ETV Bharat / city

বেহাল নিকাশি ব্যবস্থা, ফিরহাদের কাছে অভিযোগ বাসিন্দাদের

author img

By

Published : Jun 21, 2020, 2:15 AM IST

কলকাতায় বেহাল নিকাশি ব্যবস্থা ৷ বর্ষায় রাস্তায় জল জমে থাকছে ৷ দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে ৷ আজ টক টু অ্যাডমিনিস্ট্রেটরে এই অসুবিধার কথা জানান ফিরহাদ হাকিমকে ৷ লকডাউন চালু হওয়ার ফলে কলকাতা পৌর নিগমের অন্তর্গত বহু এলাকায় নিকাশের কাজ বন্ধ হয়ে যায় ৷ নিকাশি কাজ দ্রুত শেষ করতে কাউন্সিলর ও বোরো ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করেন ফিরহাদ হাকিম।

keiip work in Kolkata
কলকাতায় বেহাল নিকাশি ব্যবস্থা

কলকাতা,20 জুন :কলকাতা পৌর নিগমের অন্তর্গত বহু এলাকায় নিকাশির কাজ শুরু হয়েছিল ৷ কিন্তু, তা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে ৷ এই অভিযোগ আসে পৌর নিগমের প্রশাসক ফিরহাদ হাকিমের কাছে । আজ টক টু অ্যাডমিনিস্ট্রেটরে বহু মানুষ ফোনে বেহাল নিকাশি অবস্থার কথা জানিয়েছেন। কলকাতার বিভিন্ন এলাকায় নিকাশি কাজ শুরু হয়েছিল ৷ কিন্তু লকডাউনের ফলে সেসব কাজ শেষ হয়নি ৷ ইতিমধ্যেই শহরে বর্ষা শুরু হয়ে গিয়েছে ৷ তাই জল জমে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এদিন মুখ্য প্রশাসকের কাছে ফোনে যাতায়াতের ক্ষেত্রে সমস্যার কথা জানিয়েছেন বহু মানুষ ৷ এদিন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক জানিয়েছেন, কাজ শুরু হয়েছিল ৷ কিন্তু সময়ের মধ্যে কাজ শেষ করা যায়নি লকডাউনের জন্য। ফলে সমস্যা তৈরি হচ্ছে। তাই নিকাশি নালার কাজের জন্য বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করলেন ফিরহাদ হাকিম।

আজ ফিরহাদ হাকিম জানান, নিকাশি নালার কাজ শুরু করতে হলে কবে কাজ শুরু হচ্ছে এবং কবে সেই এলাকায় কাজ শেষ হচ্ছে তা সম্পূর্ণ প্ল্যানিং আগে থেকে করতে হবে। এবং সেই প্ল্যানিং স্থানীয় কাউন্সিলকে জানাতে হবে। যাতে কাউন্সিলর এলাকার মানুষকে জানাতে পারেন। 115 ,122 ,123 ,124 ,125, 142, 143, 144, 114 এলাকাগুলিতে KEIIP নিকাশি নালা কাজ শুরু করেছিল। লকডাউন এর জন্য অর্ধ সমাপ্ত অবস্থায় কাজ বন্ধ হয়ে যায়। এই কাজ দ্রুত সম্পন্ন করার জন্য KEIIP কাউন্সিলর ও বোরো ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম জানিয়েছেন KEIIP যতটা রাস্তা নিকাশির কাজের জন্য কাটবে সেইসব তাতেই সেই রাস্তা সম্পূর্ণভাবে মেরামত করে দিতে হবে। এবং দ্বিতীয় সপ্তাহে যতটা রাস্তা পাইপ বসানোর কাজের জন্য কাটা হবে সেই সপ্তাহতেই সেই রাস্তা ঠিক করতে হবে। বহু ক্ষেত্রে দেখা গেছে নিকাশি নালার কাজের জন্য রাস্তার পর রাস্তা কাটা হয়েছে কিন্তু সময়ের মধ্যে রাস্তা মেরামত করা হয়নি। বেহালা, গড়িয়া, বহু রাস্তাতেই পাইপলাইনের জন্য রাস্তা কাটা হয়েছে ৷ কিন্তু, রাস্তা মেরামত করা হয়নি, এই ভাবে কাজ করা যাবে না। তখনই কোন রাস্তা কাটা হবে তার 7 দিনের মধ্যে মেরামত করতে হবে নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম। মূলত কলকাতার এডেড এরিয়াগুলিতে এই সমস্যা রয়েছে।

ফিরহাদ হাকিম
রাস্তা কেটে পাইপ বসানোর পর দ্রুত রাস্তা মেরামত করা যায় না ৷ তার জন্য দু'একদিন সময় দিতে হয়। তাই কলকাতা পৌরনিগমের তরফ থেকে KEIIP কে নির্দেশ দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব রাস্তা গুলি মেরামত করে দিতে হবে। এবং তার জন্য নির্দিষ্ট প্ল্যানিং তৈরি করতে। সেই প্ল্যানিং অনুসারে কাজ হবে। কলকাতা পৌরনিগম কাউন্সিলরের কাছে কোন রাস্তা কখন কাটা হবে কত দিনের মধ্যে তা মেরামতি হবে সে বিষয়ে সম্পূর্ণ তথ্য দিতে হবে KEIIP- কে। এদিন তিনি জানিয়েছেন ইতিমধ্যে কলকাতার বেহাল রাস্তার একটি রিপোর্ট তৈরি করা হয়েছে। যেহেতু বর্ষা চলছে তাই রাস্তা মেরামত করা সম্ভব হচ্ছে না। আগামী সপ্তাহে তিন-চারদিন বৃষ্টি বন্ধ থাকলেই রাস্তাগুলি মেরামতি করা হবে।

কলকাতা,20 জুন :কলকাতা পৌর নিগমের অন্তর্গত বহু এলাকায় নিকাশির কাজ শুরু হয়েছিল ৷ কিন্তু, তা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে ৷ এই অভিযোগ আসে পৌর নিগমের প্রশাসক ফিরহাদ হাকিমের কাছে । আজ টক টু অ্যাডমিনিস্ট্রেটরে বহু মানুষ ফোনে বেহাল নিকাশি অবস্থার কথা জানিয়েছেন। কলকাতার বিভিন্ন এলাকায় নিকাশি কাজ শুরু হয়েছিল ৷ কিন্তু লকডাউনের ফলে সেসব কাজ শেষ হয়নি ৷ ইতিমধ্যেই শহরে বর্ষা শুরু হয়ে গিয়েছে ৷ তাই জল জমে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এদিন মুখ্য প্রশাসকের কাছে ফোনে যাতায়াতের ক্ষেত্রে সমস্যার কথা জানিয়েছেন বহু মানুষ ৷ এদিন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক জানিয়েছেন, কাজ শুরু হয়েছিল ৷ কিন্তু সময়ের মধ্যে কাজ শেষ করা যায়নি লকডাউনের জন্য। ফলে সমস্যা তৈরি হচ্ছে। তাই নিকাশি নালার কাজের জন্য বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করলেন ফিরহাদ হাকিম।

আজ ফিরহাদ হাকিম জানান, নিকাশি নালার কাজ শুরু করতে হলে কবে কাজ শুরু হচ্ছে এবং কবে সেই এলাকায় কাজ শেষ হচ্ছে তা সম্পূর্ণ প্ল্যানিং আগে থেকে করতে হবে। এবং সেই প্ল্যানিং স্থানীয় কাউন্সিলকে জানাতে হবে। যাতে কাউন্সিলর এলাকার মানুষকে জানাতে পারেন। 115 ,122 ,123 ,124 ,125, 142, 143, 144, 114 এলাকাগুলিতে KEIIP নিকাশি নালা কাজ শুরু করেছিল। লকডাউন এর জন্য অর্ধ সমাপ্ত অবস্থায় কাজ বন্ধ হয়ে যায়। এই কাজ দ্রুত সম্পন্ন করার জন্য KEIIP কাউন্সিলর ও বোরো ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম জানিয়েছেন KEIIP যতটা রাস্তা নিকাশির কাজের জন্য কাটবে সেইসব তাতেই সেই রাস্তা সম্পূর্ণভাবে মেরামত করে দিতে হবে। এবং দ্বিতীয় সপ্তাহে যতটা রাস্তা পাইপ বসানোর কাজের জন্য কাটা হবে সেই সপ্তাহতেই সেই রাস্তা ঠিক করতে হবে। বহু ক্ষেত্রে দেখা গেছে নিকাশি নালার কাজের জন্য রাস্তার পর রাস্তা কাটা হয়েছে কিন্তু সময়ের মধ্যে রাস্তা মেরামত করা হয়নি। বেহালা, গড়িয়া, বহু রাস্তাতেই পাইপলাইনের জন্য রাস্তা কাটা হয়েছে ৷ কিন্তু, রাস্তা মেরামত করা হয়নি, এই ভাবে কাজ করা যাবে না। তখনই কোন রাস্তা কাটা হবে তার 7 দিনের মধ্যে মেরামত করতে হবে নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম। মূলত কলকাতার এডেড এরিয়াগুলিতে এই সমস্যা রয়েছে।

ফিরহাদ হাকিম
রাস্তা কেটে পাইপ বসানোর পর দ্রুত রাস্তা মেরামত করা যায় না ৷ তার জন্য দু'একদিন সময় দিতে হয়। তাই কলকাতা পৌরনিগমের তরফ থেকে KEIIP কে নির্দেশ দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব রাস্তা গুলি মেরামত করে দিতে হবে। এবং তার জন্য নির্দিষ্ট প্ল্যানিং তৈরি করতে। সেই প্ল্যানিং অনুসারে কাজ হবে। কলকাতা পৌরনিগম কাউন্সিলরের কাছে কোন রাস্তা কখন কাটা হবে কত দিনের মধ্যে তা মেরামতি হবে সে বিষয়ে সম্পূর্ণ তথ্য দিতে হবে KEIIP- কে। এদিন তিনি জানিয়েছেন ইতিমধ্যে কলকাতার বেহাল রাস্তার একটি রিপোর্ট তৈরি করা হয়েছে। যেহেতু বর্ষা চলছে তাই রাস্তা মেরামত করা সম্ভব হচ্ছে না। আগামী সপ্তাহে তিন-চারদিন বৃষ্টি বন্ধ থাকলেই রাস্তাগুলি মেরামতি করা হবে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.