ETV Bharat / city

RG কর হাসপাতাল থেকে পালাল বিচারাধীন বন্দী - Kolkata Police

হাসাপাতালের শৌচাগার থেকে পালাল বিচারাধীন বন্দী ৷

হাসাপাতলের শৌচাগার থেকে পালাল ডাকাতি মামলায় অভিযুক্ত৷
author img

By

Published : Aug 20, 2019, 8:39 AM IST

Updated : Aug 20, 2019, 10:09 AM IST

কলকাতা, 20 অগস্ট : হাসপাতালের শৌচাগার থেকে পালাল দমদম সংশোধনাগারে থাকা বিচারাধীন বন্দী ৷ নাম গোলাম হুসেন মণ্ডল ওরফে রাজু মণ্ডল ৷ জেল হেপাজতে অসুস্থ হয়ে পড়ায় তাকে ভরতি করা হয়েছিল কলকাতার RG কর হাসপাতালে ৷ পরে যদিও ধরা পড়ে যায় সে ৷

অশোকনগরের বাসিন্দা রাজুর বিরুদ্ধে ধর্ষণের মামলা ছিল ৷ এছাড়াও অপরাধমূলক ষড়যন্ত্র-সহ ভারতীয় দণ্ডবিধির আরও বেশ কয়েকটি ধারায় মামলার শুনানি চলছিল তার ৷

image
অশোকনগরের বাসিন্দা রাজুর বিরুদ্ধে ধর্ষণের মামলা ছিল

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালের পুরুষ বিভাগে ভর্তি ছিল সে ৷ দেখভালের দায়িত্বে ছিল দু'জন কর্মী ৷ গতরাত 11টা 30 মিনিট নাগাদ শৌচাগারে যায় রাজু ৷ এরপর বারবার ডেকেও সাড়া পাওয়া যায়নি ৷ রটে যায় যে 6 তলার উপরে পাইপের কাছে লুকিয়ে রয়েছে সে । খবর যায় টালা থানায় ৷ সেখানে এসে তন্নতন্ন করে তল্লাশি করে দেখে পুলিশ । হাসপাতাল চত্বর ঘিরে ফেলে খোঁজ চালানো হয় ৷ কিন্তু সেখানেও তার খোঁজ পাওয়া যায়নি । ঘটনাস্থানে আসে দমকল ৷ তারপরও তার খোঁজ পাওয়া যায়নি ৷ শৌচাগারের ভাঙা জানালা দিয়ে পালিয়েছিল সে, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এমনটাই৷

রাত তিনটে নাগাদ বেলগাছিয়া সেতুর কাছে পাকড়াও করা হয় রাজুকে । আজ তাকে শিয়ালদা আদালতে তোলা হবে।

কলকাতা, 20 অগস্ট : হাসপাতালের শৌচাগার থেকে পালাল দমদম সংশোধনাগারে থাকা বিচারাধীন বন্দী ৷ নাম গোলাম হুসেন মণ্ডল ওরফে রাজু মণ্ডল ৷ জেল হেপাজতে অসুস্থ হয়ে পড়ায় তাকে ভরতি করা হয়েছিল কলকাতার RG কর হাসপাতালে ৷ পরে যদিও ধরা পড়ে যায় সে ৷

অশোকনগরের বাসিন্দা রাজুর বিরুদ্ধে ধর্ষণের মামলা ছিল ৷ এছাড়াও অপরাধমূলক ষড়যন্ত্র-সহ ভারতীয় দণ্ডবিধির আরও বেশ কয়েকটি ধারায় মামলার শুনানি চলছিল তার ৷

image
অশোকনগরের বাসিন্দা রাজুর বিরুদ্ধে ধর্ষণের মামলা ছিল

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালের পুরুষ বিভাগে ভর্তি ছিল সে ৷ দেখভালের দায়িত্বে ছিল দু'জন কর্মী ৷ গতরাত 11টা 30 মিনিট নাগাদ শৌচাগারে যায় রাজু ৷ এরপর বারবার ডেকেও সাড়া পাওয়া যায়নি ৷ রটে যায় যে 6 তলার উপরে পাইপের কাছে লুকিয়ে রয়েছে সে । খবর যায় টালা থানায় ৷ সেখানে এসে তন্নতন্ন করে তল্লাশি করে দেখে পুলিশ । হাসপাতাল চত্বর ঘিরে ফেলে খোঁজ চালানো হয় ৷ কিন্তু সেখানেও তার খোঁজ পাওয়া যায়নি । ঘটনাস্থানে আসে দমকল ৷ তারপরও তার খোঁজ পাওয়া যায়নি ৷ শৌচাগারের ভাঙা জানালা দিয়ে পালিয়েছিল সে, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, এমনটাই৷

রাত তিনটে নাগাদ বেলগাছিয়া সেতুর কাছে পাকড়াও করা হয় রাজুকে । আজ তাকে শিয়ালদা আদালতে তোলা হবে।

Intro:আরজি কর হাসপাতাল থেকে পালাল দমদম জেলের আসামী, তোলপাড় হাসপাতাল চত্বর

আরজিকর হাসপাতাল থেকে চিকিৎসাধীন এক আসামীর পালানোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।
ঘটনার পরই গোটা হাসপাতাল চত্বর ঘিরে ফেলা হয় পুলিশের তরফে।
গুজব ওঠে, ৬ তলার ওপরে পাইপের কোণায় লুকিয়ে রয়েছে ওই আসামী।
লাইট, টর্চের আলো ফেলে সেখানেও তল্লাশি করে দেখেন পুলিশ কর্তারা।
কিন্তু সেখানেও মেলেনি পলাতক আসামীকে।
ঘটনাস্থলে আসে দমকল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই আসামীর নাম রাজু মন্ডল।
ডাকাতির কেসের আসামী রাজু।
আরজিকর হাসপাতালের ৬ তলার মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিল।
এদিন রাত সাড়ে ১১টা নাগাদ বাথরুমে যায় রাজু।
অনেক সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও বাথরুম থেকে বেড়িয়ে না আসায় সন্দেহ হয় পুলিশের।
পুলিশ কর্মীরা দেখেন, বাথরুমে নেই রাজু।
বাথরুমের জনালা ভাঙা।
এরপরই খবর যায় টালা থানায়।
পুলিশের তরফে তন্নতন্ন করে খোঁজ চালানো হয় পলাতক আসামীর।Body:আরজি কর হাসপাতাল থেকে পালাল দমদম জেলের আসামী, তোলপাড় হাসপাতাল চত্বর

আরজিকর হাসপাতাল থেকে চিকিৎসাধীন এক আসামীর পালানোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।
ঘটনার পরই গোটা হাসপাতাল চত্বর ঘিরে ফেলা হয় পুলিশের তরফে।
গুজব ওঠে, ৬ তলার ওপরে পাইপের কোণায় লুকিয়ে রয়েছে ওই আসামী।
লাইট, টর্চের আলো ফেলে সেখানেও তল্লাশি করে দেখেন পুলিশ কর্তারা।
কিন্তু সেখানেও মেলেনি পলাতক আসামীকে।
ঘটনাস্থলে আসে দমকল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই আসামীর নাম রাজু মন্ডল।
ডাকাতির কেসের আসামী রাজু।
আরজিকর হাসপাতালের ৬ তলার মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিল।
এদিন রাত সাড়ে ১১টা নাগাদ বাথরুমে যায় রাজু।
অনেক সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও বাথরুম থেকে বেড়িয়ে না আসায় সন্দেহ হয় পুলিশের।
পুলিশ কর্মীরা দেখেন, বাথরুমে নেই রাজু।
বাথরুমের জনালা ভাঙা।
এরপরই খবর যায় টালা থানায়।
পুলিশের তরফে তন্নতন্ন করে খোঁজ চালানো হয় পলাতক আসামীর।Conclusion:আরজি কর হাসপাতাল থেকে পালাল দমদম জেলের আসামী, তোলপাড় হাসপাতাল চত্বর

আরজিকর হাসপাতাল থেকে চিকিৎসাধীন এক আসামীর পালানোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।
ঘটনার পরই গোটা হাসপাতাল চত্বর ঘিরে ফেলা হয় পুলিশের তরফে।
গুজব ওঠে, ৬ তলার ওপরে পাইপের কোণায় লুকিয়ে রয়েছে ওই আসামী।
লাইট, টর্চের আলো ফেলে সেখানেও তল্লাশি করে দেখেন পুলিশ কর্তারা।
কিন্তু সেখানেও মেলেনি পলাতক আসামীকে।
ঘটনাস্থলে আসে দমকল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই আসামীর নাম রাজু মন্ডল।
ডাকাতির কেসের আসামী রাজু।
আরজিকর হাসপাতালের ৬ তলার মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিল।
এদিন রাত সাড়ে ১১টা নাগাদ বাথরুমে যায় রাজু।
অনেক সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও বাথরুম থেকে বেড়িয়ে না আসায় সন্দেহ হয় পুলিশের।
পুলিশ কর্মীরা দেখেন, বাথরুমে নেই রাজু।
বাথরুমের জনালা ভাঙা।
এরপরই খবর যায় টালা থানায়।
পুলিশের তরফে তন্নতন্ন করে খোঁজ চালানো হয় পলাতক আসামীর।
Last Updated : Aug 20, 2019, 10:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.