ETV Bharat / city

WBPSC-র মাধ্যমে একাধিক বিভাগে কর্মী নিয়োগ

বন দপ্তর ও সায়েন্স টেকনোলজি বিভাগে কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার । ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ হবে ।

author img

By

Published : Aug 31, 2020, 7:01 AM IST

চাকরি
চাকরির খবর

কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন । বন দপ্তর ও সায়েন্স টেকনোলজি বিভাগে কর্মী নিয়োগ করা হবে । বন দপ্তরের জন্য সয়েল অ্যাসিস্ট্যান্ট সয়েল কেমিস্ট ও সায়েন্স টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি দপ্তরের জন্য জুনিয়র সায়েন্টিফিক অফিসার নিয়োগ করা হবে । এই পদগুলির জন্য অনলাইনে আবেদন করা যাবে ।

জুনিয়র সায়েন্টিফিক অফিসার

আসন : এই পদের জন্য আসন রয়েছে দু'টি

দপ্তর : সায়েন্স টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি

শিক্ষাগত যোগ্যতা :

  • এই পদের জন্য আবেদনকারীর মেকানিকাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে ।
  • ডিগ্রি স্কোর্সে আবেদনকারীর 55 শতাংশ নম্বর থাকতেই হবে ।
  • বিস্তারিত জানতে WBPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে (wbpsc.gov.in) নজর রাখুন ।

বয়সসীমা : আবেদনকারীর সর্বোচ্চ বয়স 36 বছর হতে হবে ।

বেতনসীমা : এই পদের জন্য মাসিক 15,600 থেকে 42,000 টাকা পর্যন্ত বেতন মিলবে ।

অ্যাসিস্ট্যান্ট সয়েল কেমিস্ট

আসন : এই পদের জন্য আসন রয়েছে একটি

দপ্তর : পশ্চিমবঙ্গ বন বিভাগ

শিক্ষাগত যোগ্যতা :

  • এই পদের জন্য আবেদনকারীর রসায়ন বা এগরিকালচারাল কেমিস্ট্রি বা সয়েল সায়েন্সে M.Sc ডিগ্রি থাকতে হবে ।
  • বোটানির অভিজ্ঞতা থাকতে হবে ।
  • দু'বছর সয়েল সায়েন্স নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ।

বয়সসীমা : আবেদনকারীর সর্বোচ্চ বয়স 36 বছর হতে হবে ।

বেতনসীমা : এই পদের জন্য মাসিক 15,600 থেকে 42,000 টাকা পর্যন্ত বেতন মিলবে ।

অ্যাপ্লিকেশন ফি : জেনেরাল ও OBC প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি 210 টাকা । SC, ST, PWD প্রার্থীদের কোনও অ্যাপ্লিকেশন ফি লাগবে না । অনলাইনে আবেদন করার সময় এই ফি দেওয়া যাবে । ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দেওয়া যাবে । আরও তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন ।

আবেদন করার প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা (wbpsc.gov.in)-এর মাধ্যমে আবেদন জানাতে পারেন । 2 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে । অ্যাপ্লিকেশন ফি দিয়ে অনলাইনে আবেদন করলে একটি রেজিস্ট্রেশন / অ্যাকনলেজমেন্ট স্লিপ দেখা যাবে কম্পিউটারের পর্দায় । সেটির প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে ।

গুরুত্বপূর্ণ তারিখ :

অনলাইনে আবেদন জমা দেওয়া শুরুর তারিখ : 13.08.2020

অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ : 02.09.2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন । বন দপ্তর ও সায়েন্স টেকনোলজি বিভাগে কর্মী নিয়োগ করা হবে । বন দপ্তরের জন্য সয়েল অ্যাসিস্ট্যান্ট সয়েল কেমিস্ট ও সায়েন্স টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি দপ্তরের জন্য জুনিয়র সায়েন্টিফিক অফিসার নিয়োগ করা হবে । এই পদগুলির জন্য অনলাইনে আবেদন করা যাবে ।

জুনিয়র সায়েন্টিফিক অফিসার

আসন : এই পদের জন্য আসন রয়েছে দু'টি

দপ্তর : সায়েন্স টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি

শিক্ষাগত যোগ্যতা :

  • এই পদের জন্য আবেদনকারীর মেকানিকাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে ।
  • ডিগ্রি স্কোর্সে আবেদনকারীর 55 শতাংশ নম্বর থাকতেই হবে ।
  • বিস্তারিত জানতে WBPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে (wbpsc.gov.in) নজর রাখুন ।

বয়সসীমা : আবেদনকারীর সর্বোচ্চ বয়স 36 বছর হতে হবে ।

বেতনসীমা : এই পদের জন্য মাসিক 15,600 থেকে 42,000 টাকা পর্যন্ত বেতন মিলবে ।

অ্যাসিস্ট্যান্ট সয়েল কেমিস্ট

আসন : এই পদের জন্য আসন রয়েছে একটি

দপ্তর : পশ্চিমবঙ্গ বন বিভাগ

শিক্ষাগত যোগ্যতা :

  • এই পদের জন্য আবেদনকারীর রসায়ন বা এগরিকালচারাল কেমিস্ট্রি বা সয়েল সায়েন্সে M.Sc ডিগ্রি থাকতে হবে ।
  • বোটানির অভিজ্ঞতা থাকতে হবে ।
  • দু'বছর সয়েল সায়েন্স নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ।

বয়সসীমা : আবেদনকারীর সর্বোচ্চ বয়স 36 বছর হতে হবে ।

বেতনসীমা : এই পদের জন্য মাসিক 15,600 থেকে 42,000 টাকা পর্যন্ত বেতন মিলবে ।

অ্যাপ্লিকেশন ফি : জেনেরাল ও OBC প্রার্থীদের জন্য অ্যাপ্লিকেশন ফি 210 টাকা । SC, ST, PWD প্রার্থীদের কোনও অ্যাপ্লিকেশন ফি লাগবে না । অনলাইনে আবেদন করার সময় এই ফি দেওয়া যাবে । ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দেওয়া যাবে । আরও তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন ।

আবেদন করার প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা (wbpsc.gov.in)-এর মাধ্যমে আবেদন জানাতে পারেন । 2 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে । অ্যাপ্লিকেশন ফি দিয়ে অনলাইনে আবেদন করলে একটি রেজিস্ট্রেশন / অ্যাকনলেজমেন্ট স্লিপ দেখা যাবে কম্পিউটারের পর্দায় । সেটির প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে ।

গুরুত্বপূর্ণ তারিখ :

অনলাইনে আবেদন জমা দেওয়া শুরুর তারিখ : 13.08.2020

অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ : 02.09.2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.