ETV Bharat / city

Rally on Post Poll Violence : 'ভোট-পরবর্তী হিংসা'র বর্ষপূর্তিতে হাইকোর্টে বিজেপিপন্থী আইনজীবীদের মিছিল - Rally on Post Poll Violence

ভোট-পরবর্তী হিংসার এক বছর অতিক্রান্ত ৷ সেই উপলক্ষে কলকাতা হাইকোর্টে মিছিল করল বিজেপিপন্থী আইনজীবীরা 'ভোট-পরবর্তী হিংসা'র ঘটনায় কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল (Rally on one year of post poll violence from BJP legal wing) ৷ সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে পাঁচ বিচারপতির এক বিশেষ বেঞ্চ গঠিত হয় । পাঁচ সদস্য বিশিষ্ট বেঞ্চ নির্দেশ দিয়েছিল রাজ্যে ভোট পরবর্তী খুন, ধর্ষণের মতো গুরুতর ঘটনা সিবিআই তদন্ত করবে ৷

Rally on one year of post poll violence from BJP legal wing
Rally
author img

By

Published : May 4, 2022, 10:58 PM IST

কলকাতা, 4 মে : গত বছর মে মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল । বিধানসভা নির্বাচনের পর বিরোধী রাজনৈতিক দল বিজেপি, শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তাদের কর্মী সমর্থকদের উপরে হামলা করার অভিযোগ করে ৷ পরবর্তীকালে এই নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয় ৷ হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় (Rally on one year of post poll violence from BJP legal wing) ৷

ভারতীয় জনতা পার্টির দাবি, ভোট-পরবর্তী হিংসার ঘটনায় তাদের কয়েক লক্ষ কর্মী-সমর্থক ঘরছাড়া হয়েছিলেন এবং শতাধিক কর্মী সমর্থক প্রাণ হারিয়েছেন । এখনও অনেক বিজেপি কর্মী সমর্থক ঘর ছাড়া রয়েছে বলেও অভিযোগ, যাদের ঘরে ফেরাতে বারবার কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে ।

উল্লেখ্য, ভোট-পরবর্তী হিংসার ঘটনায় কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল ৷ সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে পাঁচ বিচারপতির এক বিশেষ বেঞ্চ গঠিত হয় । পাঁচ সদস্য বিশিষ্ট বেঞ্চ নির্দেশ দিয়েছিল রাজ্যে ভোট পরবর্তী খুন, ধর্ষণের মতো গুরুতর ঘটনা সিবিআই তদন্ত করবে ৷ আর তার থেকে কম গুরুতর ঘটনার তদন্ত করবে রাজ্য পুলিশের বিশেষ টিম । সেইমতো এখনও সিবিআই ও সিট ভোট-পরবর্তী হিংসার ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে ।ইতিমধ্যে নতুন করে এখনও কয়েকশো বিজেপি কর্মী সমর্থক ঘরছাড়া রয়েছে বলে কলকাতা হাইকোর্ট দুই সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে, যে কমিটি এই বিষয়টি খতিয়ে দেখবে । এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কলকাতায় প্রায় পনেরো দিনব্যাপী একটি কর্মসূচি গ্রহণ করেছে । সেই কর্মসূচিতে অংশ নিতেই আজ কলকাতা হাইকোর্ট থেকে বিজেপি সমর্থক আইনজীবীরা একটি মিছিল করেন । রানী রাসমণি রোডে মঞ্চ বেঁধে চলে সেই কর্মসূচি (Rally on Post Poll Violence) ৷

ভোট-পরবর্তী হিংসার বর্ষপূর্তি উপলক্ষে হাইকোর্টে বিজেপি পন্থী আইনজীবীদের মিছিল

আরও পড়ুন : Post Poll Violence Cases : ভোট-পরবর্তী হিংসা মামলায় তিন সদস্যের কমিটি গঠন হাইকোর্টের, মৃত বিজেপি কর্মীর পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ

এই ব্যাপারে বিজেপি নেতা ও আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় বলেন, "এর আগে দিল্লির রাজপথে ও ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে আইনজীবীরা পথে নেমেছিলেন । এবার কলকাতাতেও সেই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছে বিজেপি সমর্থক আইনজীবীরা । ভোট-পরবর্তী হিংসায় বহু বিজেপি কর্মী সমর্থক প্রাণ হারিয়েছেন । তাদের পরিবার ন্যায় বিচার পায়নি ৷ তাদের ন্যায়বিচার পাইয়ে দিতেই বিজেপি সমর্থিত আইনজীবীরা রাজপথে নেমেছেন ।"

কলকাতা, 4 মে : গত বছর মে মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল । বিধানসভা নির্বাচনের পর বিরোধী রাজনৈতিক দল বিজেপি, শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তাদের কর্মী সমর্থকদের উপরে হামলা করার অভিযোগ করে ৷ পরবর্তীকালে এই নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয় ৷ হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় (Rally on one year of post poll violence from BJP legal wing) ৷

ভারতীয় জনতা পার্টির দাবি, ভোট-পরবর্তী হিংসার ঘটনায় তাদের কয়েক লক্ষ কর্মী-সমর্থক ঘরছাড়া হয়েছিলেন এবং শতাধিক কর্মী সমর্থক প্রাণ হারিয়েছেন । এখনও অনেক বিজেপি কর্মী সমর্থক ঘর ছাড়া রয়েছে বলেও অভিযোগ, যাদের ঘরে ফেরাতে বারবার কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে ।

উল্লেখ্য, ভোট-পরবর্তী হিংসার ঘটনায় কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল ৷ সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে পাঁচ বিচারপতির এক বিশেষ বেঞ্চ গঠিত হয় । পাঁচ সদস্য বিশিষ্ট বেঞ্চ নির্দেশ দিয়েছিল রাজ্যে ভোট পরবর্তী খুন, ধর্ষণের মতো গুরুতর ঘটনা সিবিআই তদন্ত করবে ৷ আর তার থেকে কম গুরুতর ঘটনার তদন্ত করবে রাজ্য পুলিশের বিশেষ টিম । সেইমতো এখনও সিবিআই ও সিট ভোট-পরবর্তী হিংসার ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে ।ইতিমধ্যে নতুন করে এখনও কয়েকশো বিজেপি কর্মী সমর্থক ঘরছাড়া রয়েছে বলে কলকাতা হাইকোর্ট দুই সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে, যে কমিটি এই বিষয়টি খতিয়ে দেখবে । এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কলকাতায় প্রায় পনেরো দিনব্যাপী একটি কর্মসূচি গ্রহণ করেছে । সেই কর্মসূচিতে অংশ নিতেই আজ কলকাতা হাইকোর্ট থেকে বিজেপি সমর্থক আইনজীবীরা একটি মিছিল করেন । রানী রাসমণি রোডে মঞ্চ বেঁধে চলে সেই কর্মসূচি (Rally on Post Poll Violence) ৷

ভোট-পরবর্তী হিংসার বর্ষপূর্তি উপলক্ষে হাইকোর্টে বিজেপি পন্থী আইনজীবীদের মিছিল

আরও পড়ুন : Post Poll Violence Cases : ভোট-পরবর্তী হিংসা মামলায় তিন সদস্যের কমিটি গঠন হাইকোর্টের, মৃত বিজেপি কর্মীর পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ

এই ব্যাপারে বিজেপি নেতা ও আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় বলেন, "এর আগে দিল্লির রাজপথে ও ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে আইনজীবীরা পথে নেমেছিলেন । এবার কলকাতাতেও সেই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছে বিজেপি সমর্থক আইনজীবীরা । ভোট-পরবর্তী হিংসায় বহু বিজেপি কর্মী সমর্থক প্রাণ হারিয়েছেন । তাদের পরিবার ন্যায় বিচার পায়নি ৷ তাদের ন্যায়বিচার পাইয়ে দিতেই বিজেপি সমর্থিত আইনজীবীরা রাজপথে নেমেছেন ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.