কলকাতা, 3 মার্চ : 16 হাজার 500 শূন্যপদে প্রাইমারি শিক্ষক নিয়োগের ওপর গত 22 ফেব্রুয়ারি স্থগিতাদেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ৷ সেই নির্দেশের বিরুদ্ধে এবার ডিভিশন বেঞ্চে আপিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে মামলাটি । পাশাপাশি যে সমস্ত প্রার্থীরা ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছিলেন তাঁরাও আজ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ।
গত 16 ফেব্রুয়ারি 15 হাজার 218 জনের একটি মেধাতালিকা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ । কিন্তু কোনও মেধাতালিকা প্রকাশ না করেই নিয়োগ প্রক্রিয়া চলছে, পাশাপাশি মেধাতালিকায় একাধিক অস্বচ্ছতার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেশকিছু প্রার্থী । প্রার্থীদের আবেদন শোনার পর বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ প্রাথমিক শিক্ষক নিয়োগের ওপর স্থগিতাদেশ জারি করেন । ফলে 16 হাজার 500 শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া থমকে যায় । বিচারপতি নির্দেশে দিয়েছিলেন, এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোরকম নিয়োগ করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ ।
আরও পড়ুন : প্রাথমিকে নিয়োগের উপর স্থগিতাদেশ হাইকোর্টের
এর আগে গত 23 ডিসেম্বর 16 হাজার 500 শূন্য পদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ । মূলত টেট উত্তীর্ণ ও যাঁদের প্রশিক্ষণ রয়েছে তাঁরা এই পদের জন্য আবেদন করতে পারবেন বলে পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল । গত জানুয়ারি মাসে সাত দিন ধরে শূন্যপদ পূরণের জন্য ইন্টারভিউ নেওয়া হয় । তারপর নিয়োগের একেবারে শেষ পর্যায়ে এসে হাইকোর্টে ধাক্কা খায় পর্ষদ । আজ সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ ।