কলকাতা, 19 জুলাই: সরকারের বিরুদ্ধে বেআইনি কাজ করানোর অভিযোগ তুললেন রেশন ডিলাররা । একই সঙ্গে রাজ্যজুড়ে দুয়ারে রেশন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাঁদের তরফে(Ration Dealers Protest against state govt in Esplanade) । সোমবার কলকাতা পৌরসভার কেন্দ্রীয় ভবনের পাশে হগ মার্কেটে বিশাল সমাবেশের আয়োজন করে জয়েন্ট ফ্রম ফর ওয়েস্ট বেঙ্গল রেশন ডিলার এবং অল ইন্ডিয়া শেয়ার প্রাইস সপ ডিলারস ফেডারেশন । সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো ডিলার উপস্থিত হন ৷ নিজের দাবি-দাওয়ার কথা তুলে ধরেন ।
ডিলার সংগঠনের অভিযোগ, "অনেক আগেই রাজ্যের বহু জায়গায় দুয়ারের রেশন বন্ধ করে দেওয়া হয়েছে । যে সমস্ত ডিলাররা দুয়ারের রেশন চালু রেখেছেন, তাঁরা অন্যায় করেছেন । বহু জায়গায় রাজ্য সরকার প্রশাসনিক ক্ষমতা কাজে লাগিয়ে দুয়ারে রেশন চালু রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে ।" আগামীতে কোনওভাবেই দুয়ারে রেশন চালু রাখা হবে না বলেও জানান রেশন ডিলারদের একাংশ ।
সংগঠনের আরও অভিযোগ, গত বছর নভেম্বরে দুয়ারে রেশন চালু করার জন্য দুজন কর্মচারী নিয়োগ ও একটা গাড়ি কেনার কথা বলেছিল রাজ্য সরকার । সেক্ষেত্রে, কর্মচারীদের পারিশ্রমিক সরকার দেবে এবং গাড়ি কিনতে 1 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল । কিন্তু নয় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত একটি টাকাও সরকারি তরফে পাওয়া যায়নি বলেও অভিযোগ ।
আরও পড়ুন: জাত তুলে হেনস্থা! অভিযোগ কলকাতা পৌরনিগমের নিকাশি বিভাগের ডিজি'র বিরুদ্ধে
পরে তাঁদের প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও খাদ্যমন্ত্রী রথীন ঘোষের দফতরে স্নারকলিপি জমা দেন । তার আগে প্লাস্টিকের বস্তা পুড়িয়ে প্রতিবাদ জানান তাঁরা । তাঁদের বক্তব্য, সরকার রেশন ডিলারদের দিয়ে অন্যায় কাজ করাচ্ছে । দেশজুড়ে প্লাস্টিক বন্ধ হলেও আটার প্যাকেট কিংবা রেশনের অন্যান্য সামগ্রী প্যাকিং-এ প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হচ্ছে । যা তাঁরা করতে চান না ।