ETV Bharat / city

Bengal Govt-Governor Dispute : রাজ্যপালের বিরুদ্ধে পথে নামার পক্ষে সওয়াল রাজনৈতিক বিশেষজ্ঞদের - রাজ্যপাল জগদীপ ধনকড়

রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Bengal Governor Jagdeep Dhankhar) সঙ্গে রাজ্য সরকারের বিরোধ রোজই হয় ৷ এবার এই ইস্যুতে সংসদে প্রস্তাব আনার কথা ভাবছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ আর তা হবে রাজ্যপালকে সরানোর প্রস্তাব ৷ বিধানসভাতেও আনা হতে পারে নিন্দা প্রস্তাব ৷

reaction of political expert on bengal govt and governor dispute
Bengal Govt-Governor Dispute : রাজ্যপালের বিরুদ্ধে পথে নামলেই সঠিক প্রতিবাদ হবে, মত রাজনৈতিক বিশেষজ্ঞদের
author img

By

Published : Jan 28, 2022, 6:56 PM IST

কলকাতা, 28 জানুয়ারি : রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Bengal Governor Jagdeep Dhankhar) অপসারণের জন্য সংসদে প্রস্তাব আনার কথা ভাবছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ অন্যদিকে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও (West Bengal Assembly) নিন্দা প্রস্তাব নিয়ে আসার জন্য তোড়জোড় শুরু হয়েছে শাসকদলের তরফে । কিন্তু এই প্রস্তাব আনা কতটা যুক্তিযুক্ত, তা নিয়েই ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

শুক্রবার এই প্রসঙ্গে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক তথা শিক্ষাবিদ এবং প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায় বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগের বাস্তব কোনও যুক্তি রয়েছে বলে আমি মনে করি না । সব সময় মনে রাখতে হবে সংসদ বা আইনসভায় তাঁদের বিরুদ্ধেই নিন্দা প্রস্তাব আনা যায়, যাঁরা সেই কক্ষের সদস্য । রাজ্যপাল সংসদের উভয় পক্ষ বা রাজ্য বিধানসভার সদস্য নন ৷ ফলে তাঁর বিরুদ্ধে এহেন পদক্ষেপ কখনওই যুক্তিযুক্ত হতে পারে না ।’’

তিনি আরও বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস বলছে, সংসদের উভয়কক্ষে রাজ্যপালের বিরুদ্ধে স্বতন্ত্র প্রস্তাব নিয়ে আসবে । বাস্তব হল, এই প্রস্তাব আনার চেষ্টা হলেও তা গৃহীত হবে না । রাজ্য সরকার চাইলে রাজ্যপালের অপসারণ চেয়ে আদালতে যেতে পারেন । কিন্তু রাজ্যপাল পদে থাকাকালীন কারও বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না । এখানেই শেষ নয়, রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে চাইলে সংসদের উভয় কক্ষে প্রস্তাব এনে তাঁকে ইমপিচমেন্ট করা যায় । তবে রাজ্যপালের ক্ষেত্রে তা কার্যকর নয় ।’’ আর সেই কারণেই তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ হাস্যকর বলে মনে করছেন তিনি ।

আরও পড়ুন : TMC on Dhankhar : ধনকড়ের পদ খারিজে সংসদে প্রস্তাব আনার ভাবনা তৃণমূলের

অপর রাজনৈতিক বিশ্লেষক শুভাশিস মৈত্র বলেন, ‘‘জাতীয় রাজনীতিতে রাজ্য-রাজ্যপাল সংঘাত দীর্ঘদিনের । বিষয়টি যত সহজে মনে করা হচ্ছে মিটে যাবে, তা কিন্তু নয় । এই মুহূর্তে শুধু পশ্চিমবঙ্গ নয়, অবিজেপি শাসিত রাজ্যগুলিতেই এ ধরনের সংঘাত সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । যদি অতীত অনুসন্ধান করা যায়, সেই ক্ষেত্রে দেখা যাবে এই সংঘাতের ক্ষেত্র কিন্তু প্রস্তুত করা হয়েছিল সংবিধানেই । ভারত শাসন আইনের যে ধারার উপর ভিত্তি করে রাজ্যপাল নিয়োগ এবং ক্ষমতার কথা বর্ণিত হয়েছে, তা ব্রিটিশ আমলে তৈরি । সংবিধান তৈরির সময়ও তাকে খুব বেশি পরিবর্তন করা হয়নি । ফলে এই সমস্যাটা এতটা সহজে মেটার নয় ।’’

একই সঙ্গে তিনি বলেন, ‘‘বর্তমানে তৃণমূল কংগ্রেস যে পদক্ষেপ নিয়েছে বা নেওয়ার কথা বলছে তা বাস্তবোচিত নয় । প্রথমত এই মুহূর্তে উভয় পক্ষে কোনও প্রস্তাব পাস করাতে হলে যে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন, তা তৃণমূলের হাতে নেই । শুধু এতে হইচই ছাড়া আর কিছু হবে না ।’’

তবে রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই মনে করছেন, রাজ্যপাল বহু ক্ষেত্রে এমন পদক্ষেপ নিচ্ছেন, যা নির্বাচিত রাজ্য সরকারের মেনে নেওয়া সম্ভব নয় ৷ ফলে এই ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক । অতীতে রাজ্যপালের বিরুদ্ধে পথে নামার নিদর্শনও পশ্চিমবঙ্গে রয়েছে । তাই আইনসভার আঙিনায় না গিয়ে তৃণমূল কংগ্রেস যদি রাজ্যপালের বিরুদ্ধে পথে নামে, সেটাই অনেক বেশি প্রশাসনিক প্রধান হিসাবে রাজ্যপালকে প্রশ্নের মুখে ফেলা যাবে বলে মনে করছেন তাঁরা ।

আরও পড়ুন : TMC Attacks Dhankhar : আপনি কে ? জাগোবাংলায় তৃণমূলের প্রশ্ন ধনকড়কে

কলকাতা, 28 জানুয়ারি : রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Bengal Governor Jagdeep Dhankhar) অপসারণের জন্য সংসদে প্রস্তাব আনার কথা ভাবছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ অন্যদিকে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও (West Bengal Assembly) নিন্দা প্রস্তাব নিয়ে আসার জন্য তোড়জোড় শুরু হয়েছে শাসকদলের তরফে । কিন্তু এই প্রস্তাব আনা কতটা যুক্তিযুক্ত, তা নিয়েই ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

শুক্রবার এই প্রসঙ্গে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক তথা শিক্ষাবিদ এবং প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায় বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগের বাস্তব কোনও যুক্তি রয়েছে বলে আমি মনে করি না । সব সময় মনে রাখতে হবে সংসদ বা আইনসভায় তাঁদের বিরুদ্ধেই নিন্দা প্রস্তাব আনা যায়, যাঁরা সেই কক্ষের সদস্য । রাজ্যপাল সংসদের উভয় পক্ষ বা রাজ্য বিধানসভার সদস্য নন ৷ ফলে তাঁর বিরুদ্ধে এহেন পদক্ষেপ কখনওই যুক্তিযুক্ত হতে পারে না ।’’

তিনি আরও বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস বলছে, সংসদের উভয়কক্ষে রাজ্যপালের বিরুদ্ধে স্বতন্ত্র প্রস্তাব নিয়ে আসবে । বাস্তব হল, এই প্রস্তাব আনার চেষ্টা হলেও তা গৃহীত হবে না । রাজ্য সরকার চাইলে রাজ্যপালের অপসারণ চেয়ে আদালতে যেতে পারেন । কিন্তু রাজ্যপাল পদে থাকাকালীন কারও বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না । এখানেই শেষ নয়, রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে চাইলে সংসদের উভয় কক্ষে প্রস্তাব এনে তাঁকে ইমপিচমেন্ট করা যায় । তবে রাজ্যপালের ক্ষেত্রে তা কার্যকর নয় ।’’ আর সেই কারণেই তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ হাস্যকর বলে মনে করছেন তিনি ।

আরও পড়ুন : TMC on Dhankhar : ধনকড়ের পদ খারিজে সংসদে প্রস্তাব আনার ভাবনা তৃণমূলের

অপর রাজনৈতিক বিশ্লেষক শুভাশিস মৈত্র বলেন, ‘‘জাতীয় রাজনীতিতে রাজ্য-রাজ্যপাল সংঘাত দীর্ঘদিনের । বিষয়টি যত সহজে মনে করা হচ্ছে মিটে যাবে, তা কিন্তু নয় । এই মুহূর্তে শুধু পশ্চিমবঙ্গ নয়, অবিজেপি শাসিত রাজ্যগুলিতেই এ ধরনের সংঘাত সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । যদি অতীত অনুসন্ধান করা যায়, সেই ক্ষেত্রে দেখা যাবে এই সংঘাতের ক্ষেত্র কিন্তু প্রস্তুত করা হয়েছিল সংবিধানেই । ভারত শাসন আইনের যে ধারার উপর ভিত্তি করে রাজ্যপাল নিয়োগ এবং ক্ষমতার কথা বর্ণিত হয়েছে, তা ব্রিটিশ আমলে তৈরি । সংবিধান তৈরির সময়ও তাকে খুব বেশি পরিবর্তন করা হয়নি । ফলে এই সমস্যাটা এতটা সহজে মেটার নয় ।’’

একই সঙ্গে তিনি বলেন, ‘‘বর্তমানে তৃণমূল কংগ্রেস যে পদক্ষেপ নিয়েছে বা নেওয়ার কথা বলছে তা বাস্তবোচিত নয় । প্রথমত এই মুহূর্তে উভয় পক্ষে কোনও প্রস্তাব পাস করাতে হলে যে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন, তা তৃণমূলের হাতে নেই । শুধু এতে হইচই ছাড়া আর কিছু হবে না ।’’

তবে রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই মনে করছেন, রাজ্যপাল বহু ক্ষেত্রে এমন পদক্ষেপ নিচ্ছেন, যা নির্বাচিত রাজ্য সরকারের মেনে নেওয়া সম্ভব নয় ৷ ফলে এই ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক । অতীতে রাজ্যপালের বিরুদ্ধে পথে নামার নিদর্শনও পশ্চিমবঙ্গে রয়েছে । তাই আইনসভার আঙিনায় না গিয়ে তৃণমূল কংগ্রেস যদি রাজ্যপালের বিরুদ্ধে পথে নামে, সেটাই অনেক বেশি প্রশাসনিক প্রধান হিসাবে রাজ্যপালকে প্রশ্নের মুখে ফেলা যাবে বলে মনে করছেন তাঁরা ।

আরও পড়ুন : TMC Attacks Dhankhar : আপনি কে ? জাগোবাংলায় তৃণমূলের প্রশ্ন ধনকড়কে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.