কলকাতা, 4 মে : গত বছর মে মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল । বিধানসভা নির্বাচনের পর বিরোধী রাজনৈতিক দল বিজেপি, শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তাদের কর্মী সমর্থকদের উপরে হামলা করার অভিযোগ করে ৷ পরবর্তীকালে এই নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয় ৷ হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় (Rally on one year of post poll violence from BJP legal wing) ৷
ভারতীয় জনতা পার্টির দাবি, ভোট-পরবর্তী হিংসার ঘটনায় তাদের কয়েক লক্ষ কর্মী-সমর্থক ঘরছাড়া হয়েছিলেন এবং শতাধিক কর্মী সমর্থক প্রাণ হারিয়েছেন । এখনও অনেক বিজেপি কর্মী সমর্থক ঘর ছাড়া রয়েছে বলেও অভিযোগ, যাদের ঘরে ফেরাতে বারবার কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে ।
উল্লেখ্য, ভোট-পরবর্তী হিংসার ঘটনায় কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল ৷ সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে পাঁচ বিচারপতির এক বিশেষ বেঞ্চ গঠিত হয় । পাঁচ সদস্য বিশিষ্ট বেঞ্চ নির্দেশ দিয়েছিল রাজ্যে ভোট পরবর্তী খুন, ধর্ষণের মতো গুরুতর ঘটনা সিবিআই তদন্ত করবে ৷ আর তার থেকে কম গুরুতর ঘটনার তদন্ত করবে রাজ্য পুলিশের বিশেষ টিম । সেইমতো এখনও সিবিআই ও সিট ভোট-পরবর্তী হিংসার ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে ।ইতিমধ্যে নতুন করে এখনও কয়েকশো বিজেপি কর্মী সমর্থক ঘরছাড়া রয়েছে বলে কলকাতা হাইকোর্ট দুই সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে, যে কমিটি এই বিষয়টি খতিয়ে দেখবে । এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কলকাতায় প্রায় পনেরো দিনব্যাপী একটি কর্মসূচি গ্রহণ করেছে । সেই কর্মসূচিতে অংশ নিতেই আজ কলকাতা হাইকোর্ট থেকে বিজেপি সমর্থক আইনজীবীরা একটি মিছিল করেন । রানী রাসমণি রোডে মঞ্চ বেঁধে চলে সেই কর্মসূচি (Rally on Post Poll Violence) ৷
এই ব্যাপারে বিজেপি নেতা ও আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় বলেন, "এর আগে দিল্লির রাজপথে ও ভোট-পরবর্তী হিংসার প্রতিবাদে আইনজীবীরা পথে নেমেছিলেন । এবার কলকাতাতেও সেই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছে বিজেপি সমর্থক আইনজীবীরা । ভোট-পরবর্তী হিংসায় বহু বিজেপি কর্মী সমর্থক প্রাণ হারিয়েছেন । তাদের পরিবার ন্যায় বিচার পায়নি ৷ তাদের ন্যায়বিচার পাইয়ে দিতেই বিজেপি সমর্থিত আইনজীবীরা রাজপথে নেমেছেন ।"