ETV Bharat / city

Recruitment Scam 52 জনের জায়গায় 134 জনকে চাকরি, সমবায় ব্যাংকে নিয়োগে চাঞ্চল্যকর অভিযোগ - নিয়োগ দুর্নীতি

এবার রাজ্য়ের সমবায় মন্ত্রী অরূপ রায়ের (Arup Roy) বিরুদ্ধেও উঠল দুর্নীতির অভিযোগ ৷ তমলুক ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাংকে (Tamluk Ghatal Central Co-Operative Bank) বেআইনি নিয়োগে (Recruitment Scam) মদত দিয়েছেন অরূপ, এই মর্মে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) অতিরিক্ত হলফনামা জমা করা হয়েছে ৷

Recruitment Scam in Tamluk Ghatal Central CoOperative Bank finds connection with Arup Roy
Recruitment Scam সমবায় ব্যাংকেও নিয়োগ দুর্নীতির অভিযোগ, নাম জড়াল মন্ত্রী অরূপ রায়ের
author img

By

Published : Aug 25, 2022, 9:05 PM IST

কলকাতা, 25 অগস্ট: বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ হওয়ার কথা ছিল 52 জনের ৷ অথচ, নিয়োগ করা হয় 134 জনকে ! এমনই অভিযোগ উঠে এসেছে তমলুক ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে ৷ সূত্রের খবর, তমলুক ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাংকে (Tamluk Ghatal Central Co-Operative Bank) নিয়ম বহির্ভূতভাবে অন্তত 82 জনকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে ৷

এই ঘটনায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একটি অতিরিক্ত হলফনামা জমা পড়েছে ৷ মামলাকারীদের আইনজীবী জানিয়েছেন, সংশ্লিষ্ট ব্যাংকে মোট 52টি শূন্য পদ ছিল ৷ সেই পদগুলিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ প্রশ্ন হল, 52টি পদে 134 জনকে নিয়োগ করা হল কীভাবে ? তার থেকেও বড় কথা, এই নিয়োগের ক্ষেত্রে একাধিকবার সমবায় মন্ত্রী অরূপ রায়ের কাছ থেকে সুপারিশ আদায় করা হয়েছে ৷ যা বেআইনি বলে দাবি করেছেন মামলাকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় ৷

ফলে আবারও রাজ্যে আবারও সামনে এল নয়া নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অভিযোগ ৷ এবার স্বজনপোষণের অভিযোগ উঠল রাজ্যের আর এক মন্ত্রী, সময়বায় দফতরের দায়িত্বে থাকা অরূপ রায়ের (Arup Roy) বিরুদ্ধে ৷ এর জন্য রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করা হচ্ছে ৷ এমনকী, বেআইনিভাবে চাকরি প্রাপকদের তালিকায় অরূপ রায়ের ঘনিষ্ঠ এক ব্যক্তির বোনও রয়েছেন বলে দাবি করা হয়েছে ৷ যদিও সংবাদমাধ্যমে এই অভিযোগ অস্বীকার করেছেন মন্ত্রী ৷

সমবায় মন্ত্রীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ৷

আরও পড়ুন: 31 অগস্ট ভার্চুয়ালি আদালতে পেশ অপাকে, সংশোধনাগারের আবেদনে সায় দিল ব্যাঙ্কশাল কোর্ট

সংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই ব্যংকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি প্রয়াত দেবব্রত দাসের ভাইপো চাকরি পেয়েছেন ৷ তাঁর এই নিয়োগ নিয়ে আদালতে প্রশ্ন তোলা হয়েছে ৷ একইভাবে, ব্যাংকের চেয়ারম্যান গোপালচন্দ্র মাইতির ভাইপোকেও চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ ব্যাংকের তৎকালীন ভারপ্রাপ্ত সিইও (বর্তমানে অবসরপ্রাপ্ত) প্রণয়কুমার চক্রবর্তীর ভাইপোও চাকরি প্রাপকদের তালিকায় রয়েছেন ৷ রয়েছেন, ব্যাংকের অন্যতম দুই আধিকারিক নিমাই অধিকারীর মেয়ে এবং তপনকুমার কুলিয়ার ছেলে ৷ অভিযোগকারীদের দাবি, মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ সত্য সামন্তের বোনকেও ক্ষমতার অপব্যবহার করে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে ৷

সাধারণ নিয়ম অনুসারে, কো-অপারেটিভ সার্ভিস কমিশনের (Cooperative Service Commission) মাধ্যমে সমবায় ব্যাংকে নিয়োগ করা হয় ৷ কিন্তু, সংশ্লিষ্ট ক্ষেত্রে সমবায় মন্ত্রী অরূপ রায় অন্তত দু'বার এমন একটি নির্দেশিকায় অনুমোদন দিয়েছেন, যেখানে বলা হয়েছে, কমিশনের সিদ্ধান্তের বাইরে গিয়েও প্রয়োজন অনুসারে ব্য়াংক নতুন কর্মী ও আধিকারিক নিয়োগ করতে পারবে ৷ যা বেআইনি বলে জানিয়েছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় ৷

সূত্রের খবর, ওই সমবায় ব্যাংকে চাকরি পেতে মোট 2 হাজার 35 জন আবেদন করেছিলেন ৷ ব্যাংকের নির্দিষ্ট অ্য়াকাউন্টে সংশ্লিষ্ট 'ফি'-ও জমা করেছিলেন তাঁরা ৷ কিন্তু, ফি জমা দেওয়ার সেই তালিকায় 100টিরও বেশি নামের জায়গা ফাঁকা রেখে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ চাকরি প্রাপকদের মধ্যে অনেকের নাম মেধাতালিকায় নেই বলেও হাইকোর্টে জমা করা হলফনামায় দাবি করা হয়েছে ৷

কলকাতা, 25 অগস্ট: বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ হওয়ার কথা ছিল 52 জনের ৷ অথচ, নিয়োগ করা হয় 134 জনকে ! এমনই অভিযোগ উঠে এসেছে তমলুক ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে ৷ সূত্রের খবর, তমলুক ঘাটাল কেন্দ্রীয় সমবায় ব্যাংকে (Tamluk Ghatal Central Co-Operative Bank) নিয়ম বহির্ভূতভাবে অন্তত 82 জনকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে ৷

এই ঘটনায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একটি অতিরিক্ত হলফনামা জমা পড়েছে ৷ মামলাকারীদের আইনজীবী জানিয়েছেন, সংশ্লিষ্ট ব্যাংকে মোট 52টি শূন্য পদ ছিল ৷ সেই পদগুলিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ প্রশ্ন হল, 52টি পদে 134 জনকে নিয়োগ করা হল কীভাবে ? তার থেকেও বড় কথা, এই নিয়োগের ক্ষেত্রে একাধিকবার সমবায় মন্ত্রী অরূপ রায়ের কাছ থেকে সুপারিশ আদায় করা হয়েছে ৷ যা বেআইনি বলে দাবি করেছেন মামলাকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় ৷

ফলে আবারও রাজ্যে আবারও সামনে এল নয়া নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অভিযোগ ৷ এবার স্বজনপোষণের অভিযোগ উঠল রাজ্যের আর এক মন্ত্রী, সময়বায় দফতরের দায়িত্বে থাকা অরূপ রায়ের (Arup Roy) বিরুদ্ধে ৷ এর জন্য রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকেই দায়ী করা হচ্ছে ৷ এমনকী, বেআইনিভাবে চাকরি প্রাপকদের তালিকায় অরূপ রায়ের ঘনিষ্ঠ এক ব্যক্তির বোনও রয়েছেন বলে দাবি করা হয়েছে ৷ যদিও সংবাদমাধ্যমে এই অভিযোগ অস্বীকার করেছেন মন্ত্রী ৷

সমবায় মন্ত্রীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ৷

আরও পড়ুন: 31 অগস্ট ভার্চুয়ালি আদালতে পেশ অপাকে, সংশোধনাগারের আবেদনে সায় দিল ব্যাঙ্কশাল কোর্ট

সংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই ব্যংকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি প্রয়াত দেবব্রত দাসের ভাইপো চাকরি পেয়েছেন ৷ তাঁর এই নিয়োগ নিয়ে আদালতে প্রশ্ন তোলা হয়েছে ৷ একইভাবে, ব্যাংকের চেয়ারম্যান গোপালচন্দ্র মাইতির ভাইপোকেও চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ ব্যাংকের তৎকালীন ভারপ্রাপ্ত সিইও (বর্তমানে অবসরপ্রাপ্ত) প্রণয়কুমার চক্রবর্তীর ভাইপোও চাকরি প্রাপকদের তালিকায় রয়েছেন ৷ রয়েছেন, ব্যাংকের অন্যতম দুই আধিকারিক নিমাই অধিকারীর মেয়ে এবং তপনকুমার কুলিয়ার ছেলে ৷ অভিযোগকারীদের দাবি, মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ সত্য সামন্তের বোনকেও ক্ষমতার অপব্যবহার করে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে ৷

সাধারণ নিয়ম অনুসারে, কো-অপারেটিভ সার্ভিস কমিশনের (Cooperative Service Commission) মাধ্যমে সমবায় ব্যাংকে নিয়োগ করা হয় ৷ কিন্তু, সংশ্লিষ্ট ক্ষেত্রে সমবায় মন্ত্রী অরূপ রায় অন্তত দু'বার এমন একটি নির্দেশিকায় অনুমোদন দিয়েছেন, যেখানে বলা হয়েছে, কমিশনের সিদ্ধান্তের বাইরে গিয়েও প্রয়োজন অনুসারে ব্য়াংক নতুন কর্মী ও আধিকারিক নিয়োগ করতে পারবে ৷ যা বেআইনি বলে জানিয়েছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় ৷

সূত্রের খবর, ওই সমবায় ব্যাংকে চাকরি পেতে মোট 2 হাজার 35 জন আবেদন করেছিলেন ৷ ব্যাংকের নির্দিষ্ট অ্য়াকাউন্টে সংশ্লিষ্ট 'ফি'-ও জমা করেছিলেন তাঁরা ৷ কিন্তু, ফি জমা দেওয়ার সেই তালিকায় 100টিরও বেশি নামের জায়গা ফাঁকা রেখে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ চাকরি প্রাপকদের মধ্যে অনেকের নাম মেধাতালিকায় নেই বলেও হাইকোর্টে জমা করা হলফনামায় দাবি করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.