কলকাতা, 6 এপ্রিল : নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন বসিরহাটের BJP প্রার্থী সায়ন্তন বসু। এনিয়ে দিল্লির নির্বাচন সদনে রিপোর্টও পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। রিপোর্ট হাতে পেলেই এবিষয়ে ব্যবস্থা নেবে ভারতের নির্বাচন কমিশন।
বসিরহাটের BJP প্রার্থী ভ্যাবলা মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় বাহিনীকে বুকে গুলি করার নিদান দেন। তিনি বলেন, “বুথ দখলে গেলে CRPF-কে বলব পায়ে নয়, বুকে গুলি করুন।" এই মন্তব্যের জেরেই বিতর্কের সূত্রপাত। এরপর তড়িঘড়ি জেলাশাসকের কাছে এই মন্তব্যের জন্য কী ব্যবস্থা নেওয়া হল, তা জানতে রিপোর্ট তলব করা হয়। পাশাপাশি জেলা পুলিশ সায়ন্তন বসুর বিরুদ্ধে FIR করে। মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের রিপোর্ট তলবের ভিত্তিতে তাঁকে শোকজ় করেন জেলা নির্বাচনী আধিকারিক।
সায়ন্তনের শোকজ়ের জবাব, পুলিশের তদন্ত, সাধারণ মানুষের বিরূপ প্রতিক্রিয়া- রিপোর্টে সবটাই উল্লেখ করা হয়েছে সবটাই। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবার সেই রিপোর্ট খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দিল্লির নির্বাচন সদনে তা পাঠিয়েছেন। এবার নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়, তা কিছুদিনের মধ্যেই জানা যাবে।