কলকাতা, 25 অগস্ট : করোনায় আক্রান্ত হয়ে মাত্র 54 বছর বয়সে প্রয়াত হলেন প্রখ্যাত তবলাবাদক পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় (Shubhankar Banerjee) ৷ গত কয়েকদিন ধরেই চিকিৎসা চলছিল শহরের একটি বেসরকারি হাসপাতালে ৷ বুধবারই দুপুরে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷
গত 20 জুন থেকে শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন । গত মাসখানেক ধরে তাঁকে একমো সাপোর্টে রাখা হয়েছিল ৷
শিল্পীর পরিবার জানাচ্ছে, তিনি করোনা ভ্যাকসিনের দু'টি ডোজই নিয়েছিলেন । কিন্তু তাও শেষ রক্ষা হল না । করোনা তাঁর ফুসফুসের মারাত্মক ক্ষতি করে দিয়েছিল । তারপরও তিনি খানিকটা সুস্থ হয়ে উঠেছিলেন । কিন্তু বুধবার সকাল থেকে হঠাৎ করে তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে ৷ দুপুর দু'টোর কিছুটা আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
তাঁর চিকিৎসার জন্য একটি ত্রাণ তহবিলও তৈরি করেন তাঁর অনুরাগীরা । সেই নিয়ে প্রাথমিকভাবে কিছু বিভ্রান্তিও ছড়ায় । শিল্পীর পরিবার প্রথমে এই ত্রাণ তহবিল গঠনে ক্ষেত্রে রাজি ছিলেন না ৷ তবে পরে বাকি শিল্পী এবং অনুরাগীদের অনুরোধে রাজি হন তাঁরা ৷ কিন্তু কিছুতেই শুভঙ্করকে বাঁচানো সম্ভব হল না ৷ তাঁর মৃত্যুতে শোকগ্রস্ত ক্লাসিক্যাল সঙ্গীতমহল ৷
আরও পড়ুন : Charlie Watts : প্রয়াত দ্য রোলিং স্টোনসের ড্রামার চার্লি ওয়াটস