ETV Bharat / city

পুলিশ হেফাজতে রাকেশকে মারধরের অভিযোগ আইনজীবীর

পুলিশ হেফাজতে মারধর করা হচ্ছে রাকেশ সিংকে ৷ দাবি রাকেশের আইনজীবীর ৷ ঘটনায় তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আবেদন জানালেন তিনি ৷

wb-kol-court-rakesh-sing-alipur-7209715
পুলিশ হেফাজতে রাকেশকে মারধরের অভিযোগ আইনজীবীর
author img

By

Published : Mar 1, 2021, 5:53 PM IST

Updated : Mar 1, 2021, 7:51 PM IST

কলকাতা, 1 মার্চ : মাদক কাণ্ডে গ্রেপ্তার বিজেপি নেতা রাকেশ সিংকে পুলিশি হেফাজতে মারধরের অভিযোগ ৷ সোমবার আলিপুর আদালতে এই অভিযোগ করেন রাকেশ সিংয়ের আইনজীবী ফ্রান্সিস সামসুর ৷ তাঁর দাবি, পুলিশের অত্য়াচারে অজ্ঞান হয়ে যান রাকেশ ৷ আদালতে সেই সংক্রান্ত ডাক্তারি নথিও পেশ করেছেন তাঁরা ৷

রাকেশের আইনজীবীর দাবি, কোকেন পাচারের সঙ্গে কোনও যোগ নেই তাঁর মক্কেলের ৷ তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে ৷ রাকেশের মুখ থেকে জোর করে দোষ কবুল করাতে তাঁকে মারধর করা হচ্ছে ৷ এমনকি মারের চোটে তিনি জ্ঞানও হারিয়ে ফেলেন বলে দাবি ফ্রান্সিসের ৷ ঘটনা প্রমাণ করতে রাকেশের শারীরিক পরীক্ষা করান তাঁর আইনজীবী ৷ পরে সেই নথি আদালতে জমা দেওয়া হয় ৷ একইসঙ্গে এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তও দাবি করেছেন তিনি ৷ দাবি তুলেছেন কড়া পদক্ষেপের ৷

পুলিশ হেফাজতে রাকেশকে মারধরের অভিযোগ আইনজীবীর

আরও পড়ুন: পামেলার ফোন রেকর্ডে কোকেন কারবারের সূত্র !

প্রসঙ্গত, কোকেন পাচারের অভিযোগে সম্প্রতি পুলিশের জালে ধরা পড়েন বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী ৷ তাঁকে জেরা করেই রাকেশকে গ্রেফতার করা হয় ৷ রাকেশের বিরুদ্ধে কোকেন পাচারে জড়িত থাকার অভিযোগ ওঠে ৷

যদিও রাকেশের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের বিরুদ্ধে কোনও প্রমাণ জোগাড় করতে পারেনি পুলিশ ৷ তবুও তাঁকে আটকে রাখা হচ্ছে ৷

কলকাতা, 1 মার্চ : মাদক কাণ্ডে গ্রেপ্তার বিজেপি নেতা রাকেশ সিংকে পুলিশি হেফাজতে মারধরের অভিযোগ ৷ সোমবার আলিপুর আদালতে এই অভিযোগ করেন রাকেশ সিংয়ের আইনজীবী ফ্রান্সিস সামসুর ৷ তাঁর দাবি, পুলিশের অত্য়াচারে অজ্ঞান হয়ে যান রাকেশ ৷ আদালতে সেই সংক্রান্ত ডাক্তারি নথিও পেশ করেছেন তাঁরা ৷

রাকেশের আইনজীবীর দাবি, কোকেন পাচারের সঙ্গে কোনও যোগ নেই তাঁর মক্কেলের ৷ তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে ৷ রাকেশের মুখ থেকে জোর করে দোষ কবুল করাতে তাঁকে মারধর করা হচ্ছে ৷ এমনকি মারের চোটে তিনি জ্ঞানও হারিয়ে ফেলেন বলে দাবি ফ্রান্সিসের ৷ ঘটনা প্রমাণ করতে রাকেশের শারীরিক পরীক্ষা করান তাঁর আইনজীবী ৷ পরে সেই নথি আদালতে জমা দেওয়া হয় ৷ একইসঙ্গে এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তও দাবি করেছেন তিনি ৷ দাবি তুলেছেন কড়া পদক্ষেপের ৷

পুলিশ হেফাজতে রাকেশকে মারধরের অভিযোগ আইনজীবীর

আরও পড়ুন: পামেলার ফোন রেকর্ডে কোকেন কারবারের সূত্র !

প্রসঙ্গত, কোকেন পাচারের অভিযোগে সম্প্রতি পুলিশের জালে ধরা পড়েন বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী ৷ তাঁকে জেরা করেই রাকেশকে গ্রেফতার করা হয় ৷ রাকেশের বিরুদ্ধে কোকেন পাচারে জড়িত থাকার অভিযোগ ওঠে ৷

যদিও রাকেশের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের বিরুদ্ধে কোনও প্রমাণ জোগাড় করতে পারেনি পুলিশ ৷ তবুও তাঁকে আটকে রাখা হচ্ছে ৷

Last Updated : Mar 1, 2021, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.