ETV Bharat / city

Bengal Jute industry: রাজ্যে পাট শিল্পের পুনরুজ্জীবন প্রয়োজন, উল্লেখ হাইকোর্টের বিচারপতির - রাজ্যে পাট শিল্পের পুনরুজ্জীবন

রাজ্যে পাট শিল্পের পুনরুজ্জীবন প্রয়োজন (Bengal Jute industry)৷ একটি শুনানিতে এ কথা উল্লেখ করলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা (Calcutta HC)।

revival of jute industry needed in Bengal, says Calcutta HC justice
রাজ্যে পাট শিল্পের পুনরুজ্জীবন প্রয়োজন: হাইকোর্টের বিচারপতি
author img

By

Published : May 24, 2022, 2:59 PM IST

কলকাতা, 24 মে: রাজ্যের পাট শিল্পের পুনরুজ্জীবন (Bengal Jute industry) প্রয়োজন বলে এক নির্দেশে উল্লেখ করলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা । আর এই কাজে কমিশনারই মুখ্য ভূমিকা পালন করতে পারে বলে মনে করছে আদালত (Calcutta HC)।

জুট কমিশনারের ঠিক করা নির্ধারিত পাটের মূল্যের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে জুটমিল অ্যাসোসিয়েশন । সেই মামলার নির্দেশে বিচারপতি এই মন্তব্য করেন । বিচারপতি বলেন, "পাটকলগুলো যে অর্থনৈতিক মন্দার মুখে পড়েছে, সরকারের উচিত মিলগুলিকে সহযোগিতা করা, কমিশনারের উচিত দামের পরিবর্তন করা । পাট-শিল্প রাজ্যের গর্বের বিষয় । তাকে বাঁচাতে জুট কমিশনারের সামনে থেকে নেতৃত্ব দেওয়া প্রয়োজন ।"

2016 সালে জুট কমিশনার কুইন্টাল প্রতি পাটের মূল্য নির্ধারণ করেছিলেন 6500 টাকা । ডিলার, খুচরো ব্যবসায়ী, এজেন্সি বা অন্য কোনও ক্রেতা এই দামের বাইরে পাট কেনাবেচা করতে পারবে না বলে নির্দেশে উল্লেখ করা হয় । এর বিরুদ্ধে প্রায় 35টি পাটকল মালিকের সংগঠন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল । তাদের বক্তব্য ছিল কাঁচাপাট পরিবহণ, সংরক্ষণ ও নিয়ন্ত্রণে যে পরিমাণ খরচ হয়, এই মূল্যে তা পোষায় না । এই দামের পুনর্মূল্যায়ণ না করলে রাজ্যের পাট শিল্পই মার খাবে । তারা বলেছে, জুট কমিশনারের নির্ধারিত মূল্য অত্যন্ত কম । যার জন্য তারা বেশি মূল্য দিয়ে পাট কিনতে বাধ্য হচ্ছেন বেআইনি ভাবে । এ দিকে, বেশিরভাগ পাটের ব্যাগ তারা সরকারকেই বিক্রি করতে বাধ্য হয় । কারণ অন্যত্র চাহিদা নেই । ফলে মালিকদের লাভ না হওয়ার জন্য পাটকলগুলো বন্ধ করতে তারা বাধ্য হচ্ছে ।

আরও পড়ুন: HC asks fitness certificates of Govt buses: সরকারি বাসের ফিটনেস জানতে হলফনামা চাইল হাইকোর্ট

বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ সমস্ত বক্তব্য শোনার পর জুট কমিশনারকে নির্দেশ দিয়েছে, অবিলম্বে সরকার নির্ধারিত মূল্যের পরিবর্তন করতে হবে । না হলে অবৈধ পথে পাটের কেনাবেচা বন্ধ করা সম্ভব নয় । পাশাপাশি এই শিল্পের পুনরুজ্জীবনের জন্য অবিলম্বে পদক্ষেপ করাও প্রয়োজন বলে উল্লেখ করেন বিচারপতি ।

কলকাতা, 24 মে: রাজ্যের পাট শিল্পের পুনরুজ্জীবন (Bengal Jute industry) প্রয়োজন বলে এক নির্দেশে উল্লেখ করলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা । আর এই কাজে কমিশনারই মুখ্য ভূমিকা পালন করতে পারে বলে মনে করছে আদালত (Calcutta HC)।

জুট কমিশনারের ঠিক করা নির্ধারিত পাটের মূল্যের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে জুটমিল অ্যাসোসিয়েশন । সেই মামলার নির্দেশে বিচারপতি এই মন্তব্য করেন । বিচারপতি বলেন, "পাটকলগুলো যে অর্থনৈতিক মন্দার মুখে পড়েছে, সরকারের উচিত মিলগুলিকে সহযোগিতা করা, কমিশনারের উচিত দামের পরিবর্তন করা । পাট-শিল্প রাজ্যের গর্বের বিষয় । তাকে বাঁচাতে জুট কমিশনারের সামনে থেকে নেতৃত্ব দেওয়া প্রয়োজন ।"

2016 সালে জুট কমিশনার কুইন্টাল প্রতি পাটের মূল্য নির্ধারণ করেছিলেন 6500 টাকা । ডিলার, খুচরো ব্যবসায়ী, এজেন্সি বা অন্য কোনও ক্রেতা এই দামের বাইরে পাট কেনাবেচা করতে পারবে না বলে নির্দেশে উল্লেখ করা হয় । এর বিরুদ্ধে প্রায় 35টি পাটকল মালিকের সংগঠন হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল । তাদের বক্তব্য ছিল কাঁচাপাট পরিবহণ, সংরক্ষণ ও নিয়ন্ত্রণে যে পরিমাণ খরচ হয়, এই মূল্যে তা পোষায় না । এই দামের পুনর্মূল্যায়ণ না করলে রাজ্যের পাট শিল্পই মার খাবে । তারা বলেছে, জুট কমিশনারের নির্ধারিত মূল্য অত্যন্ত কম । যার জন্য তারা বেশি মূল্য দিয়ে পাট কিনতে বাধ্য হচ্ছেন বেআইনি ভাবে । এ দিকে, বেশিরভাগ পাটের ব্যাগ তারা সরকারকেই বিক্রি করতে বাধ্য হয় । কারণ অন্যত্র চাহিদা নেই । ফলে মালিকদের লাভ না হওয়ার জন্য পাটকলগুলো বন্ধ করতে তারা বাধ্য হচ্ছে ।

আরও পড়ুন: HC asks fitness certificates of Govt buses: সরকারি বাসের ফিটনেস জানতে হলফনামা চাইল হাইকোর্ট

বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ সমস্ত বক্তব্য শোনার পর জুট কমিশনারকে নির্দেশ দিয়েছে, অবিলম্বে সরকার নির্ধারিত মূল্যের পরিবর্তন করতে হবে । না হলে অবৈধ পথে পাটের কেনাবেচা বন্ধ করা সম্ভব নয় । পাশাপাশি এই শিল্পের পুনরুজ্জীবনের জন্য অবিলম্বে পদক্ষেপ করাও প্রয়োজন বলে উল্লেখ করেন বিচারপতি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.