ETV Bharat / city

Polio Virus in Kolkata : করোনার সময় টিকাকরণে ঘাটতির কারণেই কি কলকাতায় ফের পোলিয়োর সন্ধান ?

19 জুন থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে পোলিও টিকাকরণের কর্মসূচি (Polio Vaccination Drive) ৷ করোনা সংক্রমণের কারণে পোলিয়ো টিকাকণে ঘাটতি হয়েছে বলে মানছেন স্বাস্থ্য কর্মীরা ৷

polio in kolkata
কলকাতায় পোলিয়ো ভাইরাস
author img

By

Published : Jun 16, 2022, 10:37 PM IST

Updated : Jun 17, 2022, 6:58 PM IST

কলকাতা, 16 জুন : রাজ্যে 11 বছর পর ফের দেখা মিলেছে পোলিয়ো ভাইরাসের (Polio Virus in Kolkata) । কলকাতার মেটিয়াবুরুজ এলাকার ড্রেনে মিলেছে এই ভাইরাসের নমুনা । করোনা সংক্রমণ যখন ফের মাথা তোলার ইঙ্গিত দিচ্ছে, তখন এই খবরে স্বাভাবিক ভাবেই চিন্তায় স্বাস্থ্য ভবন ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তৎপর স্বাস্থ্য ভবন । আগামী 19 জুন থেকে শুরু হচ্ছে পোলিয়ো বিরোধী সচেতনতামূলক প্রচার ও টিকাকরণ কর্মসূচি ৷

মনে করা হচ্ছে, গত দু-আড়াই বছর করোনার বাড়বাড়ন্তের সময় ঘটতি তৈরি হয়েছিল পোলিয়োর টিকাকরণে ৷ তথ্য বলছে 2014 সালে পোলিয়ো মুক্ত দেশের স্বীকৃতি পেয়েছে ভারত ৷ কিন্তু তার পরেও মিলল এই ভাইরাসের খোঁজ ৷ কলকাতার মেটিয়াবুরুজ এলাকার 15 নম্বর ওয়ার্ডের ড্রেনে খোঁজ মিলেছে পোলিয়ো ভাইরাসের । নমুনায় পোলিয়োর জীবাণু (ভিডিপিভি, টাইপ-1) পাওয়া গিয়েছে ।

এপ্রসঙ্গে ভাইরোলজিস্ট সুমন পোদ্দার বলেন,"যে ভ্যাকসিন নিয়ে এত আলোচনা হচ্ছে তা আসলে ভ্যাকসিনের ভাইরাস । পোলিয়ো হয় তিন প্রকারের ৷ টাইপ 1, টাইপ 2 ও টাইপ 3 । টাইপ 2 ও টাইপ 3 এখন নেই । তবে ওরাল পোলিয়ো ভ্যাকসিনের মাধ্যমে এই তিন ধরনের ভাইরাসকেই বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করে অবস্থায় শরীরে প্রবেশ করানো হয় ৷ এবার এই যে টাইপ 1 ভ্যাকসিন এক্ষেত্রে দেওয়া হচ্ছে, ভাইরাস শরীরে ঢুকছে । তবে তা কোনও ক্ষতি করতে পারবে না ।"

19 জুন থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে পোলিও টিকাকরণের কর্মসূচি

আরও পড়ুন : 11 বছর পর ফের তিলোত্তমায় মিলল পোলিয়ো ভাইরাস, চিন্তায় পৌরনিগমের কর্তারা

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজলকৃষ্ণ বণিক বলেছেন, "যে পোলিয়ো ভাইরাস পাওয়া গিয়েছে তা দু'ভাবে আসতে পারে ৷ হতে পারে কোনও পোলিয়ো আক্রান্ত ব্যাক্তির মল মারফৎ এই ভাইরাস নির্গত হয়েছে ৷ অথবা হয়তো কোনও শিশুকে সম্প্রতি পোলিওর ওরাল ভ্যাকসিন দেওয়া হয়েছে, তার মত থেকে এটি এসেছে । কোভিডের সময় পোলিয়ো টিকাকরণ সম্পূর্ণভাবে করা সম্ভবপর হয়নি । তবে তিনটে জিনিস মাথায় রাখতে হবে । এক, সব শিশুকে পোলিয়ো ভাইরাসের ভ্যাকসিন নিতে হবে, সেবিষয়ে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে । দুই, নিকাশি ব্যবস্থা আর পানীয় জলের ব্যবস্থা যেন এক না হয় তা খেয়াল রাখতে হবে । তিন, কোভিডের মতো স্বাস্থ্যবিধি মানতে হবে ।"

এবিষয়ে স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধান্ত নিয়োগী বলেন, "কোভিডের সময় সত্যি আমাদের পোলিয়ো টিকাকরণে ঘাটতি হয়েছে । তবে এবার তার মেরামতি শুরু হয়েছে । এছাড়া, ভ্যাকসিন ভাইরাসের সংখ্যা বাড়ালে ওয়াইল্ড ভাইরাসের সংখ্যা কমবে । এটা আমাদের রুটিন নমুনা পরীক্ষা । সেটাই দেখা হচ্ছে এখন ।" অন্যদিকে 19 জুন থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে পোলিও টিকাকরণের কর্মসূচি ৷

কলকাতা, 16 জুন : রাজ্যে 11 বছর পর ফের দেখা মিলেছে পোলিয়ো ভাইরাসের (Polio Virus in Kolkata) । কলকাতার মেটিয়াবুরুজ এলাকার ড্রেনে মিলেছে এই ভাইরাসের নমুনা । করোনা সংক্রমণ যখন ফের মাথা তোলার ইঙ্গিত দিচ্ছে, তখন এই খবরে স্বাভাবিক ভাবেই চিন্তায় স্বাস্থ্য ভবন ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তৎপর স্বাস্থ্য ভবন । আগামী 19 জুন থেকে শুরু হচ্ছে পোলিয়ো বিরোধী সচেতনতামূলক প্রচার ও টিকাকরণ কর্মসূচি ৷

মনে করা হচ্ছে, গত দু-আড়াই বছর করোনার বাড়বাড়ন্তের সময় ঘটতি তৈরি হয়েছিল পোলিয়োর টিকাকরণে ৷ তথ্য বলছে 2014 সালে পোলিয়ো মুক্ত দেশের স্বীকৃতি পেয়েছে ভারত ৷ কিন্তু তার পরেও মিলল এই ভাইরাসের খোঁজ ৷ কলকাতার মেটিয়াবুরুজ এলাকার 15 নম্বর ওয়ার্ডের ড্রেনে খোঁজ মিলেছে পোলিয়ো ভাইরাসের । নমুনায় পোলিয়োর জীবাণু (ভিডিপিভি, টাইপ-1) পাওয়া গিয়েছে ।

এপ্রসঙ্গে ভাইরোলজিস্ট সুমন পোদ্দার বলেন,"যে ভ্যাকসিন নিয়ে এত আলোচনা হচ্ছে তা আসলে ভ্যাকসিনের ভাইরাস । পোলিয়ো হয় তিন প্রকারের ৷ টাইপ 1, টাইপ 2 ও টাইপ 3 । টাইপ 2 ও টাইপ 3 এখন নেই । তবে ওরাল পোলিয়ো ভ্যাকসিনের মাধ্যমে এই তিন ধরনের ভাইরাসকেই বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করে অবস্থায় শরীরে প্রবেশ করানো হয় ৷ এবার এই যে টাইপ 1 ভ্যাকসিন এক্ষেত্রে দেওয়া হচ্ছে, ভাইরাস শরীরে ঢুকছে । তবে তা কোনও ক্ষতি করতে পারবে না ।"

19 জুন থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে পোলিও টিকাকরণের কর্মসূচি

আরও পড়ুন : 11 বছর পর ফের তিলোত্তমায় মিলল পোলিয়ো ভাইরাস, চিন্তায় পৌরনিগমের কর্তারা

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজলকৃষ্ণ বণিক বলেছেন, "যে পোলিয়ো ভাইরাস পাওয়া গিয়েছে তা দু'ভাবে আসতে পারে ৷ হতে পারে কোনও পোলিয়ো আক্রান্ত ব্যাক্তির মল মারফৎ এই ভাইরাস নির্গত হয়েছে ৷ অথবা হয়তো কোনও শিশুকে সম্প্রতি পোলিওর ওরাল ভ্যাকসিন দেওয়া হয়েছে, তার মত থেকে এটি এসেছে । কোভিডের সময় পোলিয়ো টিকাকরণ সম্পূর্ণভাবে করা সম্ভবপর হয়নি । তবে তিনটে জিনিস মাথায় রাখতে হবে । এক, সব শিশুকে পোলিয়ো ভাইরাসের ভ্যাকসিন নিতে হবে, সেবিষয়ে প্রশাসনকে দায়িত্ব নিতে হবে । দুই, নিকাশি ব্যবস্থা আর পানীয় জলের ব্যবস্থা যেন এক না হয় তা খেয়াল রাখতে হবে । তিন, কোভিডের মতো স্বাস্থ্যবিধি মানতে হবে ।"

এবিষয়ে স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধান্ত নিয়োগী বলেন, "কোভিডের সময় সত্যি আমাদের পোলিয়ো টিকাকরণে ঘাটতি হয়েছে । তবে এবার তার মেরামতি শুরু হয়েছে । এছাড়া, ভ্যাকসিন ভাইরাসের সংখ্যা বাড়ালে ওয়াইল্ড ভাইরাসের সংখ্যা কমবে । এটা আমাদের রুটিন নমুনা পরীক্ষা । সেটাই দেখা হচ্ছে এখন ।" অন্যদিকে 19 জুন থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে পোলিও টিকাকরণের কর্মসূচি ৷

Last Updated : Jun 17, 2022, 6:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.