কলকাতা, 4 মে : আজ ফণী বিপর্যয়ের আশঙ্কা কেটে যাওয়ার পর ফের স্বাভাবিক ছন্দে ফিরছে কলকাতা । আজ সকালে আকাশ পরিষ্কার হতেই ধর্মতলার ব্যবসায়ীরা সাজিয়ে বসেন নিজেদের পসরা । গতকাল ধর্মতলা চত্বরে বেশিরভাগ দোকানই ছিল বন্ধ। সন্ধের পর থেকেই ফণীর আতঙ্কে জনশূন্য হয়ে পড়েছিল কর্মব্যস্ত ধর্মতলা চত্বর। ফণীর প্রভাব কেটে যাওয়ার পরই আজ সকাল থেকে পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা । স্বাভাবিকভাবেই দোকানে ভিড় জমান ক্রেতারাও ।
ধর্মতলা চত্বরের ব্যবসায়ীরা জানান, ঝড়-বৃষ্টিতে তাদের মালপত্র ভিজে নষ্ট হতে পারে সেই আশঙ্কাতেই গতকাল দোকান বন্ধ রেখেছিলেন। আজ সকালে আকাশ পরিষ্কার দেখে দোকান খুলেছেন। তবে বিপদের ঝুঁকি নিয়ে গুটিকয় ব্যবসায়ী গতকাল দোকান খুলেছিলেন শুধুমাত্র পেটের দায়ে । গতকাল ফণীর তাণ্ডবের আশঙ্কায় বেশিরভাগ অফিসই তাড়াতাড়ি ছুটি হয়ে যায় । ফলে অন্য দিনের তুলনায় গতকাল রাস্তাঘাটও ফাঁকা হয়ে যায় দ্রুত ।
যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ফণী দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। সেটা ক্রমশ বাংলাদেশের দিকে এগোচ্ছে । আগামী কয়েক ঘন্টায় ফণী আরও দুর্বল হয়ে সাধারণ একটা নিম্নচাপে পরিণত হবে। তবে ফণীর তাণ্ডবের ভয় এখনও মানুষের মনে রয়েছে।