ETV Bharat / city

Arpita Ghosh : জাতীয়স্তরের কোনও নেতাকে রাজ্যসভায় পাঠাতেই কি পদত্যাগ অর্পিতার ?

রাজ্যসভা থেকে তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষের পদত্যাগের কারণ নিয়ে শুরু জল্পনা ৷ ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, জাতীয়স্তরে পরিচিত কোনও নেতাকে রাজ্যসভায় জায়গা করে দিতেই ইস্তফা দিয়েছেন অর্পিতা ৷ সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই একাজ করেছেন তিনি ৷

reason behind Arpita Ghosh's resignation from Rajya Sabha
Arpita Gosh : জাতীয়স্তরে পরিচিত নেতাদের রাজ্যসভায় পাঠাতেই কি পদত্যাগ অর্পিতার ?
author img

By

Published : Sep 16, 2021, 3:32 PM IST

Updated : Sep 16, 2021, 3:39 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর : তৃণমূল সাংসদ আর্পিতা ঘোষের পদত্যাগ কি শুধুই বাংলার হয়ে কাজ করার জন্য ? বুধবার যেভাবে হঠাৎ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা বিশিষ্ট নাট্যকার অর্পিতা ঘোষের (Arpita Ghosh) সাংসদ পদে ইস্তফা দেওয়ার খবর প্রকাশ্যে এসেছিল, তাতে অনেকের মনেই প্রশ্ন উঠেছিল, হঠাৎ কেন এই পদত্যাগ ! যদিও রাতের দিকে তাঁর অবস্থান স্পষ্ট করতে তৃণমূল কংগ্রেসের (AITC) তরফ থেকে অর্পিতা ঘোষের লেখা একটি চিঠি প্রকাশ্যে নিয়ে আসা হয় ৷ চিঠিটি অর্পিতা নিজেই লিখছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ৷ তাতে অর্পিতা লিখেছেন, রাজ্যের সাংগঠনিক কাজের দিকে মনোনিবেশ করতেই তাঁর এই পদত্যাগ ৷

আরও পড়ুন : Arpita Ghosh : আচমকা রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা অর্পিতা ঘোষের

চিঠিতে তাঁকে সাংগঠনিক কাজ করতে দেওয়ার সুযোগ চেয়েছেন বালুরঘাটের প্রাক্তন সাংসদ ৷ তিনি লিখেছেন, ‘‘বিধানসভা নির্বাচনে বড় জয়ের পর থেকেই ভাবছিলাম, দলের কাজ কীভাবে করব ? আমাকে যদি বাংলায় দলের কাজ করার সুযোগ দেওয়া হয়, তাহলে সাংসদ (MP) পদে না থেকে সেই কাজ করতে আমি বেশি আগ্রহী ৷ আমার লক্ষ্য স্পষ্ট ৷ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে আমি বাংলার কাজ করতে চাই ৷’’ চিঠিতে অর্পিতা স্পষ্ট লিখেছেন, ‘‘আমার মনে হয় রাজ্যসভার সাংসদ (Rajya sabha MP) পদ থেকে ইস্তফা দিয়ে বাংলায় এসে কাজ করতে পারলেই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারব ৷’’

অর্পিতার বক্তব্য, রাজনৈতিক জীবনে তাঁর দল তাঁকে অনেক কিছু দিয়েছে ৷ তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘তৃণমূল কংগ্রেসের সদস্য হিসাবে অনেক কাজ করার সুযোগ পেয়েছি ৷ তা উপভোগও করেছি ৷ লোকসভার সাংসদ থেকে শুরু করে দলের জেলা সভাপতি, রাজ্যসভার সাংসদ পদ, দল আমাকে অনেক দায়িত্ব দিয়েছে ৷ সেজন্য দলের কাছে আমি কৃতজ্ঞ ৷’’

প্রসঙ্গত, 2014 সালে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট আসন থেকে তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হন অর্পিতা ৷ কিন্তু উনিশের ভোটে তিনি আর জিততে পারেননি ৷ তাই লোকসভার পর দল তাঁকে রাজ্যসভায় প্রতিনিধি করে পাঠায় ৷ পরে দক্ষিণ দিনাজপুরে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির পদও দেওয়া হয় অর্পিতাকে ৷ তবে, কিছুদিন আগে সেই পদ থেকেও অর্পিতাকে সরিয়ে দেওয়া হয়েছে ৷

অর্পিতা তাঁর চিঠিতে স্বেচ্ছায় সাংসদ পদে ইস্তফা দেওয়ার কথা বললেও তৃণমূল সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই এই পদক্ষেপ করেছেন তিনি ৷ আসলে এই মুহূর্তে সর্বভারতীয় রাজনীতিতে নিজেদের গুরুত্ব বাড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস ৷ সেই লক্ষ্যেই এবার অর্পিতার জায়গায় কোনও সর্বভারতীয় নেতা বা নেত্রীকে সাংসদ হিসাবে রাজ্যসভায় পাঠানো হতে পারে ৷ সূত্রের খবর, অর্পিতা একা নন, রাজ্যসভার আরও এক সাংসদের কাজও তেমন পছন্দ নয় দলীয় নেতৃত্বের ৷ তাঁর দিকেও নজর রাখা হচ্ছে ৷ ফলে আগামী দিনে এমন আরও কেউ পদত্যাগ করলে অবাক হওয়ার কিছু থাকবে না ৷

আরও পড়ুন : Priyanka Tibrewal : ভবানীপুরে প্রচারে বেরিয়ে পুলিশের সঙ্গে বচসা প্রিয়াঙ্কার

এই বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষক তথা প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায়কে (Amal Mukherjee) প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘প্রকাশ্যে রাজ্যে কাজ করার কথা বলা হলেও অর্পিতা ঘোষের পদত্যাগের পিছনে শুধুমাত্র এটাই কারণ বলে মনে হয় না ৷ সম্ভবত সর্বভারতীয় নেতাদের জায়গা করে দিতেই তাঁকে পদত্যাগ করতে হল ৷ আমার মনে হয় অর্পিতা ঘোষের পদত্যাগ দলের একটি সুপরিকল্পিত পদক্ষেপ ৷ বাস্তবে বিষয়টা কী, তা জানার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে ৷’’

কলকাতা, 16 সেপ্টেম্বর : তৃণমূল সাংসদ আর্পিতা ঘোষের পদত্যাগ কি শুধুই বাংলার হয়ে কাজ করার জন্য ? বুধবার যেভাবে হঠাৎ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা বিশিষ্ট নাট্যকার অর্পিতা ঘোষের (Arpita Ghosh) সাংসদ পদে ইস্তফা দেওয়ার খবর প্রকাশ্যে এসেছিল, তাতে অনেকের মনেই প্রশ্ন উঠেছিল, হঠাৎ কেন এই পদত্যাগ ! যদিও রাতের দিকে তাঁর অবস্থান স্পষ্ট করতে তৃণমূল কংগ্রেসের (AITC) তরফ থেকে অর্পিতা ঘোষের লেখা একটি চিঠি প্রকাশ্যে নিয়ে আসা হয় ৷ চিঠিটি অর্পিতা নিজেই লিখছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ৷ তাতে অর্পিতা লিখেছেন, রাজ্যের সাংগঠনিক কাজের দিকে মনোনিবেশ করতেই তাঁর এই পদত্যাগ ৷

আরও পড়ুন : Arpita Ghosh : আচমকা রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা অর্পিতা ঘোষের

চিঠিতে তাঁকে সাংগঠনিক কাজ করতে দেওয়ার সুযোগ চেয়েছেন বালুরঘাটের প্রাক্তন সাংসদ ৷ তিনি লিখেছেন, ‘‘বিধানসভা নির্বাচনে বড় জয়ের পর থেকেই ভাবছিলাম, দলের কাজ কীভাবে করব ? আমাকে যদি বাংলায় দলের কাজ করার সুযোগ দেওয়া হয়, তাহলে সাংসদ (MP) পদে না থেকে সেই কাজ করতে আমি বেশি আগ্রহী ৷ আমার লক্ষ্য স্পষ্ট ৷ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে আমি বাংলার কাজ করতে চাই ৷’’ চিঠিতে অর্পিতা স্পষ্ট লিখেছেন, ‘‘আমার মনে হয় রাজ্যসভার সাংসদ (Rajya sabha MP) পদ থেকে ইস্তফা দিয়ে বাংলায় এসে কাজ করতে পারলেই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারব ৷’’

অর্পিতার বক্তব্য, রাজনৈতিক জীবনে তাঁর দল তাঁকে অনেক কিছু দিয়েছে ৷ তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘তৃণমূল কংগ্রেসের সদস্য হিসাবে অনেক কাজ করার সুযোগ পেয়েছি ৷ তা উপভোগও করেছি ৷ লোকসভার সাংসদ থেকে শুরু করে দলের জেলা সভাপতি, রাজ্যসভার সাংসদ পদ, দল আমাকে অনেক দায়িত্ব দিয়েছে ৷ সেজন্য দলের কাছে আমি কৃতজ্ঞ ৷’’

প্রসঙ্গত, 2014 সালে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট আসন থেকে তৃণমূলের টিকিটে জিতে সাংসদ হন অর্পিতা ৷ কিন্তু উনিশের ভোটে তিনি আর জিততে পারেননি ৷ তাই লোকসভার পর দল তাঁকে রাজ্যসভায় প্রতিনিধি করে পাঠায় ৷ পরে দক্ষিণ দিনাজপুরে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির পদও দেওয়া হয় অর্পিতাকে ৷ তবে, কিছুদিন আগে সেই পদ থেকেও অর্পিতাকে সরিয়ে দেওয়া হয়েছে ৷

অর্পিতা তাঁর চিঠিতে স্বেচ্ছায় সাংসদ পদে ইস্তফা দেওয়ার কথা বললেও তৃণমূল সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই এই পদক্ষেপ করেছেন তিনি ৷ আসলে এই মুহূর্তে সর্বভারতীয় রাজনীতিতে নিজেদের গুরুত্ব বাড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস ৷ সেই লক্ষ্যেই এবার অর্পিতার জায়গায় কোনও সর্বভারতীয় নেতা বা নেত্রীকে সাংসদ হিসাবে রাজ্যসভায় পাঠানো হতে পারে ৷ সূত্রের খবর, অর্পিতা একা নন, রাজ্যসভার আরও এক সাংসদের কাজও তেমন পছন্দ নয় দলীয় নেতৃত্বের ৷ তাঁর দিকেও নজর রাখা হচ্ছে ৷ ফলে আগামী দিনে এমন আরও কেউ পদত্যাগ করলে অবাক হওয়ার কিছু থাকবে না ৷

আরও পড়ুন : Priyanka Tibrewal : ভবানীপুরে প্রচারে বেরিয়ে পুলিশের সঙ্গে বচসা প্রিয়াঙ্কার

এই বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষক তথা প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায়কে (Amal Mukherjee) প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘প্রকাশ্যে রাজ্যে কাজ করার কথা বলা হলেও অর্পিতা ঘোষের পদত্যাগের পিছনে শুধুমাত্র এটাই কারণ বলে মনে হয় না ৷ সম্ভবত সর্বভারতীয় নেতাদের জায়গা করে দিতেই তাঁকে পদত্যাগ করতে হল ৷ আমার মনে হয় অর্পিতা ঘোষের পদত্যাগ দলের একটি সুপরিকল্পিত পদক্ষেপ ৷ বাস্তবে বিষয়টা কী, তা জানার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে ৷’’

Last Updated : Sep 16, 2021, 3:39 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.