ETV Bharat / city

পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে লুট 70 হাজার টাকা ও গয়না, ধৃত দুই - police

পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ডাকাতি ৷ লুট 70 হাজার টাকাসহ 13 ভরি গয়না ৷

লুটপাট
author img

By

Published : Aug 19, 2019, 5:23 PM IST

কলকাতা, 19 অগাস্ট: পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ডাকাতি ৷ লুট 70 হাজার টাকাসহ 13 ভরি গয়না ৷ নরেন্দ্রপুর থানার অন্তর্গত পূর্ব খুড়িগাছির নেতাজিনগর আমবাগান এলাকার ঘটনা ৷ ধৃত দুই দুষ্কৃতী ৷

পুলিশের পরিচয় দিয়ে ছয় দুষ্কৃতী নেতাজিনগর আমবাগান এলাকার বাসিন্দা মায়া দত্তের বাড়িতে ঢোকে ৷ গতকাল রাত দু'টো নাগাদ দুষ্কৃতীরা বাড়ির দরজায় ধাক্কা দেয় ৷ তারপর তারা জানলায় ধাক্কা দেয় ৷ সেই সময় বাড়িতে ছিলেন মায়ার দত্ত ও তাঁর ছোটো ছেলে অরূপ ৷ তিনি দরজা খুলতেই পুলিশ পরিচয় দিয়ে ছয় দুষ্কৃতী ঘরে ঢোকে ৷ তিনজন সাধারণ পোশাকে ও বাকিরা পুলিশের উর্দি পরেছিল । তারা ঘরে ঢুকে লুটপাট শুরু করে ৷ মায়া দত্ত ও তাঁর ছেলেকে একটা ঘরে আটকে রেখে 70 হাজার টাকা ও 13 ভরি সোনার গয়না লুট করে দুষ্কৃতীরা ৷ ঘটনার সময় অরূপ তাঁর বন্ধু সুরজিৎ মণ্ডলকে ফোন করতে গেলে তা কেড়ে নেয় দুষ্কৃতীরা ৷ ডাকাতির পর দুষ্কৃতীরা যখন পালিয়ে যাচ্ছিল তখন সুরজিৎকে ফোন করে অরূপ । বন্ধুর ফোন পেয়ে স্থানীয়দের নিয়ে আমবাগানে যান সুরজিৎ ৷ গাড়িতে করে যখন দুষ্কৃতীরা পালাচ্ছিল তখন তাদের ধাওয়া করে স্থানীয়রা । দুষ্কৃতীদের মধ্যে একজনকে তারা ধরে গণপিটুনি দেয় । খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ ৷

আরও পড়ুন : ঘনিষ্ঠ ছবি ভাইরাল করার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 1

জখম দুষ্কৃতীকে এম আর বাঙুর হাসপাতালে ভরতি করে পুলিস ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে আরও একজন দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

কলকাতা, 19 অগাস্ট: পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ডাকাতি ৷ লুট 70 হাজার টাকাসহ 13 ভরি গয়না ৷ নরেন্দ্রপুর থানার অন্তর্গত পূর্ব খুড়িগাছির নেতাজিনগর আমবাগান এলাকার ঘটনা ৷ ধৃত দুই দুষ্কৃতী ৷

পুলিশের পরিচয় দিয়ে ছয় দুষ্কৃতী নেতাজিনগর আমবাগান এলাকার বাসিন্দা মায়া দত্তের বাড়িতে ঢোকে ৷ গতকাল রাত দু'টো নাগাদ দুষ্কৃতীরা বাড়ির দরজায় ধাক্কা দেয় ৷ তারপর তারা জানলায় ধাক্কা দেয় ৷ সেই সময় বাড়িতে ছিলেন মায়ার দত্ত ও তাঁর ছোটো ছেলে অরূপ ৷ তিনি দরজা খুলতেই পুলিশ পরিচয় দিয়ে ছয় দুষ্কৃতী ঘরে ঢোকে ৷ তিনজন সাধারণ পোশাকে ও বাকিরা পুলিশের উর্দি পরেছিল । তারা ঘরে ঢুকে লুটপাট শুরু করে ৷ মায়া দত্ত ও তাঁর ছেলেকে একটা ঘরে আটকে রেখে 70 হাজার টাকা ও 13 ভরি সোনার গয়না লুট করে দুষ্কৃতীরা ৷ ঘটনার সময় অরূপ তাঁর বন্ধু সুরজিৎ মণ্ডলকে ফোন করতে গেলে তা কেড়ে নেয় দুষ্কৃতীরা ৷ ডাকাতির পর দুষ্কৃতীরা যখন পালিয়ে যাচ্ছিল তখন সুরজিৎকে ফোন করে অরূপ । বন্ধুর ফোন পেয়ে স্থানীয়দের নিয়ে আমবাগানে যান সুরজিৎ ৷ গাড়িতে করে যখন দুষ্কৃতীরা পালাচ্ছিল তখন তাদের ধাওয়া করে স্থানীয়রা । দুষ্কৃতীদের মধ্যে একজনকে তারা ধরে গণপিটুনি দেয় । খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ ৷

আরও পড়ুন : ঘনিষ্ঠ ছবি ভাইরাল করার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 1

জখম দুষ্কৃতীকে এম আর বাঙুর হাসপাতালে ভরতি করে পুলিস ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে আরও একজন দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

Intro:পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ডাকাতি। লুঠ নগদ ৭০ হাজার টাকা। ১৩ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দুষ্কৃতিদের। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার পুর্ব খুড়িগাছির নেতাজীনগর আমবাগান এলাকায়। বাড়িতে ছিলেন ৬০ বছরের মায়া দত্ত ও ছোট ছেলে অরুপ দত্ত। রাত্রি ২টা নাগাদ দরজায় এসে নক করে। না পেয়ে জানলায় ধাক্কা মারে। পুলিশ কর্মী পরিচয় দেয়। মোট ৬ জন ছিল। ৩জন সিভিলে ও ৩ জন পুলিশের পোষাক পরে ছিল। তাদের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল। যাওয়ার সময় ফায়ারিং করে বলে অভিযোগ। বাড়িতে ঢুকে চারটে ঘরে ও ঠাকুর ঘরে লুটপাট চালায়। অরুপ তার এক বন্ধু সুরজিত মন্ডল কে ফোন করলে এলাকার বাসিন্দারা জানতে পারেন। সেইসময় তারা পালিয়ে গেলে ধাওয়া করে। একজনকে ধরে ফেলে এলাকার বাসিন্দারা। তাকে মারধোর করে পুলিশের হাতে তুলে দেওয়া.

Body:পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ডাকাতি। লুঠ নগদ ৭০ হাজার টাকা। ১৩ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দুষ্কৃতিদের। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার পুর্ব খুড়িগাছির নেতাজীনগর আমবাগান এলাকায়। বাড়িতে ছিলেন ৬০ বছরের মায়া দত্ত ও ছোট ছেলে অরুপ দত্ত। রাত্রি ২টা নাগাদ দরজায় এসে নক করে। না পেয়ে জানলায় ধাক্কা মারে। পুলিশ কর্মী পরিচয় দেয়। মোট ৬ জন ছিল। ৩জন সিভিলে ও ৩ জন পুলিশের পোষাক পরে ছিল। তাদের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল। যাওয়ার সময় ফায়ারিং করে বলে অভিযোগ। বাড়িতে ঢুকে চারটে ঘরে ও ঠাকুর ঘরে লুটপাট চালায়। অরুপ তার এক বন্ধু সুরজিত মন্ডল কে ফোন করলে এলাকার বাসিন্দারা জানতে পারেন। সেইসময় তারা পালিয়ে গেলে ধাওয়া করে। একজনকে ধরে ফেলে এলাকার বাসিন্দারা। তাকে মারধোর করে পুলিশের হাতে তুলে দেওয়া.

Conclusion:পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ডাকাতি। লুঠ নগদ ৭০ হাজার টাকা। ১৩ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দুষ্কৃতিদের। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার পুর্ব খুড়িগাছির নেতাজীনগর আমবাগান এলাকায়। বাড়িতে ছিলেন ৬০ বছরের মায়া দত্ত ও ছোট ছেলে অরুপ দত্ত। রাত্রি ২টা নাগাদ দরজায় এসে নক করে। না পেয়ে জানলায় ধাক্কা মারে। পুলিশ কর্মী পরিচয় দেয়। মোট ৬ জন ছিল। ৩জন সিভিলে ও ৩ জন পুলিশের পোষাক পরে ছিল। তাদের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল। যাওয়ার সময় ফায়ারিং করে বলে অভিযোগ। বাড়িতে ঢুকে চারটে ঘরে ও ঠাকুর ঘরে লুটপাট চালায়। অরুপ তার এক বন্ধু সুরজিত মন্ডল কে ফোন করলে এলাকার বাসিন্দারা জানতে পারেন। সেইসময় তারা পালিয়ে গেলে ধাওয়া করে। একজনকে ধরে ফেলে এলাকার বাসিন্দারা। তাকে মারধোর করে পুলিশের হাতে তুলে দেওয়া.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.