ETV Bharat / city

রাজ্যসভার মনোনয়নপত্র তুলে নাটকীয় প্রত্যাহার BJP-র - রাজ্যসভার মনোনয়নপত্র

রাজ্যসভার জন্য মনোনয়নপত্র তুলে ফের তা প্রত্যাহার করে নিলেন BJP-র পরিষদীয় নেতা মনোজ টিগ্গা ।

Manoj Tigga
মনোজ টিগ্গা
author img

By

Published : Mar 13, 2020, 5:07 PM IST

Updated : Mar 13, 2020, 6:11 PM IST

কলকাতা, 13 মার্চ : 24 ঘণ্টাও হয়নি মনোনয়নপত্র তুলে ফের তা প্রত্যাহার করে নিলেন BJP-র পরিষদীয় নেতা মনোজ টিগ্গা । দলীয় সিদ্ধান্তের জন্য গতকাল তিনি রাজ্যসভার মনোনয়নের জন্য আবেদনপত্র তুলেছিলেন বিধানসভার সচিবালয় থেকে ।

তিনি জানিয়েছেন রাজ্যসভার নির্বাচনে BJP-র ছ'জন বিধায়ক অংশগ্রহণ করবেন না । প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা না থাকায় রাজ্যসভায় তাঁরা প্রার্থী দিচ্ছেন না । তাহলে স্বভাবতই প্রশ্ন উঠছে তিনি গতকাল কেন তাহলে মনোনয়নের জন্য আবেদনপত্র তুলেছিলেন ৷ উত্তরে মনোজবাবু জানান, দলীয় কিছু ভুল বোঝাবুঝির জন্যই গতকাল তিনি মনোনয়নের জন্য আবেদনপত্র তুলেছিলেন ৷ বলেন, "ইলেকশন হল অঙ্কের খেলা ৷ চিন্তা-ভাবনা ছিল ৷ কিন্তু সেই চিন্তা-ভাবনা এখন আর নেই ৷ "

আজ বিধানসভার প্রথমার্ধেই সচিবালয়ে গিয়ে তিনি রাজ্যসভার ষষ্ঠ আসনের আবেদনপত্রটি প্রত্যাহার করে নেন । মনোজবাবু আরও জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দল । প্রাথমিকভাবে BJP রাজ্যসভায় মনোনীত প্রার্থী দেবে এটা মনে করেই আবেদনপত্র তোলা হয়েছিল সচিবালয় থেকে । আবেদনপত্র তুলে তিনি কোনও অপরাধ করেননি বলেও জানিয়েছেন ।

রাজ্যসভার মনোনয়নপত্র তুলে নাটকীয় প্রত্যাহার BJP-র

রাজ্যসভার নির্বাচনের দিন বোঝা যাবে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রকৃত অবস্থান ।

কলকাতা, 13 মার্চ : 24 ঘণ্টাও হয়নি মনোনয়নপত্র তুলে ফের তা প্রত্যাহার করে নিলেন BJP-র পরিষদীয় নেতা মনোজ টিগ্গা । দলীয় সিদ্ধান্তের জন্য গতকাল তিনি রাজ্যসভার মনোনয়নের জন্য আবেদনপত্র তুলেছিলেন বিধানসভার সচিবালয় থেকে ।

তিনি জানিয়েছেন রাজ্যসভার নির্বাচনে BJP-র ছ'জন বিধায়ক অংশগ্রহণ করবেন না । প্রয়োজনীয় বিধায়ক সংখ্যা না থাকায় রাজ্যসভায় তাঁরা প্রার্থী দিচ্ছেন না । তাহলে স্বভাবতই প্রশ্ন উঠছে তিনি গতকাল কেন তাহলে মনোনয়নের জন্য আবেদনপত্র তুলেছিলেন ৷ উত্তরে মনোজবাবু জানান, দলীয় কিছু ভুল বোঝাবুঝির জন্যই গতকাল তিনি মনোনয়নের জন্য আবেদনপত্র তুলেছিলেন ৷ বলেন, "ইলেকশন হল অঙ্কের খেলা ৷ চিন্তা-ভাবনা ছিল ৷ কিন্তু সেই চিন্তা-ভাবনা এখন আর নেই ৷ "

আজ বিধানসভার প্রথমার্ধেই সচিবালয়ে গিয়ে তিনি রাজ্যসভার ষষ্ঠ আসনের আবেদনপত্রটি প্রত্যাহার করে নেন । মনোজবাবু আরও জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দল । প্রাথমিকভাবে BJP রাজ্যসভায় মনোনীত প্রার্থী দেবে এটা মনে করেই আবেদনপত্র তোলা হয়েছিল সচিবালয় থেকে । আবেদনপত্র তুলে তিনি কোনও অপরাধ করেননি বলেও জানিয়েছেন ।

রাজ্যসভার মনোনয়নপত্র তুলে নাটকীয় প্রত্যাহার BJP-র

রাজ্যসভার নির্বাচনের দিন বোঝা যাবে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রকৃত অবস্থান ।

Last Updated : Mar 13, 2020, 6:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.