ETV Bharat / city

Durga Puja Carnival: শনিবার রেড রোডে দুর্গা পুজো কার্নিভাল, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ততা তুঙ্গে

শনিবার রেড রোডে (Red road decked up) হতে চলেছে দুর্গা পুজো কার্নিভাল (Durga Puja Carnival)৷ তার আগে শুক্রবার চলল শেষ মুহূর্তের প্রস্তুতি ৷

Red road decked up for Durga Puja Carnival
শনিবার রেড রোডে দুর্গা পুজো কার্নিভাল, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ততা তুঙ্গে
author img

By

Published : Oct 7, 2022, 6:53 PM IST

কলকাতা, 7 অক্টোবর: রাত পোহালেই শহরে দুর্গা পুজো কার্নিভাল (Durga Puja Carnival)। শহরজুড়ে সাজো সাজো রব । সন্ধের পর থেকেই ক্রমশ সাজোয়া গাড়িগুলি ধীরে ধীরে আসতে শুরু করেছে ভিক্টোরিয়ার পাশের রাস্তায় (Red road decked up)। তবে মূল প্রতিমাগুলি আসবে শনিবার ।

এমনিতেই গোটা শহর দুই বছরের মাথায় কার্নিভাল কেমন হয় তা নিয়ে আগ্রহী । তারই সঙ্গে যুক্ত হয়েছে ইউনেস্কোর স্বীকৃতির বিষয়টি । এখনও পর্যন্ত যা ঠিক আছে, তাতে কম বেশি 99টি দুর্গা পুজো উপস্থিত থাকবে এই কার্নিভালে । একমাত্র ব্যতিক্রম বিশ্ব বঙ্গ স্মারক সম্মান পাওয়ার পরও এ বার কার্নিভালে দেখা যাবে না সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলে পরিচিত একডালিয়া এভারগ্রিনকে । সুব্রতদার স্মৃতি স্মরণ করে এই আনন্দ উদযাপনে যুক্ত হচ্ছে না তাঁর প্রাণের থেকেও প্রিয় ক্লাব । তবে বাকি ক্লাবগুলি যথারীতি উপস্থিত থাকবে ।

শুক্রবার মূল কার্নিভালের অনুষ্ঠানের আগের দিন রেড রোডে ছিল শেষ মুহূর্তের ব্যস্ততা । হাজার হাজার মানুষ শনিবার উপস্থিত হবেন কার্নিভাল দেখতে ৷ তাদের বসার ব্যবস্থা ও একইসঙ্গে ভিভিআইপিদের নিরাপত্তা নিয়ে ছিল কড়াকড়ি । সদ্য চিকুনগুনিয়া থেকে সুস্থ হয়ে ওঠা ডোনা গঙ্গোপাধ্যায় এ দিন এসেছিলেন রেড রোডে । তাঁর নৃত্য প্রদর্শনের কথা থাকলেও চিকিৎসকের অনুমতি না মেলায় তিনি পারফর্ম করতে পারবেন না ৷ তবে তাঁর পরিচালিত ড্যান্স গ্রুপ আগামিকাল পারফর্ম করবে । এ দিন রেড রোডে তাঁদের শেষ অনুশীলনে তিনি হাজির ছিলেন সশরীরে ।

আরও পড়ুন: দ্বাদশীর বিকেলে দুর্গাপুর জমজমাট পুজো কার্নিভালে

এ বারের কার্নিভালে মোট চারটি বিভাগে পুরস্কার দেওয়া হবে । সেরা পুজোর পুরস্কার পাবে 42টি পুজো । সেরা ভাবনার পুরস্কার পাবে 19টি পুজো, পরিবেশবান্ধবের ক্ষেত্রে 16টি পুজো পুরস্কার পাবে । এছাড়াও বিশেষ পুরস্কার পাবে 22টি পুজো ।

Red road decked up for Durga Puja Carnival
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

রেড রোডে এই কার্নিভালে চলাকালীন শোভাযাত্রায় প্রতিটি পুজো কমিটি থেকে মোট 50জনকে থাকার অনুমতি দেওয়া হয়েছে । সকাল 11:30 থেকে 12টার মধ্যে কার্নিভালে অংশগ্রহণ করা পুজো কমিটিগুলিকে রেড রোডে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । তিনটের বেশি ট্যাবলো নিয়ে পুজো কমিটিগুলি যেতে পারবে না । একইসঙ্গে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কোনওরকম উপহার নিয়ে আসতে পারবে না পুজো কমিটিগুলি । এ ছাড়াও কার্নিভালে কোনওরকম বাজির ব্যবহার করা যাবে না বলে জানানো হয়েছে ।

প্রসঙ্গত, শনিবার বিকেল চারটে থেকে শুরু হতে চলেছে কলকাতা দুর্গা পুজো কার্নিভাল । মনে করা হচ্ছে অন্তত 4 ঘণ্টা সময় লাগবে কার্নিভাল সম্পূর্ণ হতে ।

কলকাতা, 7 অক্টোবর: রাত পোহালেই শহরে দুর্গা পুজো কার্নিভাল (Durga Puja Carnival)। শহরজুড়ে সাজো সাজো রব । সন্ধের পর থেকেই ক্রমশ সাজোয়া গাড়িগুলি ধীরে ধীরে আসতে শুরু করেছে ভিক্টোরিয়ার পাশের রাস্তায় (Red road decked up)। তবে মূল প্রতিমাগুলি আসবে শনিবার ।

এমনিতেই গোটা শহর দুই বছরের মাথায় কার্নিভাল কেমন হয় তা নিয়ে আগ্রহী । তারই সঙ্গে যুক্ত হয়েছে ইউনেস্কোর স্বীকৃতির বিষয়টি । এখনও পর্যন্ত যা ঠিক আছে, তাতে কম বেশি 99টি দুর্গা পুজো উপস্থিত থাকবে এই কার্নিভালে । একমাত্র ব্যতিক্রম বিশ্ব বঙ্গ স্মারক সম্মান পাওয়ার পরও এ বার কার্নিভালে দেখা যাবে না সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলে পরিচিত একডালিয়া এভারগ্রিনকে । সুব্রতদার স্মৃতি স্মরণ করে এই আনন্দ উদযাপনে যুক্ত হচ্ছে না তাঁর প্রাণের থেকেও প্রিয় ক্লাব । তবে বাকি ক্লাবগুলি যথারীতি উপস্থিত থাকবে ।

শুক্রবার মূল কার্নিভালের অনুষ্ঠানের আগের দিন রেড রোডে ছিল শেষ মুহূর্তের ব্যস্ততা । হাজার হাজার মানুষ শনিবার উপস্থিত হবেন কার্নিভাল দেখতে ৷ তাদের বসার ব্যবস্থা ও একইসঙ্গে ভিভিআইপিদের নিরাপত্তা নিয়ে ছিল কড়াকড়ি । সদ্য চিকুনগুনিয়া থেকে সুস্থ হয়ে ওঠা ডোনা গঙ্গোপাধ্যায় এ দিন এসেছিলেন রেড রোডে । তাঁর নৃত্য প্রদর্শনের কথা থাকলেও চিকিৎসকের অনুমতি না মেলায় তিনি পারফর্ম করতে পারবেন না ৷ তবে তাঁর পরিচালিত ড্যান্স গ্রুপ আগামিকাল পারফর্ম করবে । এ দিন রেড রোডে তাঁদের শেষ অনুশীলনে তিনি হাজির ছিলেন সশরীরে ।

আরও পড়ুন: দ্বাদশীর বিকেলে দুর্গাপুর জমজমাট পুজো কার্নিভালে

এ বারের কার্নিভালে মোট চারটি বিভাগে পুরস্কার দেওয়া হবে । সেরা পুজোর পুরস্কার পাবে 42টি পুজো । সেরা ভাবনার পুরস্কার পাবে 19টি পুজো, পরিবেশবান্ধবের ক্ষেত্রে 16টি পুজো পুরস্কার পাবে । এছাড়াও বিশেষ পুরস্কার পাবে 22টি পুজো ।

Red road decked up for Durga Puja Carnival
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

রেড রোডে এই কার্নিভালে চলাকালীন শোভাযাত্রায় প্রতিটি পুজো কমিটি থেকে মোট 50জনকে থাকার অনুমতি দেওয়া হয়েছে । সকাল 11:30 থেকে 12টার মধ্যে কার্নিভালে অংশগ্রহণ করা পুজো কমিটিগুলিকে রেড রোডে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । তিনটের বেশি ট্যাবলো নিয়ে পুজো কমিটিগুলি যেতে পারবে না । একইসঙ্গে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কোনওরকম উপহার নিয়ে আসতে পারবে না পুজো কমিটিগুলি । এ ছাড়াও কার্নিভালে কোনওরকম বাজির ব্যবহার করা যাবে না বলে জানানো হয়েছে ।

প্রসঙ্গত, শনিবার বিকেল চারটে থেকে শুরু হতে চলেছে কলকাতা দুর্গা পুজো কার্নিভাল । মনে করা হচ্ছে অন্তত 4 ঘণ্টা সময় লাগবে কার্নিভাল সম্পূর্ণ হতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.