছে । দু'পাতার এই চিঠিতে অধীর চৌধুরি ছাড়াও সারদা চিটফান্ডের থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার কথা লেখা হয়েছে । পাশাপাশি সুজন চক্রবর্তী, মুকুল রায়, শুভেন্দু অধিকারী সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্বের কথা উল্লেখ রয়েছে । প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রয়াত সোমেন মিত্রের ছেলে রোহন মিত্র বলেন, "2021 সালের নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনীতির বিভিন্ন রূপ দেখতে পাচ্ছি । সংশোধনাগার থেকে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন সুদীপ্ত সেন । সেই চিঠিতে টাকা নেওয়ার কথা লিখলেন অধীর চৌধুরির বিরুদ্ধে । অন্যান্য নেতার নাম রয়েছে সেই তালিকায় । 2013 সালে আমার বাবা তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন । তিনি এখন বেঁচে থাকলে তাঁর নামও উল্লেখ করতেন সুদীপ্ত সেন ।"
আরও পড়ুন : টাকা নিয়েছেন অধীর-সুজন-বিমান? সুদীপ্তর চিঠিতে জল্পনা, চক্রান্তের গন্ধ বিরোধীদের
রোহনের দাবি, সোমেন মিত্র চেয়েছিলেন সারদা, রোজ়ভ্যালির মতো কাণ্ডের তদন্ত করুক সিবিআই । যাতে সাধারণ মানুষের টাকা কোথায় গেছে তা জানা যায় । তিনি আরও বলেন, "আগে বিজেপি বলত যে, সারদার টাকা তৃণমূল নিয়েছে । এখন তৃণমূল সেসব কথা বলছে । এর বিরুদ্ধে আমরা আগামী দিনে প্রতিবাদে সরব হব ।" পাশাপাশি রোহনের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সারদাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত তাঁদের নাম প্রকাশ্যে আসুক ।